ফেসবুকে ব্যবহার করুন রিমোট logout সুবিধা

সাইবার ক্যাফে  বা বন্ধুর কম্পিউটারে ফেসবুক ব্যবহার করে যদি log out করতে ভুলে যান , তাহলে আপনার account নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতে হয় । এ ক্ষেএে অন্য কোন কম্পিউটার এ বসে যদি  আগের কম্পিউটারে login করা ফেসবুক   log out করা যায় তাহলে কেমন হয় ?  ফেসবুক সম্প্রতি রিমোট log out করার সুবিধা দিয়েছে , ফলে আগের সেশনগুলো থেকে সহজেই logout করা যাবে নিজের account ।

রিমোট logout করতে ফেসবুক login করার পরে উপরের ডানে account থাকে account settings-এ যেতে হবে ।

এবার    account security-তে ক্লিক করলে most recent activity  শিরোনামে  চলতি কম্পিউটারটি এবং also active শিরোনামে login   সঙ্ক্রিয় অবস্থায় আছে এমন কম্পিউটারের -(সময় ,তারিখ  , শহর , প্রদেশ , দেশ, আইপি  ব্রাউজার , অপারেটিং সিস্টেম) ইত্যাদি তথ্য সহ তালিকা দেখাবে ।

এখন তালিকা ভূক্ত আগের কম্পিউটার থেকে logout করতে ঐ সেশনের  ডানে end activity লিংক এ ক্লিক করলেই হবে ।

..............................................................................

তথ্য সূত্র = মাসিক সি নিউজ

............................................................................
এটি আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর রিসাব  ( আশার আলো ) কে আনেক ধন্যবাদ এত সুন্দর একটা সাইট এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ।

Level 0

আমি google। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks জানানোর জন্য

    Level 0

    আপনাকেও ধন্যবাদ comment করার জন্য ।

ভালো হয়েছে। আপনাকে স্বাগতম টেকটিউনসে।

    Level 0

    ধন্যবাদ মাখন ভাই 🙂

এখন তালিকা ভূক্ত আগের কম্পিউটার থেকে logout করতে ঐ সেশনের ডানে end activity লিংক এ ক্লিক করলেই হবে । পূর্বের কম্পিউটার লগ আঊট না করলে ,পরে অন্য কম্পিউটারে কি ভাবে ফেইসবুক ওপেন করবেন। ব্যপারটা বুজতে পারলাম না।

    Level 0

    আপনি কি অন্য কম্পিউটার থেকে ফেইসবুক ওপেন করে সরাসরি বন্ধ করে পরে আপনার কম্পিউটার দিয়ে ঢুকতে পারবেন না? যদি পারেন তাহলে ব্যাপার টা বুঝার কথা , আর যদি না পারেন তাহলে চেষ্টা করে দেখুন অবশ্যই হবার কথা ।

আগে জানতাম না। জানানোর জন্য ধন্যবাদ।
আর স্বাগতম টেটিতে এবং চালিয়ে যান আপনার টিউন।
Happy Tuning

    Level 0

    সাইফুল ভাই আপনাকেও অনেক ধন্যবাদ । আমি খুব কম জানি ইন্টারনেট সম্পকে তাই টিউন চালিয়ে যেতে পারব কিনা জানি না । আপনাদের সাহায্য দরকার সামনের পথ গুলো পাড়ি দিতে।

জানতামি না, দরকারি একটা বিষয়, ধন্যবাদ শেয়ার করার জন্য!

    Level 0

    আপনাকেও ধন্যবাদ টেট্রাহোস্ট ভাই 🙂

ধন্যবাদ রাসেল তোমাকে ও।তোমার টিউনটি দারুন হয়েছে।পরের টিউনের অপেক্ষায় রইলাম ।আাশা করি টেটির সাথেই থাকবে.

    Level 0

    রিসাব তোমাকে আবারও ধন্যবাদ মন্তব্য করার জন্য ।