স্ক্রীন ভিডিও রেকর্ড করতে সমস্যা, গেম অথবা ডেক্সটপ এর স্ক্রীন লাইভে শেয়ার করতে চান। এই দিকে আসেন All In one Solution

টিউনের প্রথমে বলে রাখি আপনারা যদি Nvidia Graphics Card ব্যবহার না করে থাকেন তাহলে এই টিউন আপনার জন্য না। কারন Nvidia Graphics Card ছাড়া আপনি এই সফটওয়্যার ব্যবহার করতে পারবেন না।

আগে বলে রাখি আমার বাংলা টাইপিং ভাল নয়। তাই কোন প্রকার ভুল হলে ক্ষমা করে দিবেন।

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।

আজকে আমি এনভিডিয়ার Shadowplay নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমারা অনেকে আছি এনভিডিয়া গ্রাফিক্স কার্ড ব্যবহার করি কিন্তু Nvidia Shadowplay কি তা সম্পর্কে জানি না? Nvidia Shadowplay হচ্ছে উইন্ডোজ পিসির স্ক্রীন রেকডিং ইউটিলিটি টুলস।
আমি এই পর্যন্ত অনেক রকম স্ক্রীন ভিডিও রেকডিং সফটওয়্যার ব্যবহার করেছি কিন্তু এনভিডিয়া Shadowplay এর মতো ইজি এবং খুব সহজে ব্যবহার উপযুগি এতো ভালো সফটওয়্যার আর পাই নাই। শুধু স্ক্রীন ভিডিও রেকর্ড না আরো অনেক কিছু আছে টিউন এর শেষ পর্যন্ত পড়লে জানতে পারবেন।

NVIDIA SHADOWPLAY™ Download Link: Link Here

Bangla Video Tutorial Link: লিংক এর জন্য এই খানে ক্লিক করেন

আমার আগে কেউ টেকটিউনসে Nvidia Shadowplay নিয়ে কোন টিউন করেছি কিনা আমি জানি না। ভুল হলে ক্ষমা করবেন।
তো চলুন কাজের কথায় আসি।

আমি একটা ভিডিও টিউটিরিয়াল এর মাধ্যমে পুর বিষয় টা তুলে দরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের উপকারে আসবে।

YouTube Video Link: এই লিখার উপর ক্লিক করলে ভিডিও ওপেন হবে নতুন একটি ট্যাব এ

  • সিস্টেমের জন্য আবশ্যক কিছু জিনিশ আছে যেটাকে আমরা System Requirements বলে থাকি।

    নিচের এতো সব সুবিদা আপনি Nvidia GTX 650 সিরিজ থেকে উপরের সব Nvidia সিরিজ এর গ্রাফিক্স কার্ড থেকে পাবেন।
    1. Desktop: GeForce GTX 650 or higher graphics card
    2. Notebook: Non-Optimus Notebook with GeForce GTX 660M or higher graphics (Optimus support coming later)
    3. GPU driver: 355.60 or higher
    4. CPU: Intel i3-2100 3.1GHz
    5. System Memory: 4 GB or higher
    6. OS: Windows 7, 8, or 10

Nvidia Shadowplay দিয়ে আপনি কি কি করতে পারবেন?

১. আপনার সবচেয়ে মজার গেমিং মুহূর্ত ক্যাপচার করতে পারবেন।


. আপনি 1080p 60FPS ভিডিও রেকর্ড করতে পারবেন উপ টু 4K .


. সবচেয়ে মজার বেপার হচ্ছে আপনি হয়তো চিন্তা করছেন আপনি গেম খেলার সময় রেকর্ড করলে আপনার পিসির কর্মক্ষমতা (Performance) হ্রাস পাবে। কিন্তু সর্বোচ্চ ৫% পিসির কর্মক্ষমতা হ্রাস করবে। যে খানে অন্য সফটওয়্যার ১০% এর উপরে নিয়ে থাকে। আমি কখনও ধেখি নাই ১% এর উপরে যেতে।

. কীবোর্ড এর শর্টকাট কী ব্যবহার করে ১ সেকেন্ডে স্ক্রীনসর্ট নিতে পারবেন।   কীবোর্ড থেকে ALT + F1 চাপলে স্ক্রীনসর্ট নিয়ে নিবে।  এবং ALT + F9 চেপে স্ক্রীন ভিডিও রেকর্ড স্টার্ট এবং সেভ করতে পারবেন।


. আপনি YouTube, facebook & Twich এ সরাসরি গেম অথাবা আপনার পিসির স্ক্রীন শেয়ার করতে পারবেন।

৬. ইনস্ট্যান্ট রিপ্লে এবং রেকর্ড।
. আপনি পূর্বের রেকর্ড করা ভিডিও লাইভ YouTube, facebook & Twitch TV তে শেয়ার করতে পারবেন।
. আপনি স্ক্রীন রেকর্ড এর মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল বানাবেন, খুব সহজে রেকর্ড করতে পারবেন এবং সেভ হবে .mp4 ফরম্যাটে।

৯. আপনি গেম রেকর্ড এর সাথে সাথে আপনার ওয়েবক্যাম এবং মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন। ওয়েবক্যাম এর ভিডিও আপনি স্ক্রীন এর যে কোন দিকে রাখতে পারবেন।
১০. মাইক্রোফোন এর ভলিউম বুস্ট করতে পারবেন।
১১. আপনি যখন Nvidia Shadowplay থেকে লাইভে YouTube, facebook &  Twich এ ভিডিও শেয়ার করবেন, তখন কতো জন আপনার সাথে লাইভে আছে স্ক্রীন এর নিচে ধেখাবে, এবং কে কি টিউমেন্ট করচে তাও দেখাবে।

আজকে এই পর্যন্ত পরবর্তী কোন টিউনে আবার ও নতুন কিছু নিয়ে আসবো।
টিউন টি কেমন লাগলো জানাবেন।
কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন অথবা ইমেইল করতে পারেনঃ

আমার একটি YouTube চ্যানেল আছে ধেখে আসতে পারেন ঃ My YouTube Channel Link Here

My facebook link: facebook id link here

Email: [email protected]

Level 0

আমি আবীর এ হাপযু। Sub-Assistant Engineer, Civil Engineer, Uttara Model Town। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 31 টিউনারকে ফলো করি।

I am in a journey of perpetual learning. I learn all the time and progress everyday. But I believe that the learning process can be much more efficient than it is now. I am visual learner and visual learning is way faster than reading. So I make slides about the...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস