এস এস সি পরীক্ষার রেজাল্ট দেখুন কোন ঝামেলা ছাড়া


আমরা ওয়েবে রেজাল্ট দেখার জন্য যাই , তখন আমরা ওয়েব লিঙ্ক এ প্রবেশ করতে পারি না। আমাদের মনটা খারাপ হয়ে যায়।

problems


সময় নষ্ট হয় । যে কাজটি এক ক্লিক এ করতে পারি সেটা করতে অনেক সময় লাগে।

problems


একদিকে প্রিয় জনেরা ফোন করতে করতে বিরক্ত করে। আমরা যারা পরীক্ষা দিয়েছি তখন আমাদের মনের মধ্য একটা ভয় কাজ করে । আবার অনেক সময় পেজ আসার পর নাম্বার দেয়ার পর আর রেজাল্ট দেখায় না । তাই এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়ে এলাম এই লিঙ্ক অথবা নিচের ছবিতে ক্লিক করুন

problems


এবার আপনারা যদি সবাই উপকৃত হন তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন । আর সবার জন্য ও দোয়া থাকবে যাতে আপনাদের সবার রেজাল্ট ভালো হয় । কোন সমস্যা হলে আপনারা কমেন্ট করুন । আপনাদের জন্য একটি মজার জিনিশ নিয়ে চলে আসব আগামি বারে । সেই কামনায় যাত্রা হউক শোভ । অনেক দিন টিউন করি না, একটু এলো মেলো লাগতে পারে । আশা করি আগামি বার থেকে আরো ভালো টিউন করার চেস্টা করব । আসলে এই পোস্ট এ বেশী কিছু লিখার থাকে না । তাই বেশী কিছু লিখছি না । সামনে আমি কিছু প্রাইভেসি নিয়ে কিছু কথা বলব আশা করি আপনাদের উপকারে আসবে । আর মেমোরি কার্ড ভাইরাস যদি খেয়ে ফেলে তাহলে আপনারা রিকভার করতে পারবেন । আজ এই পর্যন্ত । আবার আসিব ফিরে টেকটিউন এর তরে

Level 0

আমি akib uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আইপি অ্যাড্রেস দিয়ে কি ঢুকতে কোন প্রবলেম হবে না?

vi reult ki 2:00pm published hoba? ekhon to result show kortase na.

ভাই রেজাল্ট কি পাবলিস হইছে? তাছাড়া লাষ্টের একটা অপশন আছে, “যোগ-বিয়োগ দিয়ে” সেটা কি একটু বুঝিয়ে বলবেন ?

    @ছানাউল্লাহ: এটা ক্যাপচার মতই। দুইটি সংখ্যার যোগ অথবা বিয়োগ করলে যা আসে, তা বক্সে লিখতে হবে।

Vai kam hoina 🙁