উইন্ডোজ ৭ এর জেনুইন এক্টিভিশন জনিত সমস্যার সমাধান

প্রিয় ভাই ও বোনেরা,  আপনারা প্রায়ই দেখে থাকবেন windows 7 ইন্সটল এর কিছুদিন এর মধ্যেই স্ক্রীন টি কালো হয়ে ১তি শোকবার্তা চলে আসে । যেখানে লিখা থাকে  This copy of Windows 7 is not genuine.’ এবং শুধু তাই নয় আপনারা উইন্ডোজ টি হালনাগাদ (update) করার অপশন বন্ধ করে দিলেও মাঝে মাঝে এ সমস্যা হয়। যার ভুক্তভোগী আমি নিজেও।

এই সমস্যা থেকে আশু পরিত্রান পেতে আমরা কত কিই না করে থাকি। উইন্ডোজ নতুন করে reboot থেকে শুরু করে কত ধরনের registry key মুছে ফেলা এবং নানা জাতের ভাইরাস সম্পৃক্ত ক্র্যাক ফাইল ব্যবহার করা। কিন্তু এখন থেকে আর আপনাদের এই ঝামেলা পোহাতে হবে না । যারা windows 7 ব্যবহার করে geuine জনিত সমস্যায় জর্জরিত তাদের জন্য আমার এই সমাধান ।

আক্রান্ত উইন্ডোজ এ করনীয়ঃ

  • প্রথমেই আক্রান্ত উইন্ডোজ এর control panel – programs – programs and feature - install updates  থেকে  (KB971033) – এই আপডেট টি মুছে ফেলুন।(এই আপডেট টি সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন এই সাইটে -http://kb971033.com/)
  • অতঃপর নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন  RemoveWAT (ѕнσуєв ιмтєαz) .rar ফাইল.
  • ডাউনলোড লিঙ্কঃ http://tiny.cc/tevdx
  • ইমেজ ফাইলঃ http://tiny.cc/l8ux8
  • এই ফাইল টি ডাউনলোড করে রান করতে হবে। তারপর উপরোক্ত ইমেজ ফাইল অনুযায়ী Remove WAT বাটনে ক্লিক করুন।
  • অপেক্ষা করুন ২ মিনিট।
  • উইন্ডোজ পুনঃরায় চালু করুন।
  • দেখুন আপনার উইন্ডোজ থেকে শোক বার্তা টি উধাও হয়ে গেছে।
  • উইন্ডোজ এর জেনুইন সংক্রান্ত সমস্যা এভাবেই অতি সহজে সমাধান করা যায়।

ধন্যবাদ।

Level New

আমি সোয়েব ইমতিয়াজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্যবসায় প্রশাসন আমার বিষয় হলেও শখ আমার প্রযুক্তি। দুটোকে একসাথে মিলিয়ে নিয়ে জীবনে পাই প্রশান্তি ...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সোয়েব ইমতিয়াজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই টিপসের জন্য। windows 7 এর এই সমস্যার জন্য অনেক টিপস ব্যবহার করেছি কিন্তু কাজ হয়নি – সর্বশেষ আপনার দেয়া টিপসটি আমার কাজে লেগেছে। এটি ব্যবহার করে windows 7 এর জেনুইন এক্টিভিশন জনিত সমস্যার সমাধান হয়েছে। ছোট একটা প্রশ্ন আপনাকে- আমিতো windows 7 এর জেনুইন এক্টিভিশন ম্যাসেজ এখন আর পাচ্ছিনা- তার মানে আমার windows 7 কি এখন জেনুইন হয়ে গেল। যদি জেনুইন হয়ে থাকে তবে তা কি করে চেক করব। সুন্দর এই টিপসের জন্য আবারও ধন্যবাদ আপনাকে। ভবিষৎতে আরো সুন্দর সুন্দর টিপস উপহার দিবেন -এই আশা আপনার কাছে।

    আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
    হুম। । আপনি যা বলছিলেন, জেনুইন এক্টিভিশন ম্যাসেজ আর পাচ্ছেন না, এর মানে এই পদ্ধতির মাধ্যমে windows advantage technology এর WGA টুলকে সিস্টেম থেকে মুছে ফেলে। আপনি কোথাও দেখতে পারবেন না যে আপনার উইন্ডোজ জেনুইন। তবে আপনার উইন্ডোজ যে ১০০ ভাগ জেনুইন হয়েছে এর প্রমান উইন্ডোজই আপনাকে দিবে। একবার আপডেট দিয়েই দেখুন। মাইক্রোসফট থেকে সে সকল ধরনের আপডেট নিবে।
    আপনি যদি অন্য যে কোন উপায়ে জেনুইন করেন তাহলে আপনি মাই কম্পিউটার এর প্রপার্টিজ এ দেখতে পারবেন আপনার উইন্ডোজটি জেনুইন কিন্তু তখন আপানাকে আপডেট বন্ধ রাখতে হবে। তা না হলে মাইক্রোসফট ধরে ফেলবে যে আপনি কোন না কোন ভাবে প্যাচ ব্যবহার করেছেন। তারপর আবার একই দশা।

    তার চেয়ে এই পদ্ধতি কতটা ভাল নিজেই ভেবে দেখুন।
    ___________________________________________

    মূল লেখা : http://it-solution-tips.blogspot.com/2010/10/solution-of-windows-7-genuine.html

ভাই উইনন্ডোজ ভিসটা কিভাবে একটিভেট করবো??

    উইন্ডোজ ভিস্তার ও এমন একটা টুলকিট আছে…আমাকে খুজতে হবে। আমি আপনাকে অতি শীঘ্রই জানানোর চেষ্টা করব… ইনশাল্লাহ
    তবে ১টা নন-প্রফিটেবল সাজেশান দেই। কোন স্পেশাল কারন ছাড়া যদি ভিস্তা ব্যবহার করেন, তবে না করাই ভাল। উইন্ডোজ ৭ অনেক বেশি ভাল ভিস্তা থেকে… অনেক বেশি সহজ এবং কাজের পারফরমেন্স বাড়ায়।

আপডেট করা যাবে , ধন্যবাদ।

ধন্যবাদ আপনার টিউনের জন্য।ভাই,আমার সাহায্য দরকার।আজ রাতে আমি windows 7 setup দিয়েছি।কিন্তু আমার সমস্যা হচ্ছে KM Player setup দেয়ার পরে আমার PC এর সকল sound off হয়ে গেছে।অনেক ঘাঁটাঘাঁটি করার পর কিছু না বুঝে আবার XP setup দিলাম।Setup দেয়ার পরে আবার KM player setup দিলাম (কারন আমার KM Player ভাল লাগে) Sound তারপর ভালোই চলছিল।সকালে ঘুম থেকে ওঠে PC ON করে দেখি কোন sound নেই।আগেই বলে রাখি যেহেতু Windows 7 এ মাদার বোর্ড দেয়া লাগেনা শুনেছি।তাই মাদার বোর্ড না দিয়েও রাতের বেলায় প্রথম অবস্হায় আমার PC তে Sound পেয়েছিলাম।আবার সকালে ঘুম থেকে ওঠে যখন এই সমস্যার সমাধান পাচ্ছিলাম না তখন মাদারবোর্ড দিয়েও কোন কাজ হয়নি।আগেই বলে রাখি Setup দেয়ার পূর্বে আমি C drive formate দিয়েছিলাম। Please কেউ আমাকে এ বিষয়ে সাহায্যে করুন।

    আপনি সিডি তে সাউন্ড সম্পর্কিত কোন সফটওয়্যার থাকলে তা ইন্সটল করুন, ড্রাইভার সঠিক ভাবে ইন্সটল করা আছে নাকি দেখুন। অথবা km player এর কনফিগারেশন চেক করতে পারেন ।

Level 0

ভাই, আমি চরম একটা বিপদে পড়ছি ।। টেক টিউন এর মধ্যে একটা টিউন দেখলাম যে কিভাবে windows xp genuin করা যায়…। আমি টিউন টা পড়ে জেনুইন করলাম…। তারপর ই বিপদ টা ঘটলো ।। আমি কন্ট্রোল প্যানেল এ গিয়ে অটোম্যাটিক আপডেট অন করে দিয়েছি।। পরে উইন্ডোজ আপডেট হতে টাইম লাগছিল তাই আমি আপডেট ক্যানসেল করে দি…।। (যেহেতু উইন্ডোজ জেনুইন লিখা টা আসলো তাই আমি ভাবসিলাম হয়তো আপডেট নিবে এবং কাজ হবে…। বর্তমানে যে প্রব্লেম টা হচ্ছে তা হল, স্ক্রীন এর নিচে
এই ( You may be victim of a sofrware counterfieting, the copy of windows didnt pass genuine windows validation) লিখা টা আসে………….অনেক চেষ্টা করার পরেও আমি এই লিখাটা দূর করতে পারিনা।। জার কারনে পিসি অফ করার সময় এবং অন করার সময় প্রব্লেম করে এবং ওপেন এর সময় ৪ মিনিট দেরি করে………ভাইয়া আমাকে দয়াকরে হেল্প করেন যে কিভাবে আবার এক্সপি সেটআপ না দিয়ে এই উইন্ডোজ এই প্রব্লেম টা দূর করতে পারি……?

    • কম্পিউটার কে সেফ মোডে চালু করুন
    • মাই কম্পিউটার এর ফোল্ডার অপশন থেকে হিডেন ফাইল কে শো করুন
    • তারপর C:\Windows\System32\dllcache এখানে যান
    • wgatray.exe ফাইল টি কে wgatrayold.exe নামে রিনেম করুন
    • স্টার্ট মেনু – রানএ যেয়ে লিখুন regedit
    • তারপর Registry Editor এর বাম পাশের অপশন থেকে HKEY_Local_Machine\Software\Microsoft\WindowsNT\CurrentVersi on\Winlogon\Notify\WGALOGON – এই ঠিকানায় যান।
    • WGALOGON ফোল্ডার টিকে ডিলেট করুন
    • তারপর রিস্টার্ট করে দেখুন আপনার সমস্যা সমাধান হয়েছে কিনা।
    ধন্যবাদ।

    Level 0

    সোয়েব ভাই,
    আমি এক্সপি ব্যাবহার করি…।
    আমার পিসি অন হবার সময় সেফ মোড আসেনা এবং সরাসরি ওপেন হয়…।
    হিডেন ফাইল ওপেন করসি…।
    কিন্তু c: তে dllcache এইটা পাইনা এবং অনেক খুঁজছি…। পাইনা
    তাই বাকি কাজ গুলা আর করতে পারতেসিনা…।
    প্লিজ হেল্প করেন…।।

জ়েনুইন করার পরে কি Microsoft Security Essencial ব্যাবহার করা যাবে?
দয়া করে জানাবেন।

    অবশ্যই।
    মাইক্রোসফট এর যেকোন সফটওয়্যার অনায়াসে ব্যবহার করতে পারবেন

সোয়েব ভাই,আপনার টুলস টি অনেক কাজের কিন্তু সাময়িক সময়ের জন্যে।আপনি হয়তো ভাবছেন এইটা আবার কে এইখানে এসে আবার মাতবরি করছে।ভাই এই টুলস আমি উইন্ডোজ সেভেনের জন্যে অন্য যেকোন টুলসের আগে ব্যাবহার করেছি। প্রায় ৫/৬ মাস চলার পরে দেখি উইন্ডোজ জেনুইন করার জন্যে নোটিফিকেশন আসতে শুরু করে।পরে আরেকটি টুলস দিয়ে সমস্যাটির সমাধান করি।যাই হোক যতদিন এইটা দিয়ে চলছে চলুক এরপরে যদি কারো দরকার পরে আমাকে জানাবেন।আমি আমার ডাউনলোডকৃত টুলটি সবার সাথে শেয়ার করব।ভালো থাকবেন।আর যদি আপনার মনে হয় আপনার টিউনে এইরকম কমেণ্ট করে কোন বেয়াদবি করেছি তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত,এই কারণে আমাকে ক্ষমা করবেন।

    আপনাকে ধন্যবাদ আলোচনা-সমালোচনার জন্য। কোন জিনিসই ১০০ ভাগ সঠিক হয় না ।
    তবে আমি উইন্ডোজ ৭ ব্যবহার এর শুরু থেকেই এটা ব্যবহার করছি…এবং বন্ধুদেরকেও শেয়ার করেছি। এখনো কারো কোন সমস্যা হয় নি।
    তাই নিজের অভিজ্ঞতার আলোকে টিউন করলাম।

সবচে’ সহজ পদ্ধতি গুগলে সার্চ দিয়ে কোনো সাইট থেকে windows 7 loader ডাউনলোড করে নিন। এক ক্লিকেই windows জেনুইন।

বসসসসসস window জেনুইন যাতে না হয়… এর জন্য আগেই কি কোন করনীয় আছে।
ধন্যবাদ