কি-বোর্ড দিয়ে কাজ করুন মাউস এর কাজ !!!

কি-বোর্ড দিয়ে কাজ করুন মাউস এর কাজ !!!

সবাইকে শুভেচ্ছা রইল, আজকে হঠাৎ করে টিটিতে বসা।
@জাকির ভাই এর এই টিউনটি দেখে মনে হল আজাকের এই টিউন টি।
তো যাই হোক।
এবার শুরু করা যাক!!!
কির্বোড দিয়েই মাউস এর কাজটি করা যায় এর জন্য আপনাকে নিচের এই কাজ গুলো করতে হবে।
১.  আপনাকে আপনার কির্বোড এর একসাথে SHFT+ALT+NUMLOCK এ চাপ দিতে হবে|

২. এখান থেকে  Settings এ কিল্ক করতে হবে।

৩. এখান থেকে আবার  Settings এ কিল্ক করতে হবে।

৪. Top Speed (High) করে দিন।

৫. Acceleration (Fast) করে দিন এবং OK  করুন।

৬. এর পর  Use Mouse key টিক দিয়ে  OK করুন।

এবার এই কি গুলো চাপ দিন দেখুন মাউস এর মত কাজ করছে  নাম্বর পেট থেকে  7+8+9+4+5 (বাবল কিল্ক করার জন্য) (রাইট কিল্ক এর জন্য কিবোর্ড এর ডান পাশে Shift এর নিচের কি টি ব্যবহার করুন।)
+6+1+2+3.

ব্যাস কাজ হয়ে গেল।
ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। আশা করি কাজে আসবে।
ভাল লাগলে কমেন্টস করবেন। ভূল হলে বলে দিবেন।

Antor Saha

E-mail : [email protected]

Web : http://www.sumastudiobd.com

Level 0

আমি অন্তর সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিপস,
অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

    Sorry আতাউর ভাই আপনাকে Reply করেত পারিনি
    আপনাকে সুন্দর ধন্যবাদ*******************************************************

Level 0

Oshadharon…………………Eta age jana silona………..Thanks

thanks a lot