রাইট বাটনে যুক্ত করুন রিসাইকেল বিন !!!!!

ভেবেছিলাম টেকটিউনস এ নিরব থাকবো ,কোন টিউন করবো না ।একটু ভুল করলে সবাই চেপে ধরে । কিন্তু আর পারলাম না । সবার উপকারে আবার এগিয়ে আসলাম।

এবার আসা যাক কাজের কথায় । আমরা আমাদের কম্পিউটার কে ইচ্ছা করলেই নিজের মত করে নিতে পারি। তেমনি একটি কাজ হল - "রাইট বাটনে রিসাইকেল বিন যুক্ত করা " ।
রিসাইকেল বিন ক্লিক করে ফাইল ডিলিট করা একটা ঝামেলাকর বিষয় । তাই যদি রাইট বাটনে এটা যুক্ত করা যায় তবে কি কষ্টটা কমে গেল না??

এখানে ক্লিক করুন ।

এরপর registry ফাইলে ক্লিক করুন ।

ফাইল টি ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করুন ফাইলটির উপর।

এরপর ইয়েস বাটনে ক্লিক করুন এবং পিসি RESTART করুন এবং রাইট বাটনে ক্লিক করে দেখুন রিসাইকেল বিন যুক্ত হয়ে গেছে।

ভাল লাগলে কমেন্ট করবেন ।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল হয়েছে।

তথ্য প্রযুক্তির উপর আমার বাংলা ব্লগঃ http://www.it-world.tk
আপনি আমন্ত্রিত।

Windows 7 কি কাজ করে?
করলে Remove করার system কি?

    কাজ করবে। তবে apply করার আগে system restore করে নিলে পরে আবার আগের রুপে ফিরে যেতে পারবেন।

ভাই সমালোচনা না করলে কি টিউনের ভালো এবং খারাপ দিক বুজা যাবে? আর এতে তো টিউনারই উপকৃত হয়। তবে অনেকে অগঠন মূলক সমালোচনা করে। এই বলে যে টিউন করবেন না তা ঠিক নয়। ধন্যবাদ আপনাকে।

    ভাই, সমালোচনা করবেন না কেন?? তাই বলে যে টিউনার কে একবারে যা ইচ্ছা তাই বলব এটা তো ঠিক না ।
    যারা এরকম করেন তারা যদি জেনেই থাকেন তবে সেই টিউনারের আগেই টিউন করুন,তবেই বুঝা যাবে আপনি কতটুকু জানেন! আর না হলে কেউ উলটা পালটা কমেন্ট করবেন না। ধন্যবাদ আউয়াল ভাই।

Level New

আমি একটু problem এ পরছি. পারলে help করবেন.

problem টা নিচের tune এ…. plz help me

https://www.techtunes.io/how-to/tune-id/35770/

Level 2

বহু দিন টিউন করা হয়না। এই জিনিস নিয়ে টিটুন করতে বসলাম তো পড়লাম বিদ্যুত বিভ্রাটে। যাক টিউন তো হলো? নিচের কোডটি নোট প্যাডে লিখে যেকোন নাম দিয়ে .reg extension এ সেভ করে নিন। তার পর ডাবল ক্লিক করে ইয়েস করুন কাজ হয়ে যাবে। টিউনের জন্য ধন্যবাদ।
Windows Registry Editor Version 5.00

; Add ‘Empty Recycle Bin’ To Right Click Menu
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[HKEY_CLASSES_ROOT\Directory\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[HKEY_CLASSES_ROOT\Folder\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”বহ
Windows Registry Editor Version 5.00

; Add ‘Empty Recycle Bin’ To Right Click Menu
[HKEY_CLASSES_ROOT\Directory\Background\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[HKEY_CLASSES_ROOT\Directory\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”
[HKEY_CLASSES_ROOT\Folder\shellex\ContextMenuHandlers\Empty Recycle Bin]
@=”{645FF040-5081-101B-9F08-00AA002F954E}”

Level 2

কোডটি ডবল হয়ে গেল, সরি।এতে পি সি রিষ্টার্ট করতে হবে না।

হেরা ব্রাদার, কোড লিখে কিছু করে সবসময় ই মজা পাই। তাই এই কোড টি পেয়ে খুশি হয়েছিলাম। কিন্তু আপনার কোড আমার সাত নাম্বার জানালায় কাজ করে না । হেল্পান প্লিজ ।

কাজে লাগবে।

vai windows 7 a hosse na