ডিলিট হয় না এমন ফাইল/ফোল্ডারকে সহজেই ডিলিট করুন

কম্পিউটারে কখনো কখনো এমন কিছু ফাইল বা ফোল্ডার তৈরি হয়, যেগুলো মুছে ফেলা (ডিলিট) যায় নাফাইল মোছা না গেলে সেটি বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এসব ফাইলও ডিলিট করা যাবে।

অনেক সময় কোনো ফাইল ডিলিট করতে গেলে এরর মেসেজ দেয় এবং ফাইলটা ডিলিট করা যায় না। ফলে উইন্ডোজ রিস্টার্ট দিয়ে ডিলিট করতে হয়। কিন্তু অনেক সময় জরুরী কোন কাজে থাকলে কম্পিউটার রিস্টার্ট দেওয়া যায় না। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন একটা ইউটিলিটি সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারটির নাম Unlocker। এটি ফ্রিওয়্যার।

যে ফাইল বা ফোল্ডারে এই সমস্যা তাতে মাউসের রাইট বাটন ক্লিক করে Unlocker এ ক্লিক করুন। এবার Unlock All এ ক্লিক করুন। এর পরেও কাজ না হলে নিচে বামে ComboBox থেকে Delete সিলেক্ট করুন। তারপর Unlock All এ ক্লিক করুন। এতে ও কাজ না হলে যে ফাইলটি Delete হয় না তার উপর রাইট বাটন ক্লিক করে Unlocker এ ক্লিক করে Kill Process এ ক্লিক করুন। এবার আপনি ফাইলটি ডিলিট করতে পারবেন। ডাউনলোড করুন এই লিংক থেকে।

Level 0

আমি নাছরুল্লাহ আলকাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ…।