খুব সহজেই আপনার এন্ড্রয়েড হ্যান্ডসেটের ক্যামেরা’কে পিসির ওয়েব ক্যাম হিসাবে ব্যবহার করুন।

আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন টেকটিউনের ভাইয়েরা। আশা করি ভালই আছেন।
আজ অনেক দিন পর টেকটিউনসের জন্য লিখতে বসলাম।
শিরোনাম পড়েই হয়তো বুঝতে পেরেছেন যে আজ আমি আপনাদের’কে জানাব কিভাবে খুব সহযেই আপনার এন্ড্রয়েড হ্যান্ডসেটের ক্যামেরাকে ওয়েব ক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন। এতে করে একদম HD কোয়ালিটির ছবি পাবেন। আপনার মোবাইলের ক্যামেরা যত ভাল হবে রেজুলেশন ততই ভাল পাবেন।
এই কাজ করতে আপনার যা যা লাগবে।
১। একটি Windows PC.
২। একটি এন্ড্রয়েড ফোন।
৩। পিসি ক্লাইন্ট সফটওয়্যার।
৪। এন্ড্রয়েড এপিকে।
আপনাদের জন্য আমি একটি পেইড এপস্‌ শেয়ার করলাম যেন ক্রিষ্টাল ক্লিয়ার ইমেইজ কোয়ালিটি পান। যেটির গুগোল প্লে-ষ্টোর এর মূল্য ৩.৮১$।
কাজ শুরু করার জন্য Widows ক্লাইন্টটি এখান থেকে ডাউনলোড করে নিন, এবং এন্ড্রয়েড আপস্‌টিও ডাউনলোড করে নিন।
আপনার এন্ড্রয়েড ফোনের সেটিংস্‌ এ গিয়ে USB debugging মুডটি চালু করে নিন।

এবার কম্পিউটারে DroidCam Client সফটওয়্যারটি ইন্সটল করে নিন এবং ফোনে DroidCam Pro টি ইন্সটল করে নিন।
এবার আপনার পিসিটে সফটওয়ারটি চালু করুন।
এবং মোবাইলে সেটে USB Cable পিসি সাথে কানেক্ট করে DroidCam pro চালু করুন।

এবার দেখুন আপনার ফোনে ও পিসিতে পোর্ট গুলি একই আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে পিসিতে DroidCam Client এর Star বাটনে ক্লিক করুন।

এর মাধ্যমে Skype সহ যেকোন সফটওয়ারে কাজ করেতে পারবেন।

আশা করি আমার এই টিউনটি কারো বুঝতে কষ্ট হয়নি। এর পরও যদি কারও কোন সমস্যা হয় তবে অবশ্যই টিউনমেন্টে জানাবেন।
সবাই ভাল থাকবেন আর অন্যকেও ভাল রাখবেন।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি মোঃ মমিনুল ইসলাম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারণ মানুষ। অর্থনীতিতে সম্মান কোর্স শেষ করে বর্তমানে অর্থনীতিতে স্নাতোকোত্তর করছি। কিন্তু কম্পিউটার হল আমার প্রথম প্রেম শেষ ভালবাসা।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল ।অনেক দিন পর কারও post এ কমেন্ট করলাম

ভাই, মনে মনে এই টিউনটিই খোজছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন টিউন করার জন্য। শুধু আপনার কমেন্ট করার জন্য আমি TT তে রিজিস্টার করলাম।

    শুধু আমাকে কমেন্ট করার জন্য রেজিষ্ট্রেশন করার দরকার ছিল না। আশা করি প্রযুক্তি জ্ঞান থেকে কিছু নিজে শিখবে কিছু আমদেরকে শিখাবেন। টিউনমেন্ট করার জন্য ধন্যবাদ।

when i click start it shows no device detected

tnx bro….আজাইরা সব টিউনের মধ্যে অনেক দরকারী একটা টিউন পাইলাম।

Awesome!!! Please carry on…..

Many many thanks vaia……… aro amn valo valo post asa korsi.

কাজের টিউন

ভাল টিউন

vai আপনার এই দুইটা apps আমার খুব প্রয়জন। mediafire
link টা কাজ করছেনা। kindly নতুন একটি লিনক দিলে উপকৃত হব।