ভারতের জন্য এলো ফ্রিতে মোবাইল রিচার্জ করার অ্যাপ !! বাংলাদেশে আর কত দেরি ?

সুপ্রিয় টেকটিউনস বাসী, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। কেননা টেকটিউনস বাসী সবাই ভালই থাকে।

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। এটি কিছুটা ব্যাতিক্রমি টিউন,তা শিরোনাম দেখেই হয়ত বুঝে ফেলেছেন। শুরুতেই যে কোন ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

যে অ্যাপ টির কথা হচ্ছিল অ্যাপ টির নাম  Mobile Money এটি প্লে স্টোরে খুঁজলেই পাওয়া যাবে।

প্লে স্টোরের অ্যাপটির    লিঙ্ক এখানে 

এই লিঙ্ক থেকেই ইন্সটল করে ব্যবহার করা যাবে অন্য যে কোন আর ৫ টা অ্যাপের মতই।

ইন্সটল করা হয়েছে এখন পর্যন্ত ১৮৭৩৫ বার। বোঝাই যাচ্ছে ভালই জনপ্রিয়তা পেতে শুরু করেছে এটি।

 

 

বলাই হয়নি এটি আবার সব মোবাইল অপারেটরেই (Airtel, ভোডা ফোন, Aircel, BSNL, MTNL, Idea, Loop Mobile, MTS, Reliance, Tata Docomo, Tata Indicom, Uninor, Videocon, Virgin Mobile) কাজ করে।

 

এবার কিছু কথা না বললেই নয়। ভারতের জনসংখ্যার তুলনায় বাংলাদেশের জনসংখ্যা কম হলেও মেধায় খুব বেশি ঘাটতি ছিলনা এদেশে কখনই। বাংলাদেশের মানুষ হিসেবে যখন ভাবি, নিজের অজান্তেই মনের মাঝে প্রশ্ন এসে হাজির হয় এমন কোন অ্যাপ এখনও কেন নেই এদেশে! আমার এই টিউন দেখে যদি সামান্য কারো মাথায় কোন নতুন আইডিয়ার সঞ্চার করতে পারি, সেটাই হবে আমার টিউন করার সার্থকতা।

 

সকলে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজকের মত বিদায় নিচ্ছি 🙂

 

 

Level 0

আমি রিয়াদ আশেকিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভারতের বাইরে থেকে অ্যাপ টির লিঙ্ক https://goo.gl/BpGzw3

Level 2

আরে এইটা দিয়ে কি করে , কিভাবে, কিছু না বলেই শেষ?

Level 0

আমি একটা দেখেছিলাম, তা হল mobikwik

Level 0

details e likhun dada.