যখনই ইউটিউবে ভিডিও আপলোড করবেন তা শেয়ার হবে আপনার ফেসবুক পেজে

ইউটিউবে ভিডিও আপলোড করার পর তা ফেসবুক পেজে শেয়ার করার জন্য আপনাকে যেটি করা লাগবে সেটি হল আপনার ফেসবুকে পেজে ছোট্ট একটি আপ ইনস্টল করা লাগবে। আপসটির নাম হচ্ছে “youtube Tab” .

 

আপনি আপনার ফেসবুক পেজ টিতে যান এবং ফেসবুকের সার্চ বক্সে youtube Tab লিখে সার্চ করুন। সার্চ রেজাল্ট আসার পর youtube Tab আপটি সিলেক্ট করুন এবং ইন্সটল দিয়ে নিন।

 

তারপর আপনার ফেসবুক পেজটি রিফ্রেশ করুন। youtube tab টি আপনার ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে। তারপর youtube tab অপশনটি আবার সিলেক্ট করুন এবং আপনার ইউটিবের চ্যানেল লিংকটি তাতে যুক্ত করে, সেভ সেটিংস অপশনে ক্লিক করুন।

 

আবার ফেসবুক পেজটি রিফ্রেশ করুন। তারপর আবার আপনার “youtube tab” অপশনটি চুজ করুন।

দেখবেন যে, আপনার চ্যানেলের সমস্ত ভিডিও গুলি সেখানে দেখাচ্ছে। সম্পূর্ন আপনার ইউটিউব চ্যানেলে যেভাবে ভিডিও গুলো সাজানো থাকে, ঠিক সেভাবে এখানেও সাজানো থাকবে।

আপনি চাইলে এই সমস্ত প্রসেসটি এখানে ক্লিক করে দেখতে পারেন অথবা নিজে নিজেই “youtube tab” টি ইন্সটল করে কাজ করতে পারেন।

Level 0

আমি ইখলাস রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস