ড্রপবক্সে অনলাইনেই এডিট করুন আপনার মাইক্রোসফট অফিস ফাইলস

ড্রপবক্সে অনলাইনেই এডিট করুন আপনার মাইক্রোসফট অফিস ফাইলস। আপনার দরকারি ফাইল তো শেয়ার করে রাখছেন অনলাইনে। যদি এমন কোথাও আপনাকে কাজে বসতে হয় যেখানে মাইক্রসফট অফিস নাই তাহলে কি করবেন? আশা করি এই টিউন আপনার কাজে আসবে একটু।

 

ড্রপবক্স কি? কেন ব্যবহার করবো এগুলো আমরা প্রায় সব ইন্টারনেট ইউজার মাত্রই জানি।  তার পরও নতুনদের জন্যে একটু বলি।

ড্রপবক্স হলো ক্লাউড স্টোরেজ। অন্য কথায় অনলাইন হার্ডডিস্ক। ড্রপবক্স এ রেজিস্ট্রেশন করলে আপনি ফ্রী পাবেন ২জিবি জায়গা। অন্যান্য  ক্লাউড স্টোরেজ এর সাথে এর পার্থক্যঃ

- যে কোনো ইমেইল আইডি দিয়ে আপনি ড্রপবক্স একাউন্ট খুলতে পারবেন।

- যে কোনো প্লাটফর্মের (ম্যাক, লিনাক্স) সাথে এর সফটয়্যার ইন্সটল করে চালাতে পারবেন।

 

এবার মুল কথায় আসা যাক-

ধরুন ড্রপবক্সে অফিস ফাইল রাখছেন, এডিট করতে হবে, কিন্তু যে পিসিতে বসছেন সেখানে মাইক্রসফট অফিস ইন্সটল করা নাই। কি করবেন?

১. আপনার দরকারি ফাইলে ক্লিক করেন।

২. নিচের ছবির মত পেজ আসলে ড্রপডাউন মেনুতে ক্লিক করে Microsoft Word Online এ ক্লিক করুন।

 

৩. আপনার অফিস ফাইল ওপেন হবে ব্রাউজারেই। কাজ সেষ করে আগের পেজ এ ফিরে যান। আপনার ফাইল অটোমেটিক সেভ হয়ে যাবে।

 

ড্রপবক্সে রেজিস্ত্রেশন করতে চাইলে এইখানে ক্লিক করে যেতে পারেন। এতে আমি একটু স্টোরেজ পাব।

 

আমার সাইটঃ http://easytricksandtips.blogspot.com/

আশা করি ভাল লাগবে। ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে অনেক অনেক অনেক অনেক।

Level 0

আমি মুনীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস