ফেসবুক এর ডিলেট হয়ে যাওয়া সকল ইনফরমেশন ফিরে পাবেন যেভাবে

প্রক্রিয়াটি অধিকাংশ ফেসবুক ব্যবহারকারী ই জানেন না। তাই ভাবলাম এ নিয়ে একটা ব্লগ আমার সাইটে লিখে আসা যাক, যদি কারো কখনো উপকার হয়। বিষয়বস্তু বুঝার জন্য আপনাকে মনযোগ দিয়ে পড়তে হবে A-Z পর্যন্ত। একবার না বুঝলে আরেকবার পড়ুন। সাথে সাথে প্রাকটিকাল করুন। পারবেন ই পারবেন, আপনার ডিলিট হয়ে যাওয়া সকল ডাটা ফিরিয়ে আনতে। 😍

না বুঝলে আমাকে ফেসবুকে নক দিন অথবা মেইল করুন, আশাকরি দ্রুত রেস্পন্স পাবেন।

facebook.com/sagortimes
facebook.com/sagortimes.page
mail : [email protected]

• ফেসবুক থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ, ছবি, ভিডিও ইত্যাদি কিভাবে ফিরিয়ে আনা যায়। আসল কথা হলো এটা ফেসবুকেরই একটা অংশ যা অনেকেই জানেন না।

• আমরা অনেক সময় ইচ্ছায় অথবা ভুল করে অনেক ছবি, মেসেজ বা অন্য কিছু ডিলিট করে ফেলি। যেহেতু ফেসবুকে কোন Undo অপশন নেই তাই ডিলিট হয়ে গেলে তা আমরা সারা জীবনের জন্যই হারিয়ে ফেলি।

• একটু ওয়েট, একটা গোপন কথা বলি “আপনার কোন কিছুই হারায়নি” কারন আপনি যখন কোন কিছু ফেসবুকে থেকে ডিলিট করেন তখন সেটি ফেসবুকের Archive এ জমা থাকে 😍😍

• খুব সহজেই সেখান থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারেন 😍

যেভাবে ফিরিয়ে আনবেনঃ

• প্রথমেই আপনাকে যেতে হবে ফেসবুকের Settings থেকে General অপশনে।

• General Settings ওপেন হওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন 'Download a copy of your Facebook data' - এটিতে ক্লিক করুন।

• Download Your Information নামে একটা পেজ আসবে।

''সেখানে আপনি দেখতে পাবেন 'Start My Archive' ক্লিক করলে ফেসবুক সিকুরিটির জন্য আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড জানতে চাইবে''

• ভাবে আইডি পাসওয়ার্ড দিন •

• আইডির পাসওয়ার্ড দেওয়ার পর Submit এ ক্লিক করুন।

• পরবর্তিতে একটি Download Link দেখতে পারবেন। কিছু সময় পরে (অনেক সময় ২৪ ঘন্টা সময় লাগতে পারে)

• আপনার সকল ডাটা আপনার ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে, যে ইমেইলটি আপনি ফেসবুক একটাউন্ট করতে ব্যবহার করেছিলেন।

• আপনার Email চেক করুন। দেখবেন ফেসবুক থেকে একটি ইমেইল আসবে সেখানে ডাউনলোড লিংক দেওয়া থাকবে।

• লিংকে ক্লিক করে 'Download Archive' থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন।

• এখানে ডাউনলোড করার সময় পাসওয়ার্ড চাইবে •

• ফাইলটি ডাউনলোড করার পরে একটা Zip ফইল পাবেন, ফাইলটি মাউসের রাইট বাটন ক্লিক করে Extrace All করুন। (যারা মোবাইল দিয়ে করবেন, তারা ZArchive এপ্স দিয়ে, Extract করুন)

• আনজিপ করার পর আপনার মেসেজ, ভিডিও, ছবি, পোক, ফ্রেন্ডলিষ্ট ইত্যাদি দেখতে পারবেন।

••• উক্ত প্রক্রিয়াটি শুধুমাত্র পিসি ইউজার দের জন্য, তবে যারা মোবাইল দিয়ে করতে চান, তারা Puffin Browser ইউজ করে, [ Show desktop View ] প্রক্রিয়াটি একইভাবে সম্পন্ন করতে পারেন •••

Level 0

আমি সাগর নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ হল না