কি বোর্ডের সাহায্যে চালু করুন আপনার কম্পিউটার (মিনি কপি পেষ্ট টিউন–জানা থাকা ভাল)

আস্ সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি বরকাতুহু-

আশা করি সবাই ভাল আছেন -লেখাটা আমার কাছে প্রয়োজনীয় মনে হওয়ায় সবার সাথে শেয়ার করলাম । যেন কারও মিস না হয়--এবার জেনে নেয়া যাক--

আমরা সাধারণত CPU-এর পাওয়ার বাটন চেপে কম্পিউটার চালু করি। কিন্তু অনেক সময় দেখা যায়, পাওয়ার বাটনে কোনো সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়। আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে খুব সহজেই কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কি-বোর্ড থেকে Del বাটন চেপে Bios-এ প্রবেশ করুন।
তারপর Power Management Setup নির্বাচন করে Enter চাপুন। এখন Power on my keyboard নির্বাচন করে Enter দিন। Password নির্বাচন করে Enter দিন। Enter Password-এ কোনো একটি কি পাসওয়ার্ড হিসেবে দিয়ে সেভ (F10) করে বেরিয়ে আসুন। এখন কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে কম্পিউটার চালু করতে পারেন। এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। অন্যান্য মাদারবোর্ডেও এই পদ্ধতি পাওয়া যাবে।

প্রথম প্রকাশিত  --      প্রথম আলো(click here)

Level 0

আমি বিদু্ৎ (BIDDUT)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks for share

রহস্য টা কি বলুন তো? কপি করা একটা টিউন কিন্তু নির্বাচিত হোক এ মত দিয়েছে ১৭ জন!

জানতাম না। ধন্যবাদ শেয়ার করার জন্য।

একটা সমস্যা হেল্প চাই ।আমার কম্পিউটার অন করলেই মাউস আর কী বোর্ড হাং হয়ে যায়(যদিও পাওয়ার ঠিক পায়) কিন্তু স্টার্ট আপ প্রোগ্রাম গুল ঠিক চালু হয় । রিস্টার্ট করলে তকন ঠিক হয়।বরতমানে রিস্টার্ট বাটন নষ্ট থাকায় পাওয়ার বাটন অফ করে আবার অন করলে ঠিক হয়। মাউস, কী বোর্ড দুতই ps/2.।পোর্ট গুলো পালটে দেকেছি কুনো লাভ হয়না।কেও সমাধান জানালে খুশি হব।

অতি সুন্দর , ছোট মিয়া, যখনই কিছু পাবে শেয়ার করবে।একটা ভাল ওয়েব বানিজ্য ছাড়া পিাষ্ঠ। টেকটিউন তো আস্তে আস্তে ওয়েব বানিজ্য কেন্দ্র হচ্ছিল! এর মাঝে –যাক ধন্যবাদ টিউন শেয়ার করার জন্য।

জানা ছিলনা তো ! শেয়ার করার জন্য তোমাকে মিষ্টি একটা thanks.

এটা একটা পুরাতন টিউন…

Level 3

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Chalia jao sotto bondhu.

একই পদ্ধতিতে মাউস হিলালেও পিসি চালু হয় যা কিবোর্ডের চেয়েও আরো সহজ।
কিন্তু আমার কাছে এই গুলু সুবিধার মনে হয় না কারন কোন কারনে যদি আপনার কিবোর্ড খারাপ হয়ে যায় আপনার অজান্তে তাহা হইলে সমস্যায় পরার সম্ভাবনা আছে।
ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

ভালো লাগলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

Vaia 1 jon tuner vai belesen bangladesh e Alert pay ache.!! seta kothay? ebong taka tolar system ta kemon hoy? kew ki janaben?

bhai!!!!!!!!!! amar asus laptop e power management option nai………..ami ki korte pari???????

Ami khubi bipode asi……….amay bachan………sonechi power on korar naki ekta software ase?/??