উইন্ডোজ ৭ এর বিভিন্ন ভার্সনের মধ্যে পার্থক্য(হোম, প্রফেশনাল, আল্টিমেট, স্টার্টার)

আস্ সালামু ওয়ালাইকুম,

কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। tech4bd.com এ স্বাগতম। আজ নিয়ে এলাম উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৭ এর বিভিন্ন ভার্সনের মধ্যে তুলনামুলক আলোচনা নিয়ে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, উইন্ডোজ ৭ এর এই যে বিভিন্ন ভার্সন এটা তৈরি করার উদ্দেশ্য কি এবং এদের নামকরন ভিন্ন ভিন্ন কেন? সুবিধা অসুবিধা নিয়ে। আজ সেটাই আলোচনা করব। তো চলুন শুরু করা যাক........

বহুল ব্যবহৃত উইন্ডোজ নিয়েই আলোচনা করব আজকে। আসলে একেকটা ভার্সন একেক ধরনের ফিচার, হার্ডওয়্যার, মেমরি, সিপিইউ কোর সাপোর্ট করে। সেই অনুযায়ী এদের নাম গুলোও ভিন্ন ভিন্ন রাখা হয়েছে। আসলে আমরা তো সিডি কিনে উইন্ডোজ দেয়া পাবলিক। তাই এটা বুঝি না। আসলে এই ফিচার বা অন্যান্য কম্পোনেন্ট এর উপর উইন্ডোজের দাম নির্ভর করে। তাই এই বিভিন্ন ভার্সন তৈরি করা হয়েছে। যে কিনবে সে তার চাহিদা কি, সেই অনুযায়ী দাম দিবে। কারন ফিচার যত বেশি থাকবে দাম তত বেশি হবে। উইন্ডোজ ৭ এর ৬টি ভিন্ন ভিন্ন ভার্সন আছে, এখানে আমরা বহুল প্রচলিত ভার্সন নিয়ে কথা বলব। অন্য গুলো বলব না কারন এগুলোর প্রতি ইউজারদের আগ্রহ কম। যেমন উইন্ডোজ স্টার্টার বেশিরভাগ নেটবুক গুলোতে পাওয়া যায়। এন্টারপ্রাইজ ভার্সন ভলিউম লাইসেন্স ধরে কোম্পানি বা ইনস্টিটিউট এর কাছে বিক্রয় করা হয়। আমি প্রতিটি সংস্করণের কি নেই বা কি যোগ করা আছে তার একটি সম্পূর্ণ তালিকা দিতে চেষ্টা করব। আসুন শুরু করা যাক উইন্ডোজ হোম প্রিমিয়াম দিয়েই………

হোম প্রিমিয়াম সংস্করণ  সবাইকে আমার পার্সোনাল সাইট tech4bd.com এ ভিজিট করার অনুরোধ করলাম

১. সর্বোচ্চ মেমোরি বা র‍্যাম ১৬জিবি(৬৪বিট) পর্যন্ত সাপোর্ট করে হোম প্রিমিয়াম। ৩২বিট এর জন্য ৪জিবি পর্যন্ত সাপোর্ট করে।
২. হোম প্রিমিয়াম শুধুমাত্র ১টি সিপিইউ সাপোর্ট করতে পারে।
৩. হোম প্রিমিয়ামে লোকাল ব্যাকআপ ব্যাতিত নেটওয়ার্ক থেকে ব্যাকআপ নেয়া যায় না।
৪. হোম প্রিমিয়াম শুধুমাত্র রিমোট ডেস্কটপ এর ক্লায়েন্ট হতে পারবে(অন্য মেশিন থেকে সংযুক্ত হতে পারবে)।
৫. ডায়নামিক ডিস্ক, এনক্রিপশন, গ্রুপ পলিসি, মাল্টি ডিস্প্লে, ভিডিআই ইত্যাদি সাপোর্ট করে না।
প্রফেশনাল সংস্করণ           সবাইকে আমার পার্সোনাল সাইট tech4bd.com এ ভিজিট করার অনুরোধ করলাম
১. সর্বোচ্চ মেমোরি বা র‍্যাম ১৯২জিবি(৬৪বিট) পর্যন্ত সাপোর্ট করে প্রফেশনাল সংস্করণ। ৩২বিট এর জন্য ৪জিবি পর্যন্ত সাপোর্ট করে।
২. প্রফেশনাল সংস্করণ এ লোকাল ব্যাকআপ সহ নেটওয়ার্ক থেকে ব্যাকআপ নেয়া যায়।
৩. প্রফেশনাল সংস্করণ ২টি সিপিইউ সাপোর্ট করতে পারে।
৪. প্রফেশনাল সংস্করণ এ রিমোট ডেস্কটপ এর ক্লায়েন্ট এবং হোস্ট হতে পারবে। অর্থাৎ রিমোটের সকল সুবিধাই পাওয়া যাবে।
৫. ডায়নামিক ডিস্ক, RAID পার্টিশন সাপোর্ট করে। এতে করে একের অধিক হার্ডডিস্ক সাপোর্ট করে।
৬. ফাইল সিস্টেমকে এনক্রিপ্টেড করে রাখা যাবে।
৭. প্রেজেন্টেশন এর সকল ফিচার পাওয়া যাবে।
৮. গ্রুপ পলিসি সাপোর্ট করে।
৯. অফলাইন ফাইল এবং ফোল্ডার রিডিরেকশন করতে পারবে।
১০. ডোমেইনে অ্যাড হতে পারবে যেটা হোম প্রিমিয়ামে নেই।
১১. পুরোনো প্রোগ্রামগুলির সাথে সামঞ্জস্যের জন্য এটাকে উইন্ডোজ এক্সপি(SP3) তে রুপান্তরিত করা যাবে। এই সুবিধাও আছে।
১২. সফটওয়্যার রেসট্রিক্টেড করে রাখা যাবে।
আল্টিমেট সংস্করণ                    সবাইকে আমার পার্সোনাল সাইট tech4bd.com এ ভিজিট করার অনুরোধ করলাম
১. সর্বোচ্চ মেমোরি বা র‍্যাম ১৯২জিবি(৬৪বিট) পর্যন্ত সাপোর্ট করে আল্টিমেট সংস্করণ। ৩২বিট এর জন্য ৪জিবি পর্যন্ত সাপোর্ট করে।
২. আল্টিমেট সংস্করণ ২টি সিপিইউ সাপোর্ট করতে পারে।
৩. আল্টিমেট সংস্করণ এ লোকাল ব্যাকআপ সহ নেটওয়ার্ক থেকে ব্যাকআপ নেয়া যায়।
৪. আল্টিমেট সংস্করণ এ রিমোট ডেস্কটপ এর ক্লায়েন্ট এবং হোস্ট হতে পারবে। অর্থাৎ রিমোটের সকল সুবিধাই পাওয়া যাবে।
৫. ডায়নামিক ডিস্ক, RAID পার্টিশন সাপোর্ট করে। এতে করে একের অধিক হার্ডডিস্ক সাপোর্ট করে।
৬. ফাইল সিস্টেমকে এনক্রিপ্টেড করে রাখা যাবে।
৭. প্রেজেন্টেশন এর সকল ফিচার পাওয়া যাবে।
৮. গ্রুপ পলিসি সাপোর্ট করে।
৯. অফলাইন ফাইল এবং ফোল্ডার রিডিরেকশন করতে পারবে।
১০. ডোমেইনে অ্যাড হতে পারবে।
১১. সফটওয়্যার রেসট্রিক্টেড করে রাখা যাবে।
১২. মাল্টি ডিসপ্লে, বিটলকার ড্রাইভ এনক্রিপশন, ইউনিক্স বেজড অ্যাপ, মাল্টি লিঙ্গুয়াল ইউজার ইন্টারফেস, VDI ইত্যাদি এগুলো আল্টিমেট সাপোর্ট করে কিন্তু প্রফেশনাল সাপোর্ট করে না।

স্টার্টার সংস্করণ                          সবাইকে আমার পার্সোনাল সাইট tech4bd.com এ ভিজিট করার অনুরোধ করলাম
১. সর্বোচ্চ মেমোরি বা র‍্যাম ২জিবি(৩২বিট) পর্যন্ত সাপোর্ট করে আল্টিমেট সংস্করণ। ৬৪বিট এর জন্য কোন সংস্করণ নেই।
২. স্টার্টার সংস্করণ ১টি সিপিইউ সাপোর্ট করতে পারে।
এছাড়া উপরে উল্লেখিত বাকি ফিচার গুলো সাপোর্ট করে না স্টার্টার সংস্করণ।
আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেয

সবাইকে আমার পার্সোনাল সাইট tech4bd.com এ ভিজিট করার অনুরোধ করলাম

বি. দ্র. অনুগ্রহ করে টিউমেন্ট করুন এবং আপনাদের মতামত জানান। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন fb.com/techfunbd. আপনাদের মতামত আমাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের ভালো লেগেছে কিনা জানাবেন………

Level 0

আমি মোঃখালেদ মোশাররফ মিথুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I like to share tech things with people. I don't know anything so i am student here. Also whatever i know ,want to share with you guys. Best of luck.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই জানালা ১০ নিয়ে লিখেন।