নিরাপদ উপায়ে ব্যবহার করুন ব্লক ফেসবুক বা অন্য যে কোন সাইট (VPN এর সাহায্যে)

সর্ব প্রথম আল্লাহ্‌ দরবারে শুক্রিয়া তিনি আমাদের নতুন নতুন  প্রযুক্তি সাথে পরিচয় করে দিয়েছেন। দিন যত যাচ্ছে প্রযুক্তির মাজে মিশে কেমন যান্ত্রিক হয়ে গেছি। আজ আপনারদের কাছে একটা সফটওয়ারের কথা না বললেই না সেটা হল VPN software কথা। বাংলাদেশ সহ অনেক দেশে ব্যবহার করা হয়। আপনি ইচ্ছা করলে এই সফটওয়ারের মাধ্যমে অন্য দেশ হয়ে ইউটিউব অ্যাকাউন্ট খুলতে পারেন বা যে দেশে বাংলাদেশ অনুমতি নাই সে সব দেশে অ্যাকাউন্ট খুলে আয় করতে পারেন। সফটওয়ার টা আমার কাছে অনেক নিরাপত মনে হল তাই শেয়ার করলাম। এখন আপনাদের কেমন লাগবে সেটা আপনার উপর নির্ভর করবে। আজ শুধু ফেসবুক ব্যবহার করা শেয়ার করলাম। আর একটা কথা বলতে ভুলে গেছি আগে দেখতাম অনেক বড় বড় টিউনার ভাইরা ভাল ভাল টিউন করত এখন আর তাদের দেখিনা। মাত্র কয়েক জন আছেন তাও অনেক দিন পর পর টিউন করেন। টেকটিউন অ্যাডমিন কাছে অনুরোধ নতুন টিউনারদের সুযোগ দেওয়া ভাল তবে পুরাতন টিউনারদের ফিরে আনতে সহযোগিতা করা উচিত।

টেকটিউন অনেক বড় বড় টিউনার আছে তাদের কাছে আমার এই টিউন কিছুই না। তবু যত টুকু পারি শেয়ার করব। জানিনা এর আগে এই বিষয়ে কোন টিউন করেছে কিনা। হয়ে থাকলে ক্ষমা করবেন।

বন্ধ ফেসবুক ব্যবহার করতে অনেকেই নানান প্রকার ক্ষতিকর proxy এবং এক্সটেনশন ব্যবহার করছেন কন্তু এই জন্য আপনার ফেসবুক আইডি হ্যাক হতেও পারে তাই আপনাদের সাথে আজকে খুব দারুন একটি VPN Software Share করছি। আর হ্যাঁ এটি কোন নরমাল VPN সফটওয়্যার নয় বরং এটি ব্যবহার করে অনেক দেশ (প্রায় ২৬টির মত) থেকে যে কোন ব্লক সাইট access করতে পারবেন। সফটওয়্যারটির নাম

Avast Secure VPN

VPN software

এটি অ্যাভাস্ট কোম্পানির একটি official VPN সফটওয়্যার। তাই দেরি না করে ডাউনলোড করে নিন VPN Software টি। আর হ্যাঁ ডাউনলোড করে স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন। আমার কাছে কোন কী (License key) নাই। শুধু সাত দিনের ফ্রী ব্যবহার করতে পারেন। ইন্সটল হয়ে গেলে কানেক্ট করুন। কানেক্ট হয়ে গেলে আপনার ব্রাউজার রি-স্টার্ট  করুন। দেখুন সকল ওয়েব সাইট আরামে ব্যবহার করতে পারছেন। আপনি বাংলাদেশে থেকে অন্য দেশ হয়ে ওয়েব ব্রাউজ করছেন।

আর হ্যাঁ VPN connected হলে চেষ্টা করুন একবার লগিন করে বার বার লগ আউট না করতে কারণ পরবর্তীতে আপনি যদি অন্য কোন দেশ দিয়ে আবার আপনার অ্যাকাউন্ট টি access করেন তাহলে তারা আপনাকে verify দিবে তাই চেষ্টা করুন একই দেশ থেকে connect হতে।

তো আর দেরি কেন ডাউনলোড করে নিন এই অসাধারণ সফটওয়্যারটি:  আর এই সফট শুধু কম্পিউটার জন্য।

 

Download link

এই টিউনটি আগে এই লিঙ্ক প্রকাশ হয়েছিল। এখন থেকে কম্পিউটার বিষয়ে সমস্যা ও সমাধান নিয়ে টিউন করব।

আমি একজন সাধারন টিউনার ভুল হলে ক্ষমা করবেন। ভাল লাগলে টিউমেন্ট করবেন।

Level 0

আমি মোনারুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 50 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কেন যে আপনার ওয়েব সাইট লিঙ্ক দেন। বুজলাম না।

আরামসে চালান ফেসবুক

http://facebook.simbikroy.com