উইন্ডোজ এক্সপি ইন্সটল করুন পেন ড্রাইভ থেকে!

এখন আর উইন্ডোজ এক্সপি ইন্সটল করতে সিডি রম লাগবে না, আপনার পেন ড্রাইভটি ব্যবহার করে কোন ঝামেলা ছাড়াই দ্রুত কাজ চালিয়ে নিতে পারবেন।

এই কাজটি করার জন্য আপনার সর্বপ্রথম যা লাগবে তা হলো সর্বনিম্ন এক গিগাবাইট ধারণক্ষমতার একটি ইউএসবি ড্রাইভ। বেশি হলেও সমস্যা নেই। তবে অবশ্যই দেখে নিতে হবে যে সেটি FAT ফাইল সিস্টেম সাপোর্ট করে কি না। সাধারণত অধিক ধারণক্ষমতা সম্পন্ন অর্থাৎ আট বা ষোল গিগাবাইটের অধিকাংশ পেন ড্রাইভগুলো শুধুমাত্র FAT32 ফাইল সিস্টেম সাপোর্ট করে। আর তাই সবার আগে এই বিষয়টি নিশ্চিত হতে হবে। আর লাগবে Windows XP এর একটি সিডি। সরাসরি সিডি ব্যবহার করেও কাজটি করা যায়, কিন্তু কাজের সুবিধার্থে একটি ব্যাকআপ হার্ডডিস্কে রেখে দিন। সিডি ব্যবহার করে Windows XP সেটাপের ক্ষেত্রে যে সমস্যাটি হয়, ঐ সিডিতে যদি স্ক্র্যাচ থাকে তাহলে ফাইল মিসিংয়ের একটি আশংকা থেকে যায়। যেটি পেন ড্রাইভের ক্ষেত্রে নেই বললেই চলে।

যাই হোক কিভাবে করবেন এবার সেই প্রসঙ্গে আসি। প্রথমে Bootable পেন ড্রাইভ তৈরির জন্য প্রয়োজনীয় টুলসটি ডাউনলোড করে নিন। এবার নিচের ধাপগুলো ক্রমান্বয়ে অনুসরন করুন।

  • টুলসটি এক্সট্রাক্ট করে নিন এবং এর ভিতরে bootsect ও usb_prep8 নামে দুইটি ফোল্ডার পাবেন।
  • এবার আপনার পেন ড্রাইভটি ইউএসবি পোর্টের সাথে সংযুক্ত করুন।
  • usb_prep8 ফোল্ডারের ভিতরে usb_prep8.cmd নামক ফাইলটি ওপেন করুন। একটি কমান্ড প্রম্পট খুলবে।
  • এবার যেকোন কী চাপলে PeToUSB উইন্ডোটি খুলবে। নিচের স্ক্রিনশটটি দেখুন।xp1.PNG
  • PeToUSB উইন্ডোটিতে কোন পরিবর্তন না করে Start বাটনে ক্লিক করে পেন ড্রাইভটি ফরম্যাট করে নিন।
  • ফরম্যাট হলে উইন্ডো দুটি (usb_prep.cmd ও PeToUSB) বন্ধ করবেন না। এবার Start>Run এ গিয়ে cmd লিখে নতুন একটি কমান্ড প্রম্পট খুলুন। bootsect.exe ফাইলটি যে ফোল্ডারে আছে তার Path লিখতে হবে।xp3.PNG
  • মনে করুন, আপনার ফোল্ডারটি হার্ডডিস্কের F ড্রাইভে আছে। সেক্ষেত্রে প্রথমে F: লিখে Enter চাপুন। তারপর cd usbxp\bootsect লিখে Enter দিন। এবার লিখুন bootsect.exe/nt52 J: (J এর স্থলে পেন ড্রাইভের Drive Letter লিখুন)। bootsect.exe রান করার সময় লক্ষ রাখুন যাতে পেন ড্রাইভের কোন উইন্ডো Open না থাকে।xp4.PNG
  • Enter Press করার পর সব OK হলে "Bootcode was successfully updated on all targeted volumes" ম্যাসেজটি দেখতে পাবেন। এরপর এই কমান্ড প্রম্পটটি Close করে দিন। কিন্তু usb_prep8 কমান্ড প্রম্পটটি Close করবেন না।
  • এখন PeToUSB উইন্ডোটি Close করুন। এবার usb_prep8 কমান্ড প্রম্পটটি নিচের ছবির মত দেখা যাবে।xp2.PNG
  • উল্লেখ্য, এখানে ১-৩ নম্বর পর্যন্ত নির্ভুল তথ্য প্রদান করতে হবে। তাই নিচের ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করুন।
  • Press 1 and then Enter. একটি Folder Browse Window খুলবে। এখান থেকে হার্ডডিস্কে রাখা Windows XP এর ব্যাকআপ কপিটির লোকেশন দেখিয়ে দিন।
  • Press 2 and then Enter. ভার্চুয়াল ড্রাইভ তৈরির জন্য Drive Letter হিসেবে T চাপুন এবং Enter দিন।
  • Press 3 and then Enter. পেন ড্রাইভের Drive Letter দিন।
  • Press 4 and start the process.
  • এবার তৈরিকৃত ভার্চুয়াল ড্রাইভটি ফরম্যাট করবেন কি না তা জানতে চাইবে। Y চাপুন এবং Enter দিন।xp5.PNG
  • ফরম্যাট হয়ে গেলে Enter চাপুন। এখন দেখতে পাবেন যে XP ব্যাকআপ থেকে ভার্চুয়াল ড্রাইভে কপি হচ্ছে। এটি প্রায় ৩-৫ মিনিটের মত সময় নেবে। সম্পন্ন হলে আবার Enter চাপুন।
  • তারপর ভার্চুয়াল ড্রাইভ থেকে ইউএসবি ড্রাইভে কপি হবে কি না জিজ্ঞেস করবে। অবশ্যই Yes এ ক্লিক করবেন। প্রক্রিয়াটি শেষ হতে প্রায় ১৫ মিনিট লাগবে। তবে এটি নির্ভর করবে পেন ড্রাইভের গতির উপর।
  • প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি popup window আসবে। Click Yes.
  • এখন সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হলে Yes বাটনে ক্লিক করে ভার্চুয়াল ড্রাইভটি Unmount করুন।

ব্যাস হয়ে গেল আপনার Bootable Pen Drive. এখন BIOS এ ঢুকে First Boot Device হিসেবে USB সিলেক্ট করে দিলেই Boot করানো যাবে। তবে কিছু BIOS এ Boot Priority নির্বাচন করে দিতে হয়। কম্পিউটার রিস্টার্ট করার পর কিছুক্ষণ অপেক্ষা করলে একটি মেনু দেখা যাবে। তাতে GUI Mode এবং Text Mode নামে দুইটি Option থাকবে। এবার Text Mode নির্বাচন করে দিলেই পেন ড্রাইভ থেকে Windows XP Setup করা যাবে। আশা করি সহজেই করতে পারবেন।

Level 0

আমি m.h.mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 54 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর একটি টিউনের জন্য ধন্যবাদ। আচ্ছা মিথুন ভাই এই Bootable Pen Drive-এ কি এর পাশাপাশি আমার অন্যান্য file রাখতে পারব?

টিউনটি কি আপনার নিজের নাকি আরেক জন থেকে ধার করা।

Level 0

A virus attack in my pc. It blocks dll file, so no program can’t be open. A note pad appear where written, ‘just kidding [email protected]
I’ve contact by the address but no reply.
As I don’t want to miss all of my file, so I want to block or remove the virus. plz help me.

@Ali71a, আপনাকে ও ধন্যবাদ। এর পাশাপাশি অন্যান্য ফাইল রাখা যাবে।
@Monir, আমি টিউনটি পোস্ট করার পর টিউনের নিচে আরও পড়ুন বিভাগে আপনার টিউনটি দেখতে পেয়েছি। কিন্তু দূঃখের বিষয় হলেও সত্যি, আমি নিজেও আপনার টিউনটি পড়ে কিছুই বুঝতে পারিনি। সম্পূর্ণ লেখা ভুলে ভরা। এমনকি ডাউনলোড লিংকটাও কাজ করে না। কমেন্টসগুলো নিশ্চই আপনিও দেখেছেন। তাহলে কিভাবে এটিকে ধার করা টিউন বলছেন?

Level 0

apone ke pen drive dea xp setup kora san kag hoi…

আমি করেছি, কাজ হয়।

কাজের একটি টিউনের জন্য ধন্যবাদ, সময় পেলে একবার ট্রাই করবো।

ভাই, আমার পেন ড্রাইব 4 জিবি [Fat 32] কাজ হবে? আর পেন ড্রাইব থেকে সেটাপ করলে কি সময় কম লাগে?
ধন্যবাদ

Level 0

মিথুন ভাই, আপনার বলা নিয়মে করেছি কিন্তু মাঝপথে একটি error হয়ে বাকিটুকু হয়না। আপনার email address টা যদি দেন তাহলে বিস্তারিত জানাতাম। আমার email address হল [email protected]

আমার email: [email protected]
আর Ariful ভাই, আপনি PeToUSB দিয়ে ফরম্যাট করলে স্বয়ংক্রিয়ভাবে FAT এ ফরম্যাট হয়ে যাবে। যদি না হয়, তাহলে বুঝতে হবে আপনার পেন ড্রাইভ FAT সাপোর্ট করে না।

Level 0

মিথুন ভাই, আপনার বলা নিয়মে করেছি কিন্তু মাঝপথে একটি error হয়ে বাকিটুকু হয়না।”Press 1 and then Enter. একটি Folder Browse Window খুলবে। এখান থেকে হার্ডডিস্কে রাখা Windows XP এর ব্যাকআপ কপিটির লোকেশন দেখিয়ে দিন।”হার্ডডিস্কে রাখা Windows XP এর ব্যাকআপ কপিটির লোকেশন দেখিয়ে দিলে error হয়ে বাকিটুকু হয়না।লোকেশন error দেখিয়া।আমি 3/4 টা পিসিতে ট্রাই করেছি কাজ হয় না।
???????????????????????????????????????????????????????????????????????????????????????????

সম্ভবত আপনার ব্যাকআপ কপিতে সমস্যা থাকতে পারে। আপনি নতুন সিডি থেকে ব্যাকআপ নিয়ে ট্রাই করুন।

jana jinis aro valovabe jananor jonno dhonnobad. chaliye jan JOY GURU

কি ভাবে কম্পিউটার ফরম্যাট করতে পারি অনুগ্রহ করে জানাবেনকি !!!!!!

ছৈয়দ জাফর উল্লাহ
বেহ্জাত ফামের্সী,
কাতার দোহা.

1 থেকে 4 নং পযর্ন্ত বিস্তারিত জানালে উপকৃত হতাম

cd usbxp\bootsect লিখে Enter দিলাম.কিন্তু এই লাইন দেখাচ্ছে বার বার the system can not find the path specified কি করব বুঝতে পারছি না.সাহায্য করুন.

ভাই আপনি যে ড্রাইভে usbxp ফোল্ডারটি রেখেছেন তার Path আগে চিনিয়ে দিতে হবে। ধরুন আপনি F ড্রাইভে রেখেছেন, সেক্ষেত্রে আগে F: লিখে Enter প্রেস করুন। তারপর cd usbxp\bootsect লিখে Enter দিন। আশা করি এবার করতে পারবেন। প্রয়োজনে উপরের লাইনটি আরেকবার ভালভাবে পড়ে নিন।

মিথুন ভাই, যে টুলটির ডাউনলোড লিঙ্ক দিয়েছেন তা কাজ করছেনা। সেটি অন্যভাবে কি পেতে পারি?

হুমায়ুন ভাই, আপনি আবার ট্রাই করেন। আমি দেখলাম কাজ করছে তো।

cd usbxp\bootsect লিখে Enter দিলাম.কিন্তু এই লাইন দেখাচ্ছে বার বার the system can not find the path specified কি করব বুঝতে পারছি না………. বার বার চেষ্টা করে ,অবশেষে ব্যর্থ ?

ফরিদ ভাই উপরের ধাপ অনুসারে আমি করেছি এবং এক্সপি সেটাপও দিয়েছি। ১০০% কাজ হয়। আপনি এক কাজ করুন usbxp ফোল্ডারটি সরাসরি C ড্রাইভে রেখে তারপর শুধু cd usbxp\bootsect লিখে Enter দিন। মিথুন ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। জটিল একটি টিউন লিখেছেন।

মিথুন ভাই,
আমার কম্পিউটারে নতুন সমস্যা আর তাহলো: welcome screen এসে দাড়িয়ে থাকে, যদি উইন্ডোজ স্টার্ট হয় তাহলে আমার দেয়া ওয়েলপেপার আসে কিন্তু টাস্কবার এবং আইকন আসে না।” এখন কি করতে পারি বলবেন কি………………?????????????????
আর আপনার টিউনের কথা কি বলবো অসাধারণ একটা টিউন, কাজ করতেছে…………………..
একটা প্রশ্ন :- এটা দিয়ে কি অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারব কিনা…………..

মিথুন ভাই, আমি বিভিন্ন প্রকার windows XP এর CD থেকে 1 press করে windows XP Borwes করেছি। কিন্তু প্রতিবার ই Error Message : The Path d:\windows xp does not contain Windows XP Source File
Press any key to continue…..
Please Solve the Problem

Bios setup a what i m select, plz tell me. No boot from usb. But when process is successful. My mail id: [email protected]. Detail tell me.

সুন্দর একটা টিউন এর জন্য অনেক ধন্যবাদ। কিন্তু টিউনার ভাই একটা জিনিস মিস করেছেন তা হল, cd usbxp\bootsect এই Path টি আসলে সঠিক নয়, কারণ ডাউনলোড করা ফোল্ডাটির দু’টির মধ্যে আসলে usb_xp নামের ফোল্ডার আেছ, তাই Path টি লিখতে হবে cd usb_xp\bootsect আর এই কারণেই উপরে অনেক ভাইয়েরা the system can not find the path specified মেসেজ টি পেয়েছেন। নিজে থেকে কিছু জানা থাকলে তাদের এই সমস্যাটা হতো না, যাই হোক আমি সফল, সুন্দর একটি টিউন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। m i right?

bhai win 7 er jonno kevabe korbo janale valo hoe

Level 0

খুবই সুন্দর ও কাজের টিউন শেয়ার করেছেন……সিডি থেকে ইনস্টল করার থেকে পেন ড্রাইভে খুব স্পীডে হয়……আমি এতেই কাজ করি………… শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ………..

পেন ড্রাইভ থেকে windows 7 সেট আপ দেওয়া জায় না?