চোখের ভেলকি, ভালো ডিমকে পঁচিয়ে আবার ভালো করুন।

বিসমিল্লাহির রাহমানির রাহীম।

কিছু কথা: টিউনের প্রথম অংশে সবাইকে স্বাগতম এবং টেকটিউনস এডমিন ও মডারেটর ভাইদের দৃষ্টি আকর্ষন করছি। টেকটিউনস এর প্রতি সজাগ দৃষ্টি রাখেন,নয়তো কালের গহ্বরে টেকটিউনস একদিন ফুলবিহীন আগাছার বাগান হয়ে পড়ে থাকবে!টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন,তাই ভুল ত্রুটি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর অশেষ কৃপায় সবাই ভালো আছেন। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।যাই হোক টেকটিউনস এর সংস্পর্শে(ভিজিটর হিসাবে)আছি প্রায় তিন বছর যাবত। টিউনার সদস্য হয়েছি প্রায় ছয় মাস এ তিন বছরে টেকটিউনসের নিকট হতে অকৃতজ্ঞের মতো শুধু নিয়েই আসছি,কিছুই দিতে পারিনি। এজন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। বাংলায় প্রযুক্তির বিশাল শহর টেকটিউনস হাজার হাজার প্রযুক্তিপ্রেমীদের মিলনমেলা। প্রযুক্তির রসালো স্বাদ নিতেই মূলত এ আনাগোনা। তথাপি কিছু স্বার্থান্বেষী নির্লজ্জ টিউনারের জন্য টেকটিউনস তার গৌরব হারাতে বসেছে। যারা স্প্যাম সহ নানা ধরনের নীতিবিরোধী টিউন করে টেকটিউনস এর মৌলিক গুনকে আহত করেছে।

টেকটিউনসে ছয় মাসেও কোন টিউন করিনি! কারন কি জানেন? কারন হলো একটা, এটা এমন একটা সাইট যেখানে প্রায় সব কিছু শেখার মতো টিউন/টিউটোরিয়াল আছে। অযেহেতুক সাধারণ বিষয় নিয়ে টিউন করাটা আমার কাছে বিবেকহীন এর মতো লাগে। আমি জানি এখানে যারা আছেন তার প্রায় সবাই ভিন্ন ভিন্ন বিষয়ে অভিজ্ঞ আবার অনেকেই আছেন যারা সব বিষয়েই এক্সপার্ট(সম্মান সবার প্রতি)।

কাজের কথায় আসি নীতিবিরোধী টিউনার ভাইদের রিকোয়েষ্ট করে বলছি টেকটিউনস নীতি বিরোধী কোনো টিউন করবেন না। এখাানে সবাই শিখতে আসে,শেখাতে আসে। আপনাদের জন্য বিরক্ত হয়ে অনেকেই টিউন করা ছেড়ে দিয়েছে(কথাটা কিছু টিউনমেন্টের মাধ্যমে জানতে পেড়েছি)। এটা আমাদের জন্যই ক্ষতিকর,কারণ তাদের নিকট থেকে অনেক মূল্যবান টিউন হারিয়েছি। আমি চাইনা আপনাদের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হই। তাই আজ থেকে টেকটিউনস নীতিমালা বিরোধী টিউন করা থেকে বিরত থাকুন।
টেকটিউনস কর্তৃপক্ষের নিকট আবেদন নীতিমালা বিরোধী টিউন দেখা মাত্রই তাদেরকে ব্যান করে দিবেন।

এটা যেহেতু প্রযুক্তির শহর,প্রযুক্তির সাথে সম্পর্ক বিহীন কোনো টিউন করাটাও নীতি বিরোধী, তাই এ সম্পর্কে কিছু লিখছি।টিউনের প্রযুক্তি অংশে আপনাকে আবারও স্বাগতম।এখন আপনাদের চমৎকার একটা ম্যাজিক শেখাবো।যা এক বন্ধুর বিয়েতে দেখিয়েছিলাম।টিউনের শিরোনাম দেখেই হয়তো অনেকে বুঝে গেছেন,টিউনের বিষয়বস্তু সম্পর্কে।যেহেতু ভালো ডিম পানিতে ডুবে যায় এবং পঁচা ডিম পানিতে ভাসে তাই শিরোনামটা এভাবেই দিলাম :-P।তাহলে শুরু করা যাক-

উপকরনঃ

১)একটি বিশুদ্ধ(ভাল)ডিম,

২)একটি জগ ও পানি,

৩)একটি কাচের গ্লাস(পানি খাওয়ার),

৪)কিছু লবন(২৫০ গ্রাম),

৫)একটি চামচ।

কার্যপদ্ধতিঃ প্রথমে অর্ধেক গ্লাস বিশুদ্ধ পানি নিন,এবার আনুমানিক ২০০গ্রাম লবন নিয়ে একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ডিমটি লবন মিশ্রিত পানির গ্লাসে আস্তে ছেড়ে দিন(ভেঙ্গে যায় না যেন)। কি অবাক হচ্ছেন? ডিমটি পানিতে ভাসছে!!! (বিঃ দ্রঃ যদি না ভাসে তাহলে লবনের পরিমান বাড়িয়ে দিন,অবশ্যই ভাসবে) হ্যাঁ ভাসারই কথা কারণ লবন দেওয়ায় পানির ঘনত্ব বেড়ে গিয়েছে,তাই ডিমটা ভাসছে। এবার খুব সাবধানে ধীরে ধীরে ডিমের এক পাশ দিয়ে বিশুদ্ধ খাবার পানি(লবন ছাড়া)ঢালুন। কি এবার চোখ কপালে উঠল নাকি? ডিমটা পানির মাঝখানে ভেসে আছে।কোথাও ম্যাজিক হিসাবে দেখাতে চাইলে আগেই প্রাক্টিস করুন,লবনের পরিমান বুঝে নিন। গ্রাফিক্স ডিজাইন শেখার উপর আছি তো,তাই ভাবলাম ক্যামেরায় ছবি না তুলে একটা ছবি আঁকিয়ে দেই।যদিও খুব ভাল ডিজাইন করতে পারিনা,তাতে কি? হয়তো কোনো একদিন পারবো!
যাই হোক,টিউনের শেষ পর্যায়ে এসেছি।পরিশেষে মহান বিজয়ের মাসে শ্রদ্ধাভরে স্বরন করি সেই মহান মুক্তিযোদ্ধাদের যাদের আত্বত্যাগের মাধ্যমে আজ আমরা গর্বিত স্বাধীন দেশের নাগরিক।তাদের বিদ্রোহী আত্বার মাগফিরাত কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।

ও হ্যাঁ,বুঝতে অসুবিধা হলে অবশ্যই টিউনমেন্ট করতে ভুলবেন না। আপনাদের টিউনমেন্ট আমাকে সংশোধিত ও নতুন টিউনের অনুপ্রেরনা যোগাতে সাহায্য করবে।দেখা হতে পারে পরবর্তী টিউনে।আল্লাহ হাফেয।

Level 0

আমি মোনারুল ইসলাম মাসুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস