Software Install করার পর Restart করা থেকে থেকে মুক্তি পেতে চান ?

আল্লাহের নামে আরম্ভ করছি , যিনি অতি পবিত্র ক্ষমাশীল ও দয়ালু । টেকটিউনের সকল ভাই বোন কে আমার সালাম । কোন Softwate লোড করার পর মন চায় Program টি কে চালাতে কিন্তু Install শেষ হবার পর Massage দেয় Restart করার জন্য যা সেই মুহুত্বে খুবই বিরক্তকর। যেহেতু দরকার তাই আমরা বাধ্য হয়ে Restart করি বা কাজ শেষ করার পর Restart করে program টি চালায় । এই Restart দরকরা পড়ে Windows exploere shell এর ও যে নতুন Registry Value যোগ হয়েছে তার Up-to-Date করার জন্য তাই দরকার কিন্তু এই Up-to-date উইন্ডোজ Restart ছাড়াও করা যায় সেই নিয়েই আমার টিউন

যারা Windows Xp (Home edition ছাড়া) ও Windows Vista এর জন্য

start + R অথাত Run খুলুন ও লিখুন Cmd এবার Ok করুন।

এবার লিখুন tskill /f /im explorer.exe এবার প্রেস করুন Enter করলে দেখতে পাবেন আপনার Desktop এর Taskbar টি নেই। (অথাত Task manager এর Process এর মধ্যে থেকে Explorer.exe টি বন্ধ হয়ে গেছে।

এবার Taskbar পুনরায় আনার জন্য লিখুন explorer.exe প্রেস করুন Enter দেখবেন Taskbar চলে এসে (অথাত Task manager এর Process এর মধ্যে থেকে Explorer.exe টিপুনরায় চালু হয়ে গেছে।)

এবার আপনার পছন্দের মতো Software Install করুন ও Restart ছাড়াই চালান । এই কাজটি আপনি Task manager এর মাধ্যমে ও করতে পারেন। আর এত কমান্ড লিখতে না চাইলে এখানে ক্লিক করে Bat ফাইলটি ডাইনলোড করে নিন ও দরকার মতো চালান।

আর যারা Windows Xp Home edition ব্যবহার করেন তাদের জন্য

start + R অথাত Run খুলুন ও লিখুন Cmd এবার Ok করুন।

এবার লিখুন tskill /a explorer এবার প্রেস করুন Enter করলে দেখতে পাবেন আপনার Desktop এর Taskbar বন্ধ হয়ে পুনরায় চালু হয়ে গেল, তার মানে আপনার Explorer.exe বন্ধ হয়ে পুনরায় চালু হয়ে গেছে।

উপরের একই কথা বার বার লিখলাম না আর এত কমান্ড লিখতে না চাইলে এখানে ক্লিক করে Bat ফাইলটি ডাইনলোড করে নিন ও দরকার মতো চালান।
ভাল থাকবেন............ ব

Level 0

আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

try kore dekhbo …. dhonnobad

Level 0

সাইফুল্লাহ ভাই, win ৭ এ কিভাবে করব এটা।

    Level 0

    shamim vai,নিচের কমেন্ট অনুযায়ী আপনি উইন্ডোজ সেভেনেও রিস্টার্ট সমস্যা solve পারবেন।

    shamim ভাই Mithu ভাই নিচের মন্তব্যে উপায় উল্লেখ করেছেন ।

Level 0

ভাই,কমান্ড প্রম্পে কাজ করা তো অনেকের কাছেই ঝামেলার।তাই,কমান্ড প্রম্পে না গিয়ে এটাতো আরো সহজেই করা যায়।সফটয়্যার ইন্সটল করার পরে তা রিস্টার্ট চায় যেন তা উইন্ডোজ রেজিস্ট্রিকে আবার প্রথম থেকে রিড করতে পারে।রিস্টার্ট ছাড়া এ কাজটি করার জন্য টাস্ক ম্যানেজারে গিয়ে প্রসেস ট্যাবে ক্লিক করে যত প্রসেস রান করতে দেখা যাবে তা থেকে explorer.exe প্রসেসটিকে বন্ধ করতে হবে(এজন্য explorer.exe সিলেক্ট করে তার উপর রাইট বাটন ক্লিক করে যে মেনু পাওয়া যাবে তা থেকে end process সিলেক্ট করলেই প্রসেসটি বন্ধ হবে)।এবার আবার explorer.exe চালু করতে হবে।এজন্য,টাস্ক ম্যানেজারে file->run এ গিয়ে টাইপ করতে হবে explorer.exe।ফলে প্রসেসটি আবার চালু হবে।অথবা এত কিছু না করে নিচের কোডটি নোটপ্যাডে লিখে reg_read.bat নামে সেভ করলে পরবর্তীতে যা কোনো সময় এতে ক্লিক করলেই এটি explorer.exe কে অফ করে আবার অন করবে,ধন্যবাদ।
@echo off
taskkill /f /IM explorer.exe
explorer.exe

    ধন্যবাদ Mithu ভাই আমিও একই পদ্ধতির উল্লেখ করতাম , আর ইচ্ছা কৃতভাবে Taskmanager এর ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেনি , আপনি উল্লেখ করেদিয়েছেন বলে আরও একবার ধন্যবাদ জানায়।

ইউন্ডোজ এক্সপি প্রপেশনাল ইডিশন এর জন্য কি করব জানাবেন কি।

ভাল টিপস কিন্তু
অনেক সফট আছে যেই গুলা রিষ্টার্ট ছাড়া অপেনই হয় না তাই রিষ্টার্ট করতেই হবে,
তাছাড়া আমার মনে হয় যেই কোন সফটই (যেগুলু রিষ্টার্ট চায়) রিষ্টার্ট দিলে তার কার্যকারিতা ভাল হয়।
ধন্যবাদ টিপসের জন্য।