বাংলায় কম্পিউটারে সময় শোনার জন্য সংগ্রহ করুন বাংলাদেশের তৈরি সফটওয়্যার – সময় কথক (নতুন ভার্সন)। না দেখলে অবশ্যই মিস করবেন।

আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ্র রহমতে ভালোই আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের দেশের তৈরি একটি সফটওয়্যার সময় কথক । সময় কথক একটি ছোট প্রোগ্রাম, যা নির্দিষ্ট সময় পর পর আপনাকে সময় কথার মাধ্যমে জানিয়ে দিবে। এর আরেকটি সুবিধা হচ্ছে কম্পিউটার চালুর পর ঐ দিনের বাংলা এবং ইংরেজী তারিখ আপনাকে শুনাবে।

বৈশিষ্ট্যঃ-

কতক্ষণ পর পর সময় জানাবে তা ঠিক করে দিতে পারবেন (১৫ মিনিট, ৩০ মিনিট, নাকি প্রত্যেক ঘন্টায়!)
প্রত্যেক দিনের বাংলা (বাংলাদেশ) এবং ইংরেজী তারিখ শুনতে পারবেন। অবশ্যই আকর্ষনীয় ইন্টারফেস সফটওয়্যারের নিজস্ব ভলিউম নিয়ন্ত্রণের সুবিধা খুব কম র্যাম খরচ করে এবং স্পিড এর ক্ষতি করে না স্বয়ংক্রিয় আপডেট চেক আর শিঘ্রই আসছে নতুন কণ্ঠ!!!

সাপোর্টেড অপারেটিং সিস্টেমঃ-
Windows Xp থেকে শুরু করে পরের সব অপারেটিং সিস্টেম (যেমনঃ Vista, Windows 7, Windows 8 ইত্যাদি) সাপোর্ট করবে। ৩২বিট এবং ৬৪বিট সাপোর্ট।

→ ডাউনলোড লিঙ্কঃ- এখান থেকে ডাউনলোড করুন

শুধু ডাউনলোড করে সাধারণ সফটওয়্যার ইনস্টলেশনের মতই ইনস্টল করতে হবে। কোন রানটাইম সাপোর্টের দরকার নেই। তো ডাউনলোড করুণ আর দেখুন কোন সমস্যা/বাগ পান কিনা। আপনাদের যে কোন মতামত/ সমস্যা জানাতে কমেন্টস এ লিখুন।

আমার সাইটঃ http://trickround.com

Level 0

আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভয়েস মনে হয় রোবট দিয়ে রেকর্ড করা হইছে। হবে না কেন মেইড ইন বাংলাদেশ।

ভয়েস খুব খারাপ,বুঝা যায় না

dhur, akta female voice add korle valo hoto