ডাটা ক্যাবল ছাড়াই PC to Mobile এবং Mobile to PC তে ফাইল Transfer করুন সাথে PC কে WIFI HOTSPOT করার নতুন নিয়ম

জি ঠিক ই শুনেছেন। ডাটা ক্যাবল ছাড়াই এখন পিসি থেকে মোবাইল এ এবং মোবাইল থেকে পিসি তে ফাইল ট্র্যান্সফার করা সম্ভব।

ফাইল বলতে যেকোন ফাইল মুভি,গান,,সফটওয়্যার কিংবা বড় বড় জিপ ফাইল। দ্রুত গতিতে একদম লেন টু লেন ট্র্যান্সফার।

পদ্দতি বিস্তারিতঃ

  1. ১ম এ এখান থেকে "Shareit" সফটওয়্যার টি আপনার পিসি তে ডাউনলোড করে ইন্সটল করুন লিঙ্কঃ ক্লিক করুন
  2. এখন এখান থেকে ৫০০ টাকা দিয়ে এই ডিভাইস টি কিনে নিন অথবা সংগ্রহ করে নিন। লিঙ্কঃ ক্লিক করুন
  3. এখন ডিভাইস টি আপনার পিসি তে লাগান ইউএসবি পোর্ট এ এবং ডিভাইসের সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করুন। ইন্সটল করার পর নিচের ছবির মত দেখতে পাবেন।
  4. এখন নিচের ছবির মত সফটওয়্যার এর সেটিংস্‌ থেকে "Main Menu" থেকে "IDS_SWITCH_MODE_STATION" এ ক্লিক করুন তারপর নিচের ছবিতে দেখানো "IDS SWITCH" Button এ ক্লিক করুন।
  5. এখন পিসি তে SHAREIT সফটওয়্যার টি ওপেন করুন, Send Button এ ক্লিক করুন। তারপর যে ফাইল ট্র্যান্সফার করবেন সেটা সিলেক্ট করুন। NEXT এ ক্লিক করুন
  6. এখন আপনার মোবাইল এ SHAREIT ওপেন করে RECEIVE এ ক্লিক করুন এবং নরমাল নিয়মেই ফাইল আদান প্রদান করুন। এভাবে পিসি টু মোবাইল এবং মোবাইল টু পিসি ফাইল শেয়ার করতে পারবেন।
  7. আরও বিস্তারিত জানতে এই লিঙ্ক এ ক্লিক করুনঃ এখানে ক্লিক করুন

এছাড়া আর যা যা করতে পারবেন এই সফটওয়্যার দিয়ে দেখে নিনঃ

কিভাবে WIFI ইউজ করবেন:

  • WIFI ইউজ করতে আপনার পিসি/ল্যাপটপ এ ইন্টারনেট থাকতে হবে। Modem, Broadband যেকোন ইন্টারনেট থাকলেই হবে।
  • তারপর এই ডিভাইস Pendrive এর মত USB Port এ লাগাবেন, ১টা সফটওয়্যার ইন্সটল করবেন আর সাথে সাথে আপনার পিসির ইন্টারনেট WIFI HotSpot হয়ে যাবে।
  • আপনি সরাসরি এই WIFI Router এ "সিম / Broadband" লাইন ইউজ করতে পারবেন না।
  • এটা USB Portable WiFi Router। এর কাজ আপনার পিসি / ল্যাপটপের ইন্টারনেট কে WIFI করা।

এই ডিভাইসের সাহায্যে যা করতে পারবেনঃ

  • পিসি/ল্যাপটপের ইন্টারনেট মোবাইল/ট্যাব/অন্য ল্যাপটপ/অন্য পিসিতে ইউজ করতে পারবেন।
  • আবার মোবাইলের ইন্টারনেট বা অন্য যেকোন WIFI ইন্টারনেট পিসিতে ইউজ করতে পারবেন, এটা তখন WLAN card এর কাজ করবে।
  • ১টা পিসির ইন্টারনেট আরেকটা পিসিতে শেয়ার করতে পারবেন ২টা ডিভাইস লাগিয়ে।
  • মোবাইল থেকে বা পিসি থেকে ফাইল ট্র্যান্সফার করতে পারবেন data ক্যাবল ছাড়া WIFI receiver এর সাহায্যে।
  • ওয়াই ফাই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফোনের মাধ্যমেই কম্পিউটার শাট ডাউন করতে পারবেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড কন্ট্রোল করতে পারবেন।
  • ক্লাউড স্টোরেজ সুবিধা রয়েছে।
  • রেঞ্জঃ ১০০০+ স্কয়ার ফিট।
  • ৩০ টা ডিভাইস কানেক্ট করতে পারবেন একসাথে।
  • Password দিয়ে Protect করে রাখতে পারবেন।
  • Speed Upto 150Mbps (আপনার নেট স্পিড যা সেটাই পাবেন)

  • এই ডিভাইসটি অর্ডার করতে কল করুন করুন।

01913-010115

01672-556825

অফিশিয়াল ফেসবুক গ্রুপ; ক্লিক করুন

সরাসরি ফেসবুক এ ম্যাসেজ দিন: এখানে ক্লিক করুন

Level 0

আমি মিস্টার হ্যলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ami 1ta shoitan. amar theke dure thaken vai...........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস