রেজিস্ট্রি এডিটের কিছু গুরুত্বপূর্ন টিপস্ এন্ড ট্রিকস্

আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এলাম রেজিষ্ট্রি এডিটের কিছু গুরুত্বপূর্ণ ট্রিকস্।

******প্রথমত*****

ডিস্প্লে প্রোপারটিজকে ডিজেবল করা

  • ১. স্টার্ট এ ক্লিক করে RUN এ ক্লিক করি।
  • ২. Run এ regedit লিখে এন্টার চাপ দিই।
  • ৩. এবার নিচের পথটি অনুসরন করি।
  • HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Curre ntVersion\Policies\System
  • ৪. System এ ক্লিক করে ডান পাশে NoDispCPL নামে একটি DWORD ভ্যালু তৈরি করি। (DWORD Value তৈরি করার জন্য ডানপাশের খালি জায়গায় রাইট ক্লিক করে New তে ক্লিক করে DWORD Value ক্লিক করতে হবে।)
  • ৫. এবার তৈরিকৃত  DWORD Value টিতে ডাবল ক্লিক করে এতে ভ্যালু হিসেবে ১ সেট করি।

এবার কম্পিউটারটি রিস্টার্ট দিই।

বি: দ্র: পুনরায় ডিস্প্লে অপশন এনেবল করার জন্য তৈরিকৃত DWORD Value টি ডিলিট করে আপনার কম্পিউটারটি আরো একবার রিস্টার্ট করুন।

******দ্বিতীয়ত*****

টাস্কবার প্রোপারটিজকে ডিজেবল করা

  • **স্টার্ট এ ক্লিক করে RUN এ ক্লিক করি। Run এ ক্লিক করার পর regedit লিখে এন্টার চাপ দিই। এবার নিচের পথটি অনুসরন করি।
  • HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\Curre ntVersion\Policies\Explorer
  • ** Explorer এ ক্লিক করে ডান পাশে NoSetTaskbar নামে একটি DWORD ভ্যালু তৈরি করি। (DWORD Value তৈরি করার জন্য ডানপাশে খালি জায়গায় রাইট ক্লিক করে New তে ক্লিক করে DWORD Value ক্লিক করতে হবে।)
  • ** এবার তৈরিকৃত  DWORD Value টিতে ডাবল ক্লিক করে এতে ভ্যালু হিসেবে ১ সেট করি।
  • এবার কম্পিউটারটি রিস্টার্ট দিই।

**বি: দ্র: পুনরায় টাষ্কবার অপশন এনেবল করার জন্য তৈরিকৃত DWORD Value টি ডিলিট করে আপনার কম্পিউটারটি আরো একবার রিস্টার্ট করুন।

******তৃতীয়ত*****

কম্পিউটারের Turn off অপশন ALT+F4 অপশন এবং ডিজেবল করা

  • **স্টার্ট এ ক্লিক করে RUN এ ক্লিক করি। Run এ ক্লিক করার পর regedit লিখে এন্টার চাপ দিই। এবার নিচের পথটি অনুসরন করি।
  • REGEDIT->HKEY_CURRENT_USER->SOFTWARE->MICROSOFT->WINDOWS->POLICIES->EXPLORER
  • ** Explorer এ ক্লিক করে ডান পাশে NoClose  নামে একটি DWORD ভ্যালু তৈরি করি। (DWORD Value তৈরি করার জন্য ডানপাশে খালি জায়গায় রাইট ক্লিক করে New তে ক্লিক করে DWORD Value ক্লিক করতে হবে।)
  • ** এবার তৈরিকৃত  DWORD Value টিতে ডাবল ক্লিক করে এতে ভ্যালু হিসেবে ১ সেট করি।
  • এবার কম্পিউটারটি রিস্টার্ট দিই।

**বি: দ্র: পুনরায় Turn off and ALT+F4 অপশন এনেবল করার জন্য তৈরিকৃত DWORD Value টি ডিলিট করে আপনার কম্পিউটারটি আরো একবার রিস্টার্ট করুন।

আশা করি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই মন্তবে জানাবেন। এবং খারাপ লাগলে তা জানিয়ে দিবেন। ভুলগুলি ভবিষ্যতে শুধরে নিবো।

সবাই ভালো থাকবেন।

Level 0

আমি Shoptorshy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ভাল বাসি নতুন নতুন তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে ও সবার সাথে শেয়ার করতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল হইছে আপনার টিপস,
ধন্যবাদ শেয়ার করার জন্য।

    আপনাকেও ধন্যবাদ প্রথমে মন্তব্য করার জন্য।

Level 0

Thanks.

সুন্দর ……টিউন

অনেক ভাল হইছে………..