Windows XP কে Genuine করার সহজতম উপায়!!! [[updated…microsoft genuine advantage diagnostic tool 1.5.0717.0 এবং আরও একটি টিপস সহ]]

আপনারা অনেকেই হয়ত Windows XP টি Genuine না হউয়ায় অনেক ঝামেলায় পরছেন...যেমনঃ windows not genuine মেসেজ এসে screen কালো হয়ে যাওয়া বা microsoft এর প্রয়োজনিয় কিছু soft যেমনঃ windows media player 11 আপনার computer এ install না হউয়া। অনেক উপায়েই আপনি হয়ত windows কে ধোকা দিয়ে কাজটি করতে পারবেন...অনেকেই অনেক ভাবে কাজটি করছেন। কিন্তু যদি মাত্র এক ক্লিক এই এই কাজটি হয়ে যায় তবে কি দরকার আর সময় নষ্ট করার।

এখান থেকে ডাউনলোড করুন মাত্র 1.12 KB এর এই ফাইল টি। তারপর ফাইল টি ক্লিক করুন...এরপর yes>>ok!!! ব্যস হয়ে গেল আপনার windows xp টি একদম genuine। চাইলে আপনি এখন আপনার windows media player 11 টি install করে চেক করে দেখতে পারেন। 🙂

[[যাদের মাইক্রোসফট এর auto update enable আছে...অনেকের ক্ষেত্রে হয়ত প্রতিবার আপডেট install এর পর windows not genuine মেসেজ টি দেখাতে পারে। সেক্ষেত্রে আপনার desktop এ ফাইল টি রেখে দিতে পারেন। মেসেজ টি দেখালেই ফাইল টিতে ক্লিক করলেই windows হয়ে যাবে genuine।]]

সবচে বড় কথা হচ্ছে আপনি যতবার খুসি কাজটা করতে পারবেন। কেউ আপনাকে কোন লিমিট ধরিয়ে দিবে না!!

### UPDATED ###

>>> এখান থেকে ডাউনলোড করে নিন windows genuine advantage diagnostic tool টি।

এবার ফাইল টি রান করুন। continue এ ক্লিক করুন।এবার validation info তে validation status দেখুন। যদি আপনার windows টি genuine হয় তবে status এ Genuine লেখা দেখতে পাবেন। নয়ত unsupported OS বা অন্য কোন মেসেজ দেখাবে। আপনি এই tool টি দিয়ে windows xp/vista/7 এর validation state চেক করতে পারবেন। অন্য windows গুলো ও পারার কথা।

এখন সহজেই চেক করতে পারবেন আপনার windows টি genuine কিনা।

>>>আর উপরের দেয়া .reg file টি যাদের কাজ করে না...এবং নিচের বলা কোন উপায় এউ কাজ হয়নি তারা এখান থেকে এই ফাইল টি নামিয়ে নোটপ্যাড এর instruction অনুযায়ী কাজ করুন। এটাও আমার খেত্রে কাজ করেছে।

যেই উপায় ই ব্যবহার করুন...এখন তো windows টি genuine হল কিনা চেক করতে পারবেন ই windows genuine advantage diagnostic tool টি ব্যবহার করে আশা করি।

কারো কোন জিজ্ঞাসা থাকলে অবস্যই করবেন...সাহায্য করার চেষ্টা করব যদি পারি। সবাইকে ধন্যবাদ। 🙂

Level 0

আমি শুভ্র হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 112 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অরজিনিয়ার xp তে ফাইটি কি সাধারন নোটপেড হিসেবে খুলবে ? না কোন কমান্ড আসবে ?
আমার টা অরজিনিয়ার xp, আপনার ফাইলটি ক্লিক করলাম সাধারন নোটপেড ই খুলল ।

    দেলোয়ার ভাই, এটা তো .reg file। পাইরেটেড xp তে এটি reg file হিসেবেই ওপেন হয়। অরিজিনাল xp তে এটা ব্যবহার করে দেখা হয়নি। আর এটাতো এক্সপি genuine করার জন্যেই!! আগে থেকেই genuine টা আর কি genuine করবেন। :p ..আপনাকে ধন্যবাদ। হয়ত original xp দেখেই আপনার টায় নোটপ্যাড হিসেবে খুলেছে। 🙂

    উইন্ডোজ এক্সপি ১০০% জ়েনুইন করতে নীচের টিপসটি ফলো করুন ;

    ডেস্কটপে WINKEY+R চাপুন

    REGEDIT লিখে OK বা এন্টার চাপুন এরপর
    H-KEY LOCAL MECHINE->SOFTWARE->MICROSOFT->WINDOWS NT->
    CURRENT VERSION গিয়ে WPAEVENTS এ ডাবল ক্লিক করুন এবং OOBETIMER এ ডাবল ক্লিক করে ওপেন করে ভিতরের সবকিছু মুছে ফেলে OK করুন।নীচের ধাপগুলো ফলো করুন।

    RUN->oobe/msoobe /a ->BY TELEPHONE->CHANGE PRDUCT KEY ( KEEP ONE OF THE FOLLOWING serials)
    ->UPDATE-REMIND ME LATER THEN RESTART WINDOWS

    JG28K-H9Q7X-BH6W4-3PDCQ-6XBFJ
    THMPV-77D6F-94376-8HGKG-VRDRQ

    দেলোয়ার ভাই…আপনি বলার পর প্রব্লেম টা নিয়ে একটু ঘাটলাম…সলুশান পেয়ে গেছি। 😀 …start>>run এ গিয়ে regedit লিখুন। এবার regestry editor লোড হলে file>>import থেকে WGA.reg ফাইল টা import করে নিন। আশা করি কাজ হবে ইনশাল্লাহ। ধন্যবাদ… 🙂

স্যামুতে এই নিয়ে আগে পড়েছিলাম……….তবুত্ত আবার নতুন করে শেয়ার করার জণ্য জন্য ধন্যবাদ…….

সুন্দর টিউন কিন্তু আমি windows 7 ব্যবহার করি । শত চেষ্টা করেও genuine করতে পারি নাই ।ধন্যবাদ

    আচ্ছা ভাই কি টিউন ভাল ভাবে না দেখেই কাজ আরম্ভ করে দেন নাকি,
    উনি দিলেন এক্সপি জেনুইন করার পদ্ধতি আর আপনি করলেন সেভেন।
    আপনি সেভেনের কোন ভার্ষন ইউজ করেন আল্টিমেট হলে এই টিউনটি দেখতে পারেন,
    https://www.techtunes.io/other/tune-id/33007/
    টিউনারকে ধন্যবাদ টিউনের জন্য।

    Level 0

    আপনি এটি দেখতে পারেন = techtunes.io/hacking/tune-id/27036/

    আতাউর রহমান ভাই আপনি বুঝতে ভুল করেছেন । আমি এই নিয়মে windows 7 genuine করতে যাব কেন? টিটি তে windows 7 genuine করার কিছু ট্রিক follow করেছিলাম কিন্তু সফল হতে পারি নি ।
    আমার কথা হয়ত স্পষ্ট হয় নাই যার কারনে আপনি বুঝতে পারেন নাই । এঐ কারনে আমি দুঃখিত ।

Level 0

ধন্যবাদ হাসান ভাই ।

আমি বিষয়টা নিয়ে চেষ্টা করছি কিন্তু জেনুইন হয়েছে কিনা তা জানিনা, এটা বুঝার নিয়ম টা কি তা একটু জানাবেন।

আর ধন্যবাদ টিউনের জন্য

    অমিত ভাই আমার কাছে genuine check করার একটা সফট ছিল কিন্তু খুজে পাচ্ছিনা… 🙁 আপনি উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ১১ ইন্সটল করেও জিনিস্টা চেক করতে পারেন। ধন্যবাদ 🙂

সহ মত..কি >? করবো..!!!!

যাহারা এক্সপি জেনুইন করতে চান তাহারা এই দুইটা লিংক থেকে ভিডিও দেখেও সুন্দর ও সহজ ভাবে করতে পারেন,
http://www.youtube.com/watch?v=AD8ZFvPIKtk
http://www.youtube.com/watch?v=PGWGxDVsNTA&feature=related
এবং যাহারা জেনুইন হইছে কিনা চেক করতে চান তাহারা run’এ গিয়ে নিম্নের লিখাটা পেষ্ট করে ok করুন,
%systemroot%\system32\oobe\msoobe.exe/a

    genuine হইসে কিনা চেক করার উপায়টাই জানানো দরকার ছিল। ধন্যবাদ আতাউর ভাই 🙂

    ataur bhai copy paste error dekhai , bujhte parchina.

    kaj korsey na

    Ataur Rahman vai,
    Apni Genuine Windows check korar jonno je lekha ta paste korte bolesen ami sheta koresi kintu kaj hossena,vaia oi lekha ta ki kindly ektu check kore diben ektu?????

    আপনারা এই লিঙ্ক দিয়ে ব্রাউজ করুন তাহলেই বুঝতে পারবেন আশা করছি,
    http://www.microsoft.com/genuine/downloads/SuccessfulActivation.aspx?displaylang=en&Error=0&sGuid=ade1994c-c8b2-4aac-8791-65d07da8de00
    তাছাড়া Microsoft Security Essentials বা মিডিয়া প্লেয়ার ১১ ইন্সটল হলেই মনে করবেন জেনুইন হয়ে গেছে,
    তবে আমার কাছে নিম্নের পদ্ধতিটাই সবছেয়ে ভাল মনে হয় কারন এতে কোন জামেলাই নাই,
    [আইটিপ্রেমী রুহুল ] says: ৬ নভেম্বর, ২০১০ at 6:30 পুর্বাহ্ন
    এক্সপির অরিজিনাল কী দ্বারা এক্সপিকে জেনুইন করুন। এক্সপি সেটআপ দেওয়ার সময় নিচের কী ব্যবহার করলেই ১০০% জেনুইন।—-
    V2C47-MK7JD-3R89F-D2KXW-VPK3J
    তাছারা আপনারা এই কীও দিতে পারেন আমি এই কী দিয়েই সেটাপ দিতাম এবং এক্সপি অরজিনাল হয়ে যেত
    THMPV-77D6F-94376-8HGKG-VRDRQ

মাহমুদুল ভাই, “এটা কাজের না” তো বল্লেন…কিন্তু ৫ জন মানুস এটা প্রিয় টিউন্স এ জুক্ত করল…কাজ না করার পরেউ?? হাহা…আপনারা পারেন রে ভাই…শুনেন এখন আপনার প্রবলেম টার সলুশান। আপনার ফাইল টা ওপেন হয়না কারন আপনি জিনিস্টা registry editor দিয়ে ওপেন করেন নাই। আমাদের বেসিরভাগ এর ই reg file গুলি অটোমেটিকালি registry editor open করে দেয়। আপনাদের ক্ষেত্রে registry editor জিনিস্টা ডিরেক্ট করছে না…তাই তাকে দিয়ে করাতে হবে। এর জন্য start>>run>> এ গিয়ে regedit টাইপ করুন। এবার সেখানে file>>import এ গিয়ে WGA.reg ফাইল টি import করে নিন। কাজ শেষ। কোন কিছু সম্পরকে এত দ্রুত মন্তব্যে না পউছানোই ভাল। ধন্যবাদ… 🙂

এক্সপির অরিজিনাল কী দ্বারা এক্সপিকে জেনুইন করুন। এক্সপি সেটআপ দেওয়ার সময় নিচের কী ব্যবহার করলেই ১০০% জেনুইন।—-
V2C47-MK7JD-3R89F-D2KXW-VPK3J

নোট প্যাড ফাইল registry editor এ import করা যায় ! আপনি একবার নোট প্যাড ফাইল registry editor এ import করে দেখেন । আর এখন পর্যন্ত কাজ হইছে এমন কোন কমেন্ট কি আসছে ? বেশীর ভাগই অন্য উপায় দিছে । ধন্যবাদ 🙂 কষ্ট করার জন্য ।

আমি তো বলি নাই যে notepad ফাইল registry editor এ import করা জায় না। ভাই…আর যাই হোক আপনের মত পাবলিক এর জন্যে এখানে কষ্ট করে টিউন করি নাই এটুকু বলতে পারি। আর কাজ না হওয়ার পরেউ কেউ এটা প্রিয় টিউন্স এ যুক্ত করবে…সবাই মনে হয় এখনও আপনার মত এত চালাক হয়ে ওঠেনাই।!! আর নিজেকেই জিজ্ঞেস করেন তো আপনি নিজে এই পর্যন্ত যতগুলা টিউন কাজে লাগাইসেন…প্রতিটায় কি টিউনার কে thanks দিয়ে আসছেন?? আর জাই হক আপনার সভাব তো তা বলে না!!! আর যতজন অন্ন নিয়ম বলে গেছে তারা কি একবার ও বলসে যে এইটা কাজ করে না…নাকি আপনি তাদের মনের কথা বুঝে ফেলসেন!! তারা জাস্ট নিজেদের নিয়ম টাই সবার সাথে শেয়ার করসে। we always welcome this!! দেখেন ভাই আপনে আর আমার কোন টিউন পইরেন ই না! আমরা এখানে প্রত্তেকেই টিউন করি জাতে সবার উপকার হয়…অন্ন কারও জখন জিনিস টা কাজে লাগে তখন নিজের কাছেই খুব ভাল লাগে। কিন্তু আপনার কথা শুনে মনে হয় জানা থাকা সত্তেও জোর করে mediafire থেকে একটা অকাজের একটা ফাইল আমি ডাউনলোড করায়ে মানুষ কে সময় নস্ট করালাম। অনেক কিছু বলে ফেললাম…মনে রাখবেন আমার কথা গুলা দয়া করে। আর আমার টিউন না পরলেই খুসি হব আমি!!! ধন্যবাদ…

ধন্যবাদ শুভ্র ভাই

শুভ্র হাসান ভাই রাগ করেন কেন,
এখানে নানা জনে নানা কথা ও নানা প্রশ্ন করবে এই নিয়ে কথা বাড়িয়ে কোন লাভ নাই,আপনাকে ধৈর্য ধরতে হবে।
যথা সাধ্য চেষ্টা করবেন বিতর্ক এরিয়ে চলতে।
আর মাহমুদুল ভাই ও যারা এটাকে নোট প্যাড হিসাবে কেন পাইছেন জানিনা,
আমি উইন৭ ইউজ করি আমি ডাউনলোড করে দেখলাম ফাইলটা ঠিক আছে,আমার কাছে নোট প্যাড হিসাবে আসে নাই।
আসুন আমরা সবাই ধৈর্যশীল ও শালীন হওয়ার চেষ্টা করি।

ভাই কত টিউন যে এই অরজিনাল এর ব্যাপারে পেয়েছি। কখনো কাজ করে নাই আপনার দিয়ে চেষ্টা করি দেখা যাক কি হয়।

আমার মনে হয় কাজ হয়েছে। আচ্ছা এক্সপি জেনুইন হয়েছে কি ভাবে বুজবো। ঊপরোক্ত টি ছাড়া আর কোন নিয়ম থাকলে আশা করি জানাবেন। ধন্যবাদ আপনাকে।

সরি আতাউর ভাই। এরপর চেস্টা করব ধৈর্য ধরতে…আসলেই সবার কথা যদি গায়ে লাগাতে যাই তাহলে কি হবে। ধন্যবাদ আপনাকে 🙂

সেই জলই খাওয়ানো হল ঘোলা করে ! যখন দেখলেন অনেকেরই কমন সমস্যা তখনি আপডেট করা উচিত ছিলো । তাহলেই আমার কমেন্টের জবাব হয়ে যায় তা না করে উলটাপালটা বকবক করলেন । হাহা…পারেন ও আপনি ! আর আপনার কথা রাখলাম । ৭০০০+ টিউনের মধ্যে কয়েকটা না পড়লে আর কি হয় ? আপনি কি সব কমেন্ট পড়ছেন ?নিজের স্বভাব আগে বুঝেন । ডাউনলোড করায়ে মানুষ কে সময় নস্ট না ধরলেও কমেন্টের জন্য আমার সময় নষ্ট করলাম । আপনার টিউনে আর যেহেতু আসছি না ( কথা রাখা আরকি !)
kichu bolar thakle mail me if that is passed through LOGIC !!!!!
ধন্যবাদ…

আমি আপডেট করলাম Windows Genuine Advantage Diagnostic Tool যাতে windows genuine হইসে কিনা চেক করা যায় …আর এ বলে কি!! নিচে একবার দেখসেন অনেকেই যে জানতে চাইতেসিল কিভাবে চেক করা যায়!! আপনি ভাই কিসু না দেইখাই কথা বেসি বলেন। আতাউর ভাই…এই টাইপ এর পাবলিক এর উপর কি ধৈর্য্য রাখা সম্ভব! যাই হোক আমি আর লজিক দেখাইতে চাইতেসিনা…অলরেডি যা দেখাইসি তার ই কোন উত্তর দিতে পারলেন না আর লজিক দিলে পরে ভিরমি খাইতে পারেন। যাই হোক…ভাল থাকবেন

Level 0

Original সব সময়ই Original । Duplicate কখনোই Original হতে পারে না । আপডেট নিলেই প্রবলেম হবে । যেমন Windows7 এ KB971033 ডাউনলোড/আপডেট করলেই খেলা শেষ । বিশ্বাস না হলে Windows7 এ KB971033 ডাউনলোড/আপডেট করেই দেখুন না কেমন মজা ।
তাই হয় Genuine XP, Windows7, Vista or Free Linux ব্যাবহার করুন । নিশ্চিন্ত থাকুন ।

    গগন ভাই,আপডেট করলে সব শেষ তা তো জানি…উপরে বলসি ও…দেখেন। আর শেষ হলে কি করতে হবে তাউ বলে দিসি। সবাই কি আর জেনুইন কিন্তে পারে?? আর সবছে বড় কথা pirated টা genuine করে ব্যবহার করতে পারলে original টা এত খরচ করে কিন্তে যাব কেন বলেন। ধন্যবাদ 🙂

বিশ্বাস

Level 0

Thank you শুভ্র হাসান bhai ame Mozilla firefox thaka download korce but file notepad show kora but jokhon Internet explorar thaka download korce tokhon reg.success

1.12 KB ফাইল টি ডাউনলোড হছেনা media fire error দেখায়ে ।

Level 0

VAI LINK TO KAJ KORE NA LINK THIK KOREN