কিভাবে মোবাইলের মাধ্যমে ফেইসবুকে সিংগেল দিবেন

Hi,
কেমন আছেন সবাই? আসা করছি ভালই আছেন। প্রথমেই মাসরুব.কম এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শিরনাম দেখে বুঝে গেছেন হয়তো আমি কি বলতে চাচ্ছি।
চলুন আলোচনায় যাওয়া যাক -
কিভাবে ফেইসবুক নেম সিংগেল করবেন?

আমরা অবগত আছি যে, ফেইসবুকে সিংগেল নেম আমাদের বাংলাদেশ থেকে সম্ভব নয়। এটা সম্ভব ইন্দোনেশিয়া থেকে, (হয়তো আরো কোন দেশ থেকেও দেওয়া যেতে পারে, আমার জানা নাই) তাই আমরা ইন্দোনেশিয়ান ভিপিএন এর মাধ্যমে করবো।
নিচের ধাপগুলো Follow করুন -

১। ইন্দোনেশিয়া লোকেশন সাপোর্টারস ভিপিএন ইনষ্টল করুন।
২। লোকেশন ইন্দোনেশিয়া দিয়ে কানেক্ট করুন।
৩। এবার ফেইসবুকে লগইন করে সেটিংস এ যান
৪। ভাষা চেঞ্জ করে ইন্দোনেশীয় দিয়ে দিন।
৫। জেনারেল সেটিংস এ যান।
৬। এডিট প্রোফাইল নেম।
৭। First নেম দিন। (বাকী ঘরগুলো Blank থাকবে)
৮। সেভ করুন। প্রোফাইল চেক করুন।
৯। ভাষা চেঞ্জ করুন। (আপনার পছন্দমত)
১০। কাজ হয়েগেছে। আরামছে ব্যবহার করুন।

যদি আপনি উপক্রিত হয়ে থাকেন, তাহলে টিউমেন্ট এর মাধ্যমে ধন্যবাদ জানাতে ভুলবেন না।
অথবা, কোন সমস্যা হলে জানাতে পারেন।

ফেইসবুকে আমি মাসরুব

এই টিউন প্রথম প্রকাশিত - ভিডিও সহ আমার ব্লগে।
যদি আপনি উপক্রিত হয়ে থাকেন, তাহলে টিউমেন্ট এর মাধ্যমে ধন্যবাদ জানাতে ভুলবেন না।
অথবা, কোন সমস্যা হলে জানাতে পারেন।

ফেইসবুকে আমি মাসরুব

এই টিউন প্রথম প্রকাশিত - ভিডিও সহ আমার ব্লগে।

আমরা অবগত আছি যে, ফেইসবুকে সিংগেল নেম আমাদের বাংলাদেশ থেকে সম্ভব নয়। এটা সম্ভব ইন্দোনেশিয়া থেকে, (হয়তো আরো কোন দেশ থেকেও দেওয়া যেতে পারে, আমার জানা নাই) তাই আমরা ইন্দোনেশিয়ান ভিপিএন এর মাধ্যমে করবো।

Level 0

আমি মাসরুব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

No to say no


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস