উইন্ডোজের ডিফল্ট ফন্ট কে করে নিন ম্যাক এর মত। নিশ্চিত আর পালটাতে চাবেন না। (ভিডিও সহ)

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর টিউন করতে বসলাম.. আপনারা সবাই উইন্ডোজের ডিফল্ট ফন্ট দেখে দেখে অভ্যস্ত। উইন্ডোজের ফন্ট অনেক হালকা এবং ধাপসা। আজ আমি আপনাদের দেখাব কিভাবে এই ফন্ট ম্যাক এর মত গাড় এবং স্পষ্ট করবেন। এবার মূল কথায় আসি।

 

 

উইন্ডোজের ডিফল্ট ফন্টের লুক ম্যাক এর মত করতে হলে আপনার লাগবে একটি সফটওয়্যার যার নাম MacType.

কিভাবে ব্যবহার করবেন?

১। প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন। (প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি... লিংকটা ইউটিউবের.. ভিডিওর ভিতরে ডাউনলোড লিংক দেওয়া আছে)

২। মাত্র ৪+ এমবির সফটওয়্যারটি ডাউনলোড শেষে কম্পিলিট ইন্সটল করে নিন।

৩। কাজ মোটামুটি শেষ।

ইন্সটলের পর ডেক্সটপে দুটি শর্টকাট দেখতে পাবেন। MacType Wizard টি ওপেন করুন। ওপেন করার পর রান অ্যাজ এডমিন অপশন দেখবেন। টিক দিয়ে নিন। নেক্সট বাটন ক্লিক করার পর কোন ফন্ট প্রোফাইল ব্যবহার করবেন তা ঠিক করে নিতে পারবেন।

 

 

ডিফল্ট অপশন টাই ভাল। চাইলে ইচ্ছে মত প্রোফাইল বানাতে পারবেন। বিস্তারিত অপশন জানতে ভিডিওটি দেখুন।

এবার অাসি প্রোসেস ম্যানেজার। প্রোসেস ম্যানেজারে আপনি কোন কোন প্রসেস বা অ্যাপলিকেশন এর ফন্ট ম্যাক এর মত গাড় করতে চান তা সিলেক্ট করতে পারবেন।

 

আপাতত এই যথেষ্ট। অন্যান্য সেটিংসগুলো ভালভাবে বোঝার জন্য ভিডিও টিউটোরিয়ালটি দেখুন। ভাল লাগলে বা না বুঝলে ভিডিওর নিচে টিউমেন্ট করুন।

আজ তাহলে এ পর্যন্তই... পরবর্তিতে একটি ফাটাফাটি টিউন নিয়ে আসব আপনাদের সামনে। একটু সময় লাগবে। ভাল থাকবেন।

Level 0

আমি wtechcity। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 135 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস