কম্পিউটার কে অপ্রয়োজনীয় ফাইল এর হাত থেকে রক্ষা করুন

আমি আবার আসলাম আপনাদের মাঝে । আমি আমার কম্পিউটার কে নিয়ে প্রথমে যে সমস্যায় পড়েছিলাম তা মনে হয় কেউ কখনো পড়েনি। তাই বিভিন্ন জিনিস গবেষনা করে এক একটি ফল পাই তা আপনাদের সাথে শেয়ার করি ।আর এতে যদি আপনারা উপকৃত হন তবেই আমার স্বার্থকতা ।

আমাদের কম্পিউটার এ কাজ করার পর অনেক অপ্রয়োজনীয় ফাইল জমে থাকে যা খুবই বিরক্তিকর ।আজ আমি আপনাদের কে কম্পিউটার এর কিছু অপ্রয়োজনীয় ফাইল দূর করা শিখাবো ।

১। Thumbs.ini - এটি প্রতিটি folder এর ভিতর থাকে এবং কম্পিউটার এর অনেক জায়গা নষ্ট করে।

২। prefetch - যা আমাদের slow করে দেয় ।

এবার শুরু করা যাক ।

প্রথমেই দূর করি Thumbs.ini
start থেকে run এ যান এবং লিখুন regedit

এরপর serially একের পর এক ক্লিক করতে থাকুন

HKEY_CURRENT_USER---
Software----
Microsoft---
Windows---
CurrentVersion----
Explorer-----
Advanced

এরপর এখানে right button ক্লিক করে new থেকে dword value তে ক্লিক করুন

এরপর New Value #1 কে rename করুন DisableThumbnailCache নামে ।
এরপর DisableThumbnailCache কে ডাবল ক্লিক করুন

আপনার কাছে ভ্যালু চাইবে। আপনি ভ্যালু দিন 1 এবং ok করুন ।

ব্যাস আর আপনাকে Thumbs.ini ফাইল টি জ্বালাতন করবে না।
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
এবার আসা যাক ২ নং এ ( prefetch ফাইল ডিলিট করা)
start থেকে run এ যান এবং লিখুন regedit
HKEY_LOCAL_MACHINE--SYSTEM------
CurrentControlSet---------
Control--------
Session Manager--------
Memory Management------
PrefetchParameters ---

এরপর এখানে right button ক্লিক করে new থেকে dword value তে ক্লিক করুন

এরপর New Value #1 কে rename করুন EnablePrefetcher নামে ।
এরপর EnablePrefetcher কে ডাবল ক্লিক করুন

আপনার কাছে ভ্যালু চাইবে। আপনি ভ্যালু দিন 1 এবং ok করুন ।

ব্যাস আর আপনাকে prefetch ফাইল টি জ্বালাতন করবে না।

যদি না পারেন তবে জানাবেন আমি মেইল করে দিব।

Level 2

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হে হে হে এবার আমি ফার্ষ্ট। আপনার কি হইছে নিজেকে এভাবে উজার করে দিচ্ছেন ঘটনা কি।

    তুমি first মানে বুঝলাম না !!! আর আমি চাচ্ছি সবাই যেন ঘরে বসেই নিজের কম্পিউটার নিজেই ঠিক করতে পারে।।
    আমার লক্ষ্য Digital Bangladesh গড়া

      Level 0

      @programmer রোমেল: ভাই ২ নং এর সমাধানে আপনি লিখেছেন EnablePrefetcher যার বাংলা অর্থ : প্রিফেসার চালু করুন, আর ভ্যালু দিতে বলেছেন 1 । আমার জানামতে, ভ্যালু 0 মানে বন্ধ এবং 1/2/3 …… মানে চালু বা অন্য কাজের । তাহলে কি আপনার টিউনে ভ্যালু 1 এর বদলে 0 দিতে হবে , না কি আমি ভুল বলছি ? আমাকে জানাবেন Please ¿¿¿¿

অনেক ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে বলবো যে, প্রথম পেজে যদি ভালো ভালো টিউন থাকে তাহলে ঘন ঘন টিউন থেকে বিরতি দিলে সবার জন্য ভালো হবে। কারন প্রতি টিউনে একটি করে ভালো টিউন হয়ত ২য় পেজে চলে যায়।

অফটপিক–>
শরির কেমন এখন?

    বুঝলাম না পিপি ভাইয়া …একটু clear করে বলবেন কি? ধন্যবাদ আপনাকে comments করবার জন্য 🙂 🙂
    আর আমি এখন আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। তাই তো এত টিউন করতে পারছি। ভাল থাকবেন ।অনেক ভালো 🙂

Level 0

অনেক ধন্যবাদ অনেক দিন থেকে খুজছি শেয়ার করার জন্য আবার ও ধন্যবাদ আশা করছি সামনে আর ভাল টিউন পাব

    ইনশাআল্লাহ সামনে আরও ভাল টিউন পাবেন ।ধন্যবাদ

ধন্যবাদ রোমেল ভাই আপনাদের কাজ থেকে অনেক কিছু শিখতে পারতেছি

    ধন্যবাদ রাশেদ ভাই। আমি যা জানি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি।

রোমেল ভাই ১ নং টা হইছে কিন্তু ২ নং টা already exist দেখায় এবং valu 3 দেওয়া আছে। এখন কি করব valu 3 চেঞ্জ করে 1 করে দিব?

    একমত
    আমার দুইটো Already exist দেখায় কি করবো?

    ২ নং টা already exist দেখালে value 3 চেঞ্জ করে 1 করে দিন ।তাহলে কাজ করবে।

আপ

ভাল টিপস চেষ্টা করে দেখব,
কিন্তু আমার আগে জানা দরকার এইটা কোন অপারেটিং সিষ্টেমে কাজ করবে আমি সেভেন ইউজ করি।
আরেকটা কথা আপনি সহ সকল টিনার ভাইদের প্রতি আপনারা কোন টিপস শেয়ার করলে অবশ্যই বলে দিবেন এইটা কোন অপারেটিং সিষ্টেমে কাজ করবে,
ধন্যবাদ রোমেল ভাই।

কাজেও লাগতে পারে।