আপনার পিসিতে ভিডিও ডাউনলোড দিচ্ছেন কিন্তু ৮০% হওয়ার পর Download Faild হয়েছে চিন্তা নেই! চলুন এবার IDM দিয়ে ঐ ৮০% ডাউনলোড হওয়া ভিডিও দেখি।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই??? আশা করি ভালই আছেন।আজকে অত্যান্ত গুরুত্বপূর্ন টিউন নিয়ে হাজির হলাম। আশা করি টিউনটি আপনাদের ভালই লাগবে।

মনে করুন আপনি একটা ভিডিও ফাইল ডাউনলোড দেওয়া শুরু করেছেন কিন্তু কোন কারণবশত যদি ভিডিওটা ৮০% হওয়ার পর Error দেখায় তাহলে যেকোন ব্যক্তির মেজাজ খারাপ হওয়া স্বাভাবিক । তবে সবচেয়ে বেশি খারাপ লাগে যখন যদি ভিডিওটা আর Resume করা না যায় ।

তখন আপনার সামনে দুটি পথ থাকেঃ

1. আবার ভিডিওটা প্রথম থেকে ডাউনলোড করা।
2. ভিডিওটার কথা ভুলে যাওয়া ।

আপনি কি জানেন যে ইচ্ছা করলেই আপনি যতটুকু ভিডিও ডাউনলোড করেছিলেন ততটুকু ভিডিওই দেখতে পারবেন । বিস্মিত হলেন ? বিস্মিত হলেও এটা সত্যি ।

এখন চলুন দেখি কিভাবে আমরা যতটুকু ভিডিও ডাউনলোড হয়েছিল ঠিক ততটুকু ভিডিওই দেখতে পারব । যারা জানেন ভালো কথা, কিন্তু যারা জানেন না তারা নিচের পদ্ধতিগুলো ভালো করে অনুসরণ করুন ।

1. RUN Dialoge Box ওপেন করুন । [ Win Logo Button + R চাপলেই RUN Dialoge Box ওপেন
হবে । সেখানে %appdata% লিখে Enter চাপুন ।

2. এবার যে Window ওপেন হবে সেখান থেকে IDM নামক ফোল্ডারটি খুজে ওপেন করুন ।

3. তারপর DwnlData পরিশেষে Administrator (আপনার পিসির ইউজার নেম দিয়ে তৈরী হওয়া ফোল্ডার, যেমন আমার ইউজার নেম Santo) ফোল্ডারটি ওপেন করুন ।

4. এই ধাপে আপনাকে নিজের বুদ্ধি খাটাতে হবে । এখানে আপনি আপনার IDM দিয়ে আংশিক ডাউনলোড হওয়া প্রত্যেকটি ফাইলের জন্য একটি করে ফোল্ডার পাবেন । IDM এর ডাউনলোড তাহলে এখানে আপনি GOOGLE বা YOUTUBE অথবা ডাউনলোড করা ফাইলের নামে একটা ফোল্ডার
লিষ্ট থেকে আপনি আংশিক ডাউনলোড হওয়া ফাইলগুলো ডিলেট করে দিলেও এখানে সব ফাইলগুলোর ডাটা সঞ্চিত থাকে ।

5. আপনার কাঙ্খিত ফোল্ডারটি খুজে সেটা ওপেন করলে সেখানে Extension ছাড়া অনেকগুলো ফাইল দেখতে পাবেন । সেখান থেকে Extension ছাড়া প্রথম ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করুন । Windows আপনার কাছে কোন প্রোগ্রাম দিয়ে ফাইলটি ওপেন করতে হবে তার পারমিশন চাইবে । এখানে যেকোন ভালো একটা প্লেয়ার সিলেক্ট করে OK করুন ।

ব্যাস আপনার কাজ শেষ । সবকিছু ঠিকঠাক করে থাকলে আপনার কাঙ্খিত ভিডিও আপনার সামনে
হাজির হবে ।

(বিঃদ্রঃ সম্পূর্ণ প্রক্রিয়াটি Windows 7 এ করা । অপারেটিং সিস্টেম ভেদে কিছুটা ভিন্ন্ হওয়া স্বাভাবিক ।)

আর একটা কথা না বললেই নয় যে, একই প্রক্রিয়ায় আপনারা আংশিক ডাউনলোড হওয়া অডিও ফাইলও Play করে শুনতে পারবেন ।

আজ এ পর্যন্তই সবাই ভাল থাকবেন।

আমার সাইটঃ http://trickround.com

Level 0

আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য।

৮০% না হয়ে যদি ৭৯% হই, তবে কি ভিডিও টি দেখতে পারবো না? 😛

    @Pankha Kazi: আপনার টিউনমেন্টের জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ২% ডাউনলোড হয়,তাহলে ঐ ২% ভিডিও আপনি দেখতে পারবেন। টাইটেলে উদাহরন স্বরুপ ৮০% দেওয়া হয়েছে।

ভাল ।

কাজ করলে । ধন্যবাদ 🙂