KM Player এ একাধিক ভাষায় মুভি দেখুন ও কিছু গুরুত্বপূর্ণ সাবটাইটেলের অপশনের সাথে পরিচিত হোন।

সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে।

আজকে আমি দেখাবো কীভাবে KM Player এ আপনারা একাধিক সাবটাইটেল একসাথে দেখতে পারেন।

আসলে KM Player খুব শক্তিশালী একটা  ভিডিও প্লেয়ার যার মাধ্যমে বিভিন্ন রকমের কাজ করা যায়। যেমন: একটা সাবটাইটেল কোথায় বসবে, কীভাবে বসবে, কোন ফন্টে লেখাগুলো দেখাবে, কোনো ভাষাকে আগে প্রাধান্য দেবে, কোনটাকে উপরে রাখবে, কোনটাকে নিচে রাখবে, প্রত্যেক লাইনের মাঝে কতটা ফাঁকা থাকবে, প্রত্যেকটা শব্দের মাঝে কী পরিমাণ ফাঁকা থাকবে, সাবটাইটেলের রং কী হবে এরকম সবকিছুই করতে পারবেন।

তো সরারসি টিউনে চলে যাচ্ছি। আগে ধাপগুলো পড়ে নিন। তারপর ভিডিওটি দেখুন।

একই সাথে দুই ভাষায় সাবটাইটেল দেখার জন্য নিচের বিষয়গুলো মাথায় রাখা জরুরী।

১। প্রথেমে মুভির নামটা যেটা আছে সাবটাইটেল ফাইলগুলোর নামও সেই নামে দিন।

যেমন: মুভির নাম যদি Blood Diamond (2006).mkv হয় তাহলে বাংলা ও ইংলিশ সাবটাইটেলের নাম দিন যথাক্রমে Blood Diamond (2006).BAN.mkv ও Blood Diamond (2006).ENG.mkv এরকম।

২। আর সাবটাইটেল ডাউনলোড করার জন্য subscene.com এ ভিসিট করে মুভির নাম লিখে সার্চ দিন। বিভিন্ন ভাষার সাবটাইটেল পাবেন।

ভিডিওতে একই সাথে সাময়িকভাবে কীভাবে দুই ভাষায় মুভি দেখবেন তাও উল্লেখ আছে। আবার যাতে পরবর্তীতে আর কিছু করতে না হয় তাও দেখানো হয়েছে।

ভিডিও দেখলেই আশা করি সব পরিষ্কার হয়ে যাবে। আজকের মতো এ পর্যন্তই। সাবটাইটেল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।

Youtube Channel>> সাবস্ক্রাইব করুন।

Me on Facebook>> ফেইসবুকে আমি।

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর ভাই

mehedi vai …. youTube player TT page e Embed korteparteci na … apni kivabe korcen ektu bolle valo hoy 🙂

    শুধু ইউটিউব লিংকটা কপি করে পেস্ট করে দেন। হয়ে যাবে। আর কিছু করতে হবে না।

এভাবেই তো হওয়া কথা কিন্তু হচ্ছে না । [embed][/embed] ট্যাগ করতে হল

darun post . tnx মামুন মেহেদী vai .