Windows Password এর অতিরিক্ত নিরাপত্তা

আমাদের কম্পিউটার এর উইন্ডোজ সিকিউরিটির প্রথম ধাপ হচ্ছে Windows Password।কিন্তু এটি এমন কোন সিকিউরিটি নয় যে crack করা যাবে না।

কিন্তু আপনি পাসওয়ার্ডটিকে শক্তিশালী করতে পারেন Space ব্যাবহার করে।কারণ Windows Password  ASCII characters সাপোর্ট করে না কিন্তু Space সাপোর্ট করে।খুব কম পাসওয়ার্ড সিস্টেম এটি সাপোর্ট করে।তাই password guessers Space দিয়ে চেষ্টা করে না।

Use Spaces in Your Windows Password for Extra Security

আশা করছি এই ছোট  টিউনটি আপনাদের উপকারে আসবে।

 

Level 0

আমি Rubel Rana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার পোষ্টের জন্য ধন্যবাদ,কিন্তু আপনি পিকচার আপলোড করলেন কিভাবে,কোনো প্রবলেম হয় নাই?
গতকাল থেকে আমার পোষ্টে কোনো পিকচার আপলোড করতে পারছি না,কি হল বলতে পারবেন কেউ?কি করতে পারি?তাই কোন টিউন ও করতে পারছি না।পিসি থেকে ছবি ব্রাউজ করে সিলেক্ট করার পরে আপলোড বাটনে ক্লিক করার একটু পরে ব্রাউজ বাটনের উপরেলাল কালিতে লেখা আসে “ডিরেক্টরী তৈরী করতে অসমর্থ । এটা কি parent ডিরেক্টরী না কি সার্ভার থেকে writeable কি না?”আগে তো এমন হয় নাই!!!প্লিজ তাড়াতাড়ি হেল্প করুন।
নিরুপায় হয়ে এখানে প্রবলেম লিখে ফেললাম,কিছু মনে করবেন না।

Vaia=>amr apu tar pc te password diye nijei vule gese,ekhn log in korte parse na…xp setup deya chara ki ekhon pc te log in korte parbe?janale khushi hobo,apnar shundor post er jonno dhonnobad……..

    Level 0

    যখন password চাবে তখন ctrl+alt+delete ২ বার প্রেস করবেন। আর একটি window আসবে সেখানে user name হিসেবে administrator লিখবেন এবং password এর ঘর খালি রেখে প্রবেশ করার চেষ্টা করুন । আশা করি পারবেন।