ল্যাপটপের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কাজ গুলা শিখে নিন।

অনেকদিন পর আবার লিখতে বসলাম। পেটে অনেককিছু থাকলেও সমইয়ের অভাবে লেখা হয়ে উঠেনা। এন্ড্রয়েড নিয়েতো অনেক লিখেছি এইবার একটু উইন্ডোস ল্যাপটপ নিয়ে লিখার সখ হইল। আমাদের অনেকের ল্যাপটপেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে কিন্তু আমরা ম্যাক্সিমাম জনই জানিনা বা জানতে চেস্টা করিনা যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর কাজ কি।

ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এমনি এমনি দেউয়া নাই ফিঙ্গারপ্রিন্ট যেমন আপনার ল্যাপটপ এর সিকিউরিটি বাড়াবে তেমনি এটি ব্যবহার করে অনেক কাজ দ্রুততার সাথে করা যাই। আজকে শুধু ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি এ্যড করা দেখাব। সিস্টেমটি হইত অনেকের পরিচিত কিন্তু অনেকেই এ বিষয়ে জানেনা। যারা যানেননা তাদের জন্নেই লেখা সো যারা যানেন তারা মাইন্ডে নিয়েননা। যাই হোক শুরু করি তাইলে...

প্রথমে সেটিংস ওপেন করুন তারপর Accounts এ প্রবেশ করুন

এর পর সাইন ইন এ ক্লিক করুন।

 

প্রথমে আপনার একটি পাসওয়ার্ড ও একটি পিন সেটআপ করে নিন।

তার পর নিচে দেখুন Windows hello অপশন আছে

ওখান থেকে Add অপশন এ ক্লিক করুন। আমার এড করা আছে বলে Add another দেখাচ্ছে।

তারপর আপনার পিন কনফার্ম করে Get started এ ক্লিক করুন।

তারপর আপনার আঙ্গুলটি স্ক্যানারের উপরে স্লাইড করতে থাকুন। কিছুক্ষনের মধ্যে স্ক্যান কমপ্লিট হবে।

এরপর আপনার পিসি অন করার সময় পাসওয়ার্ড না দিয়ে যাস্ট আপনার ফিঙ্গারটী স্লাইড করুন আর উপভোগ করুন।

আজ এই পর্যন্তই। আপনাদের সাড়া পেলে আগামীদিন দেখাব  Username password  না লিখে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন ওয়েবসাইট এ কিভাবে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে সাইন ইন করা যাই।

ভাল থাকবেন সবাই।

ফেসবুকে আমিঃ
Critical Aual
 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 0

আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bojte parlam na, pic boja jai na

boss,সবই ঠিক আছে,কিন্তু আরেকটু বিস্তারিত লিখলে জটিল হতো

settings kothay win-7 e pabo

    আমিতো ১০ ইউস করি ৭ এর সিস্টেম টা একটু দেখতে হবে। বেটার হবে আপনি ১০ ইউস করা শুরু করেন অনেক মজা পাবেন।

Level 0

অনেক ধন্যবাদ বস।