ISO ফাইল রাইট (CD,DVD) করুন খুব সহজ

বিসমিল্লাহির রহমানীর রাহীম

আমি এক জন নুতন টিউনার ! তাই কোন ভুল হলে আশা করি ভুলটি আমাকে ধরিয়ে দিবেন। আজ আমি আপনারদের ISO ফাইল রাইট (সিডি বা ডিভিতে) করার একটি সফটওয়্যার সম্পর্কে বলব সফটওয়্যারটির নামে হচ্ছে BURNCDCC এ সফটওয়্যার সাহােয্য আপনি খুব সহজে ISO ফাইল রাইট করিতে পারেন। আর কথা না বাড়িয়ে নিচের লিংক থেকে মাত্র ৬০ kb RAR(রার) ফাইল টি ডাউনলোড করে নিন।

এখানে ক্লিক করে ডাউনলোড করুন।

ডাউনলোড করার পর .RAR ফাইল থেকে BURNCDCC.EXE সফটওয়্যারটি বের করে নিন। তারপর সফটওয়্যার ওপেন করেন

নিচে চিত্র দেখুন

চিত্রের ১ নাম্বার Browse করে আপনার ISO ফাইলটি ওপেন করে নিন।

চিত্রের ২ নাম্বার copyright speed(আপনার ইচ্ছা মত দিন) তারপর

চিত্রের ৩ নাম্বার এ Start এ ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।

কিছুক্ষনের মধ্যে আপনার ISO ফাইলটি Boot(CD,DVD) মুড এ তেরি হয়ে যাবে।

যদি আমার টিউনে কোন ভুল হয় তাহলে আমাকে মন্তবের মাধ্যমে জানাবেন।

Level 0

আমি মতিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম টিউন ভালো হয়েছে,সামনে আর ও ভালো কিছু আশা করি।ধন্যবাদ

    ধন্যবাদ ভাইয়া উৎসাহ দেয়ার জন্য। আল্লার রহমতে পরবর্তিতে অবস্যয় ভাল টিউন করব।

ভালো হযেছ চালিয়ে য়ান।ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ !

টিটিতে আপনাকে স্বাগতম,
টিউন সুন্দর হইছে আশা করি সামনে আরো ভাল এবং মান সম্মত টিউন পাব আপনার কাছ থেকে।
ডাউনলোড লিংক্টা একটু চেক করে কাজ হইতেছেনা।
ধন্যবাদ টিউনের জন্য।

    আপনাকে ধন্যবাদ। আতাউর ভাই আমি ডাউনলোড করে দেখেছি ডাউনলোড হচ্ছে। আপনি আরেক বার চেষ্টা করেন ডাউনলোড লিংক কাজ করবে।

    এখন কাজ হইছে ধন্যবাদ।

Level 0

ভালো লাগলো।আমরা আপনার সাথে আছি।এগিয়ে যান

    আপনাকে ধন্যবাদ ভাই।

প্রথমেই আপনাকে টেকটিউনস ভুবনে স্বাগতম। দারুণ একটা কাজের জিনিষ দিয়েছেন ভাই। আমার অনেক কাজ হবে এতে কারণঃ আমি *.ISO ফাইল রাইট করার জন্য নেরো ব্যবহার করতাম কিন্তু লাইভ সিডিতে নেরো থাকে না তাই রাইট করাও যাই না। এবার আমি আপনার দেয়া সফটওয়্যার দারুণ ভাবে যেকোন *.iso ফাইল রাইট করে ফেলব! ধন্যবাদ

    আপনাকে ধন্যবাদ ! সুন্দর একটা মন্তব্য করার জন্য।

চেষ্টা করবেন সফটওয়্যারের অফিসিয়াল সাইটের ঠিকানা দিতে।

Level 0

মেহেদী আকরাম ভাই এর সমকাল দর্পণ-এ এটার পোস্ট আছে। তবে এটা ছোট সফ্টওয়্যার ও কাজের -ও

Level 0

windows xp অথবা windows 7 এর disc কি ভাবে bootable বানায়, কেহ কি একটু help করবেন। windows এর CD. hard disc এ কপি করে রাখছি কিন্তু কি ভাবে bootable CD বানাব বুঝে উঠতে পারছি না। Please help me.

give us more tune, plz
your 1st tune was excellent.