Facebook Postpaid বিজ্ঞাপনের জন্য Master Card এখন আপনার হাতের মুঠোয় !

আসসালামুয়ালইকুম,

আশা করি সবাই ভাল আছেন। আমি কয়েক দিন আগে একটি Master Card নিয়ে টিউন করেছিলা এবং মোটামুটি ভাল সাড়া পেয়েছিলাম। এদের মধ্যে অনেক ফেসবুক বিজ্ঞাপন দাতারা আমাকে অনেক গুলো প্রশ্ন করেছে এবং তাদের মধ্যে যে কমন প্রশ্নটি ছিল তা হলো "কিভাবে আবারো Facebook Postpaid বিজ্ঞাপন দেওয়া যায়?" তো আজকের আলোচলার বিষয় সেটি এবং আশা করি ভালই লাগবে, তো চলুন শুরু করি।

গত নভেম্বর মাসে ফেসবুক বিজ্ঞাপন স্প্যামিং এর জন্যে বিজ্ঞাপন ম্যানাজার প্রিপেইড সিস্টেমে নিয়ে গেছে। কিন্তু এটা সকলের জন্য নয়। জানি জেনে খুশি হয়েছেন।

তাহলে এটা কাদের জন্যে চালু আছে? বা তাহলে কাদের জন্যে এই টিউন পেইড বিজ্ঞাপন সিস্টেম চালু আছে?

যারা ভার্চুয়াল কার্ড যেমনঃ নেটেলার, ইন্ট্রোপেয়, অকে পে, পেয়ার ইত্যাদি ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে থাকেন তাদের জন্য প্রিপেইড বিজ্ঞাপন ম্যানাজার চালু করা হয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে তাহলে Payoneer, Payza, Skrill এদের Physical কার্ড গুলতেও কেনো প্রিপেইড বিজ্ঞাপন ম্যানাজার করা হয়েছে? আসলে উত্তর হলো- যে সকল পেমেন্ট গেটওয়ে দিয়ে বা যে সকল কমন Master Card Number গুলো দিয়ে ফেসবুক বিজ্ঞাপন ম্যানাজারে স্প্যাম করা হয়েছে সেই সব পেমেন্ট গেটওয়ে গুলোকে ফেসবুক   প্রিপেইড বিজ্ঞাপনের আওয়তায় নিয়ে গেছে। এখন যারা সরাসরি ব্যাংকের Master Card ব্যবহার করেন তাদের জন্য Postpaid সেবা চালু রেখেছে ফেসবুক। এদের মধ্যে EBL Master Card উল্লেখ যগ্য।

কেমন করে পেতে পারেন এই Postpaid Master Card ?

আপনার যদি Passport থাকে তাহলে আপনি সহজে EBL Master Card পেতে পারেন অথবা অন্য যে কোনো বাংলাদেশী ব্যাংকে যোগাযোগ করতে পারেন কিন্তু এখানে একটু ঝামেলা আছে সেটা হলো যে সবার তো আর Passport থাকে না আর সহজে তো করাও যায় না এই Passport. এর পর কার্ড কনো কারনে ফ্লাগ করলে আবার হাঁটা দিতে হবে ব্যাংকে এনং কার্ড রিপ্লেস ফি প্রদান করে নতুন কার্ড নিয়ে আসতে হবে। সর্বপরি উপরের সব কিছু ভাল লাগলে আপনি করে নিতে পারেন আপনার ব্যাংকের  Master Card  এবং শুরু করতে পারেন Facebook Postpaid বিজ্ঞাপন।

অন্যথায় যদি ব্যাংক থেকে কার্ড নেওয়া টা আপনার ঝামেলা মনে হয় তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে আর কোনো কাগজ পত্রের ঝামেলা ছাড়াই নিয়ে নিতে পারেন আপনার Facebook Postpaid বিজ্ঞাপন সমর্থন করে এমন Master Card.

বিস্তারিতো জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিম্নক্ত ঠিকানায়।

ফেসবুকঃ https://www.facebook.com/mCardBD/

ওয়েবসাইটঃ http://www.mcardbd.com/

 

Level 0

আমি মোঃ মাহামুদুল হাসান রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস