এবার মাত্র ৩০০ কেবির একটা সফট্যওয়্যার দিয়ে যেকোন মডেমের আনলক কোড বের করবেন আপনি নিজেই।

আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন??? আশা করি ভালই আছেন। আর শুভেচ্ছা জানাই টেকটিউন্সের নতুন টিউনার ভাইদের। আশা করি তারা আমাদের নতুন কিছু উপহার দিবে।

বর্তমানে আমরা যেসব মডেম ব্যবহার করি, যেমন: গ্রামীন, বাংলালিংক ইত্যাদির সাধারন হুয়াই মডেম হয়ে থাকে। আগে এগুলোতে সহজ ট্রিকসের মাধ্যমে এক কোম্পানীর মডেম এ সকল সিম ব্যবহার করা যেত। কিন্তু এখন তারা একটু চালাক হয়েছে। তারা একটু জটিল পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু পাবলিক তার থেকেও বেশি ট্রিকস ব্যবহার করে সব সিমই ব্যবহার করছে। আমরা যারা জানি না তাদের জন্যই আমার এই লিখা।

প্রখমে আপনি এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করুন। খুব
কম কিলোবাইটের একটি ফাইল এটি। ডাউনলোড হয়ে গেলে Extrac করবেন এবং এর মধ্যে একটা সফট্যওয়্যার পাবেন। তখন ঔই সফট্যওয়্যারটা ইনস্টল দিবেন। ডাবল ক্লিক করলেই ইন্সটল হবার কথা। কোন এরর মেসেজ দেখালে continue তে ক্লিক করুন। তারপর দেখবেন নিচের মত এইরকম একটি উইন্ডো আসবে।

HUAWAI MODEM UNLOCK CODE

এখন connection এর বাম পাশে Huawei ট্যাবে ক্লিক করুন। এইরকম একটা উইন্ড্রো আসবে।

HUAWAI MODEM UNLOCK CODE

নিচের imei এর ঘরে আপনি আপনার Huawei মডেমটার পিছন থেকে এর imei নং টা দেখে বসান। ঠিকভাবে বসাবেন। এরপর calculate code বাটনে ক্লিক করুন। আপনি একটি করে আনলক কোড ও ফ্লাস কোড পাবেন।

যেমন :আনলক কোড: 54247945 এবং ফ্লাস কোড : 34630784।

ব্যাস আজকের টিউন এ পর্যন্তই। আপনাদের যদি বুঝতে কোন অসুবিধা হয় তাহলে টিউনমেন্টে জানাবেন। আশা করি সমাধান দিতে পারব।

আমার সাইটঃ http://trickround.com

Level 0

আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনারাও পোস্ট কপি করেন.

Valoy hoyse.
Akhon dakbo bagladesh a koto site asee…
Je konu post ay site…

ধন্যবাদ

So, old and copy paste post.

সুন্দর এবং প্রয়োজনীয় একটি টিউনের জন্য আপনাকে ধন্যবাদ ভাই।!

vai code pale tarpor ki korbo ? moha bipode ace , kal k modem kine to boka hoa gelam , plz help , age o gp modem use koreci but amon hoini

ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক দিলেই পারতেন

ধুর কিসের লিংক দিয়েছেন ,সাইন আপ আরো কতো কি করেও ডাউনলোড করতে পারলাম না

ভাই লিংক টা আপডেট করে দনে ভাই। কোন ভাবেই ডাউনলোড করতে পারলাম না।

লক কোড নয় দাদা NCK code এর কোন ব্যবস্থা থাকলে বলেন। কোন ফিক্সড মোবাইল অপারেটরের মডেম আনলক করার জন্যে NCK code টাই দরকার হয়। তাই সম্ভব হলে ওটার ব্যবস্থা করেন।