ডাবল ক্লিকে ড্রাইভ খুলছে না ? autorun.inf ভাইরাস ! এর থেকে বাচতে হলে দেখুন………

বিমিল্লাহির রাহমানির রাহীম

বন্ধুরা কেমন আছেন সবাই । আশা করি ভাল আছেন । Virus  মোটামোটি আমাদের সব্বাইকে জালাতন করে । কিন্তু আমরা সবাই বিভিন্ন কারনে Antivirus ব্যাবহার করতে পারি না । আবার করলেও সব Virus ওর কাছে ধরা দেয়না । বর মুশকিল । আমরা জারা কম্পিউটার ব্যাবহার করি তারা মোটামোটি সবাই autorun.inf নামক Virus টির সাথে পরিচিত । এখন জানা যাক এটি আমাদের কি রকম ক্ষতি করে ।

১। ডাবল ক্লিকে আপনার ড্রাইভ গুলো খুলবে না ।

২। কম্পিউটার এর অটরান কন্ট্রোল করতে পারবেন না ।

আছারা ও আরও অনেক সমস্যা করে Virus টি । এবার আসুন জেনে নেই কিভাবে খুব সহজে Antivirus ছাড়া আমরা Virus টি থেকে রক্ষা পেতে পারি ।

আপনার প্রত্যেকটি ড্রাইভ ,পেন্ডাইভ ও মেমোরি কার্ডে একটি খালি ফোল্ডার করুন । এবং এর নাম দিন autorun.inf । বাস হোয়ে গেলো । এবার আর  autorun.inf ভাইরাস টি আপনার কম্পিউটার এর কোন ক্ষতি করবে না এবং আপনার কোন ড্রাইভ এ প্রবেশ করবে না । টিউন টি পরার জন্য ধন্যবাদ । কারো কাজে লাগলে টিউন টি সার্থক হবে । ট্রিক টি কাজে লাগলে কমেন্ট করবেন । খুশি হব ।



Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

hum….. ফোল্ডারটা হিডেন রাখলে আর দেখতে খারাপ লাগবে না 😀
থ্যাংকস 4 শেয়ার

    ধন্যবাদ ! আপনিও ঠিক বলেছেন ।

Level 0

খারাপ না ।তবে AUTORUN REMOVER দিয়ে কি AUTORUN গুলো REMOVE করা সম্ভভ নয় ?THANKS 4 SHARING MIND

    ভাই সম্ভব । কিন্তু এটা একটা সহজ উপায় । যা সবাই সহজে পারবে । এত সফটওয়্যার ব্যাবহার করার ঝামেলা নাই । ধন্যবাদ ।

Level 0

আপনার প্রত্যেকটি ড্রাইভ ,পেন্ডাইভ ও মেমোরি কার্ডে একটি খালি ফোল্ডার করুন । এবং এর নাম দিন autorun.inf । বাস হোয়ে গেলো । এবার আর autorun.inf ভাইরাস টি আপনার কম্পিউটার এর কোন ক্ষতি করবে না এবং আপনার কোন ড্রাইভ এ প্রবেশ করবে না …………………….But why ???

    কারন autorun.inf virus টি ফোল্ডার এ রিপ্লেস করবে না । ধন্যবাদ ।

নতুন ভাইরাসগুলোতে এই ট্রিক মনে হয় কাজ করে না।
এত কষ্ট না করে আপনি autorun বন্ধ করে রাখলেই পারেন।

    সব বুঝিয়ে বলেন ?

    পুরান ভাইরাসগুলা ফাইল কপি করার সময় ওভাররাইট করত না, তাই autorun.inf নামে ফাইল/ফোল্ডার থাকলে নতুন ফাইল/ফোল্ডার তৈরী হত না। কিন্তু ওভাররাইট করে তাই এই ট্রিক কাজ করে না।

    http://support.microsoft.com/kb/967715
    অটোরান ডিজেবল করার নিয়ম এখানে আছে।

    autorun বন্ধ করলেও ফাইল এর সাথে কপি হয়ে এটা আসতে পারে । কিন্তু এই কাজটি করলে তা আর আপনার ক্ষতি করবে না । ধন্যবাদ ।

    আসলেও তো সমস্যা হবেনা। কারন এটা নিজে কোন ভাইরাস না। আর ড্রাইভের রুটে না থাকলে এটা কাজ করেনা। আর পেনড্রাইভ প্রায়ই ফরম্যাট দেবার দরকার হয়, তাই কিছু ঝামেলা!
    কষ্ট করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ 🙂

এটা সত্যিই কোনো কাজ করে না । হাহাহাহা । ভাইজান Autorun folder কখনো কি open করে দেখছেন । xp use করলে live xp disk দিয়ে একবার open করে দেখুন ।আজকাল শক্তিশালী virus আপনার ঐ folder কে overwrite করে তার কাজ ঠিকই সম্পন্ন করবে ।

@echo off
del D:\/f/s/q AutoRun.inf
del D:\/f/s/q/a:H AutoRun.inf
del D:\/f/s/q/a:HR AutoRun.inf
del D:\/f/s/q/a:R AutoRun.inf
del D:\/f/s/q/a:HRS AutoRun.inf
del D:\/f/s/q/a:S AutoRun.inf
del D:\/f/s/q/a:SR AutoRun.inf

উপরের টুকু কপি করে নোটপ্যাড এ antivirus.bat নাম এ save করুন । D এর যায়গায় আপনার যে drive এ Autorun ase তা দিন ।……….. একটা টিপস্ দিচ্ছি শুধু D না সব drive দিয়ে এটা startup এ দিন । এতে pc যখন অন হবে তখন সব Autorun নিজে নিজে মারা যাবে । আমি এ পদ্ধতিই use করি ।

    আপনারটাই কাজের। ধন্যবাদ।

    আপনাকে ও ধন্যবাদ।

    এটা শুধু autorun.inf এর জন্য । শক্তিশালী virus এর জন্য না । আমি এটি থেকে উপকৃত হয়েছি বলেই টিউনটি করেছি । তবে আপনার টাও কাজের । আমি সহজ উপায় বলেছি । ধন্যবাদ ।

    Jobayer Alam ভাই আপনার টিপ্স্‌টি সত্যি অনেক কাজের,আমি অনেক অনেক আগে একবার ব্যাবহার করে দেখেছিলাম,কিন্তু কোন সমাধান পাইনি।আপনি হয়তো এখন অবাক হচ্ছেন যে আপনি এতদিন এই ধরে টিপস্‌ ব্যাবহার করে আসছেন আর আমি বলছি আমার জন্যে কোন সমাধান দিতে পারেনি।কারণটা হচ্ছে এইটা দিয়ে আপনি শুধুমাত্র AutoRun.inf ফাইলটিকে ডিলেট করতে পারছেন,যদি আপনার পিসিতে অলরেডি AutoRun.inf দ্বারা কোন ভাইরাস সংক্রমিত হয়ে থাকে,তাহলে আপনি এইটির মুল প্রসেসকে কখনোই এই পদ্ধতিতে ডিলেট করতে পারবেন না।আসলে AutoRun.inf হচ্ছে একটি সাধারণ ফাইল যেখানে অন্য কোণ ফাইলের তথ্য থাকে যেটি দ্বারা ফাইলটিকে কল করা যায়(বিশদভাবে না বলে সামান্য ধারণা দিলাম),অন্তত যেকোন ভাইরাস AutoRun.inf এই কারণেই ব্যাবহার করে থাকে।সুতরাং আপনি শুধু যে কল করছে তাকে মুছতে পারছেন যে অলরেডি একটিভ আছে তাকে ডিলেট করতে পারছেন না।আর অনেক ভাইরাস উইন্ডোজ এক্সপ্লোরারের সাথে ইন্টিগ্রেটেড থাকে মানে উইন্ডোজ স্টার্ট হয়ে যখন এক্সপ্লোরার চালু হয় তখন সাথে সাথে ভাইরাস রান হয়।বুঝতেই পারছেন আশা করি।তবে প্রাথমিক প্রস্তুতি হিসেবে আপনার টিপস নি:সন্ধেহে অনেক উপকারি।ভালো থাকবেন।আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে ভুল শোধরানোর জন্যে বলবেন।আর যদি বেয়াদবি করে থাকি তাহলে ক্ষমা করবেন।ভালো থাকবেন

Level 0

autorun.inf কোন ভাইরাস নয়। এই প্রোগ্রামের মাধ্যমে ভাইরাস অটোরান করে ইন্সটল করে।কি আমি কি ভুল বললাম?

    ঠিক ভুলনা । তবে এটা একধরনের ছোট খাট ভাইরাস । যার কারনে ড্রাইভ গুলো ডাবল ক্লিকে ওপেন হয় না । ধন্যবাদ ।

    জয় ভাই ঠিক বলেছেন।

viya apnadar modda ke kau amakay “shatter stock” ar premium acount ar coad ditay parban? pls pls pls pls pls

অটোরান যদি কোন ভাইরাস না হয় ।তাহলে এন্টিভাইরাস দিয়ে স্কান করলে তা অটোরান নামে শো করে কেন।

    ধন্যবাদ ভাই । একমত ।

ভাই এত ঝামেলার কি দরকার আছে

সহজে করার জন্য আমার এই পোষ্টটা দেখতে পারেন

অটোরানের জ্বালা আর না আর না !!!
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/50613/

Level 0

আমার ডিজিটাল ক্যামেরার মেমোরি কার্ড কম্পিউটারে ফরম্যাট দিতে পারছি না।
ক্যামেরায় ফরম্যাট হয়, কিন্তু পিসি তে ফরম্যাট হয় না।
মেমোরি কার্ড দিয়ে পিসিতে ছবি কপি করা যায়, কিন্তু কাট বা ডিলিট করা যায় না।
আবার মেমোরি কার্ড ক্যামেরায় লাগালে সবকিছু করা যায়।
কম্পিউটারে লগিয়ে কাট বা ডিলিট করতে গেলে বলে the disk is write protected.
কিন্তু ক্যামেরায় কোন write protection করা নাই।
কিভাবে write protection দুর করে modify করা যায়?

Level 0

ক্যামেরার মডেল CANON IXUS

autorun কোন virus নয়। এইটা হলো একটা text file যেটা windows এর কোনো component কে autorun বা autoplay করানোর জন্য ব্যবহার করা হয়…. autorun সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্ক এ ক্লিক করুন

http://en.wikipedia.org/wiki/Autorun.inf

আশা করি এতে আপনাদের ভুল ভাংবে…

Level 0

আমিও এই অটোরানে আক্রান্ত হয়েছি।

Computer Lover ভাইয়া আমি মনে করি এখানে সবাই শিখতে আসে। নিজে না কোন কিছু পোষ্ট না করাই ভালনা ভাইয়া। তুমি ডেটা টাইপ, ডেটা ফরমেট কোনটাই না বুঝেই Autorun.inf(Information) ফাইলটাকে ভাইরাস বানায়ে দিছ। Autorun কোন ভাইরাস না . Automatic Information Run করার জন্য এ ফাইল ব্যবহার করা হয়।
তার পরে যদি মনে হয় Autorun.inf —ভাইরাস তাহলে আমার সাথে একটু যোগাযোগ কর। আমি সময় পাইনা
তাই খুব বেশী পোষ্ট করি না । Compute Lover ভাইয়া আমার ফোন : 01736258499