টাকা ইনভেস্ট না করে আপনার অডিও কোয়ালিটি বৃদ্ধি করুন

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে আপনার একজিস্টিং অডিও গিয়ার ব্যবহার করে খুব ভাল মানের অডিও রেকর্ড করতে পারবেন।

আপনি ভিজুয়াল লারনার হলে এখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন অথবা নিচের লেখনী পড়ে নিতে পারেন,

অডিও আমাদের ভিডিওতে অতান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সাধারণত কোন ছবি তুলে ঘন্টার পর ঘণ্টা ক্ষেপণ করি কোন ছবি এডিট করতে কিংবা কোন ভিডিও করলে অনেকটা সময় পাড় করি সেটি কালার গ্রেড করতে। বেসির ভাগ সময়ই আমরা অডিওটিকে আন্ডারস্টিমেট করি। আবার দেখা যায় অনেক সময় আমরা ভাবি খুব দামী মাক্রোফোন না হলে বুঝি ভাল অডিও রেকর্ড করা যাবে না।

অডিও গিয়ারের কিছুটা ভূমিকাতো অবশ্যই আছে, তবে আমাদের কাছে থাকা যেকোন মাক্রোফোন থেকে আমরা ডিসেন্ট কোয়ালিটির অডিও পেতে পারি সিম্পেল কিছু টিপস ফলো করে।

১) প্রথম টিপস হল, আমাদের সব সময় চেস্টা করতে হবে খুব শান্ত পরিবেশে বসে সাউন্ডটি রেকর্ড করার কেননা এতে করে আমরা অডিও থেকে ইনস্টান্টলি কিছু এম্বিয়েন্ট নয়েজ থেকে মুক্তি পাব। শান্ত পরিবেশ বলতে সেটি হতে পারে কোন বদ্ধ রুমে, সাউন্ডপ্রুফ কোন রুমে কিংবা রাতের বেলায়। রাত ১০-১১টার পরে সাধারণত বাইরের পরিবেশ অনেক শান্ত থেকে এবং এতে করে রেকর্ডেড অডিও অনেকটা নয়েজমুক্ত পাওয়া যায়।

২) আমরা যে ধরনের মাইক্রোফোনই ব্যবহার করিনা কেন(সেটি হতে পারে হেডফোনের মাইক, লাপেল মাইক কিংবা মোবাইল ফোন) সেটিকে আমাদের মুখের খুব কাছে রাখার চেস্টা করতে হবে। এতে করে আমাদের ভয়েজ মাইকটি বেশি পিক করবে। তবে মাইক্রোফোনটিকে এমন ভাবে রাখতে হবে যেন কথা বলার সময় মুখের বাতাস মাইকে না হিট করে এতে করে অডিওতে পাফ সাউন্ডের আধিক্য বেড়ে যাবে।

৩) সর্ব শেষ যে টিপ সেটি হল আমাদের অবশ্যই অডিও টিউন প্রসেসিংএ কিছুটা সময় দেয়া উচিৎ। টিউন প্রসেসিং এর স্টেপগুলো জানতে আপনি আমার ভিডিওটি দেখতে পারেন।

আজকের তাহলে এপর্যন্ত, আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। এ ধরনের টিওটরিয়াল আরো পেতে সবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলে। সবাই ভাল থাকবেন...

ফেসবুকে আমি ও

ইউটিউবে আমি

Level 2

আমি জেমস্ প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস