৬ ধরনের আন্ডারগ্রাউন্ড সার্চ ইঞ্জিন যেগুলো জীবনে আগে কখনো চোখে দেখেননি

টিউন বিভাগ টিপস এন্ড ট্রিকস
প্রকাশিত
জোসস করেছেন

সার্চ ইঞ্জিন নামটা শুণতেই আমাদের চোখের সামনে প্রথমেই ভেসে উঠে গুগলের হোম পেজটি! কারণ বিশ্বে সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই গুগল সার্চ ইঞ্জিনটি। এছাড়াও মাইক্রোসফটের Bing এবং অন্যদিকে Yahoo সার্চ ইঞ্জিনও এখনো বেঁচে আছে প্রতিযোগীতায়। তবে এই সব সার্চ ইঞ্জিনের একটি কমন দিক হলো এরা সবাই আপনাকে প্রায় একই ধরনের সার্চ রেজাল্ট এনে দিবে। তবে আপনি যদি নির্দিস্ট কোনো বিষয়ে সার্চ দিতে চান বা গবেষণার কাছে সার্চ দিতে চান তাহলে আপনার এই গুগল ইয়াহু বিং এর সার্চ রেজাল্ট দিয়ে কাজ হবে না।

আপনার চাই আরো এডভান্স এবং আরো আন্ডারগ্রাউন্ডের সার্চ ইঞ্জিন!

এ সকল আন্ডারগ্রাউন্ড সার্চ ইঞ্জিন হয়তো তেমন জনপ্রিয় নয় কারণ এগুলো ব্যবহারও করে কম সংখ্যক মানুষ। কারণ এই সকল আন্ডারগ্রাউন্ডের সার্চ ইঞ্জিনগুলো নিজেরা এক একটি বিশেষ নির্দিস্ট বিষয়ের জন্য তৈরি করা হয়েছে আর তারা সাধারণ সার্চ ইঞ্জিনের থেকে এই সকল ক্ষেত্রে আপনাকে আরো বেশি তথ্যবহুল রেজাল্ট এনে দিতে সক্ষম!

আন্ডারগ্রাউন্ড সার্চ ইঞ্জিন বলতে আবার ডার্ক ওয়েবকে বুঝে ভুল করবেন না যেন। আমি এখানে ডার্ক ওয়েবের কথা বলছি না। অথবা পর্ণগ্রাফি কিংবা বেআইনি কাজের জন্যেও এই সার্চ ইঞ্জিনগুলো ব্যবহৃত হয় না কিন্তু তারপরেও এগুলো পাবলিক্যালি উন্মুক্ত নয় এবং এরা কখনোই তাদের সাইটের বিজ্ঞাপণ প্রচার করেনি। কিন্তু কেন তাদেরকে আন্ডারগ্রাউন্ড সার্চ ইঞ্জিন বলা হয়?

প্রথমত, এই সকল সার্চ ইঞ্জিন তাদের নির্দিষ্ট বিষয়ের চরম কাজের জিনিস হলেও এরা সাধারণ ইন্টারনেট ইউজারদের কাছ থেকে শুরু থেকেই নিজেদেরকে গোপনীয় ভাবে রেখেছে। এবং আমি আগেই বলেছি এরা তাদের সাইটের কখনোই কোনো প্রকার বিজ্ঞাপণ প্রচার করেনি।

দ্বিতীয়ত, এই সকল সার্চ ইঞ্জিনগুলো নির্দিষ্ট বিষয়ের উপর ভিক্তি করে বানানো হয়েছে এবং এগুলো বিশেষ কিছু ইন্টারনেট ব্যবহারকারীরাই ব্যবহার করে থাকে, তাই বলা চলে এদের ব্যবহারকারীও সীমিত। তো আজ টেকটিউনসে আমি এরকম ৬ প্রকারের আন্ডারগ্রাউন্ড সার্চ ইঞ্জিন আপনাদের সামনে তুলে ধরার চেস্টা করবো। তো ভূমিকায় আর কথা না বাড়িয়ে চলুন মূল টিউনে চলে যাই:

১) বেস্ট টরেন্ট সার্চ ইঞ্জিন!

আপনি যদি আপনার যাবতীয় ডাউনলোডের ক্ষুদা টরেন্টের মাধ্যমে নিবারণ করে থাকেন তাহলে নিশ্চয় জেনে থাকবেন যে আপনার পছন্দের টরেন্ট খুঁজে পাওয়া কতটা কস্টসাধ্য একটি ব্যাপার। কিন্তু আপনি এই কস্টসাধ্য কাজ সহজেই করে নিতে পারবেন AIO Search দিয়ে!

AIO Search হচ্ছে মোস্ট ইম্প্রেসিভ টরেন্ট মেটা সার্চ ইঞ্জিন যেটা আপনাকে প্রায় ১৭০টির বেশি টরেন্ট সাইট থেকে সার্চ করে রেজাল্ট আপনার সামনে এনে হাজির করবে!

এই সার্চ ইঞ্জিনের প্লাগ ইনকৃত সাইটের সংখ্যা আসলেই ইম্প্রেসিভ এবং এদের সার্চ রেজাল্ট তার থেকেও অনেক বেশি ইম্প্রেসিভ! কোনো কিছু লিখে সার্চ দিলে সেটা আপনাকে একটি ডেডিকেটেড ট্যাবে নিয়ে যাবে এবং রেজাল্প আপনার সামনে উপস্থাপন করবে! এবং রেজাল্টগুলোর থেকে আপনি সরাসরি আপনার টরেন্ট ফাইলটি নামিয়ে নিতে পারবেন! আর শুধুমাত্র টরেন্ট নয়, ইমেইজ, ভিডিও, অডিও, ফাইলস যেকোনো কিছু্‌ই আপনি এই AIO Search দিয়ে সহজেই খুঁজে নিতে পারবেন!

২) ফ্রিবিস সার্চ ইঞ্জিন!

Prospector হচ্ছে একটি চরম আন্ডারগ্রাউন্ড সার্চ ইঞ্জিন যেখানে আপনি প্রায় ৩৩০০ ক্যাটাগরির ফ্রি Bargains & Deals সার্চ দিতে পারবেন। এই সার্চ ইঞ্জিনটি Czech Republic বেইসড একটি সার্চ ইঞ্জিন তবে সার্চ রেজার্ল্ট গুলো আপনি বিশ্বব্যাপীভাবে দেখতে পারবেন। ফ্রিবিস এর জন্য আপনি নিচের তিনটি বিকল্প সার্চ ইঞ্জিনগুলোকেও ট্রাই করে দেখতে পারেন:

৩) হাউস সেলের জন্য সার্চ ইঞ্জিন!

যারা হাউস কেনাবেচা করেন কিংবা Sales Foreclosures যাদের পেশা তারা তাদের কর্মক্ষেত্রের জন্য সাধারণ কোনে সার্চ ইঞ্জিনে গিয়ে তাদের রেজার্ল্ট ভালোভাবে পেতে পারবেন না। কিন্তু Foreclosure Free Search সাইটের মাধ্যমে আপনি এই কাজটি খুবই সহজে এবং ইফেক্টিভ ভাবে করতে পারবেন।

Foreclosure Free Search একটি আমেরিকান ভিক্তিক Foreclosure সার্চ ইঞ্জিন যেটি আমেরিকার বিভিন্ন শহরের প্রায় সব Foreclosure এর লিস্ট রয়েছে এবং এখানে আপনি বেস্ট রেজাল্ট পেতে পারেন। অনান্য পেইড সাইটের মতোই আপনি এখানে রেজালেট প্রাইস, এড্রেস এবং বিভিন্ন ডিটেইলস তথ্য পেয়ে যাবেন।

এছাড়াও এই বিষয়ের জন্য আরেকটি সার্চ ইঞ্জিন রয়েছে যার নাম Trulia । ট্রুলিয়ার সাহায্যেও আপনি রিয়েল স্টেট এর যাবতীয় তথ্য সার্চ রেজাল্টে পেয়ে যাবেন। এবং এটিও একটি ফ্রি সার্চ ইঞ্জিন যেখানে আপনি বাসাগুলোর দাম, এড্রেস, বাসাগুলোর স্কোয়ার ফিটের রেকর্ড ইত্যাদি সব কিছুই দেখতে পারবেন! এছাড়াও বাসাগুলোর আপনি রিসেন্ট সেল প্রাইজও দেখতে পাবেন যেটি চরম কাজের জিনিস।

৪) পাবলিক রেকর্ড সার্চ ইঞ্জিন:

পাবলিক রেকর্ড হচ্ছে এমন একটি সেন্সিটিভ জিনিস যেটার সার্চ ইঞ্জিনও রয়েছে এটা খুবই একটি আশ্চর্যমূলক ব্যাপার! সাধারণত পাবলিক রেকর্ড সার্চ ইঞ্জিনগুলো কোনো নির্দিষ্ট কোম্পানির হয়ে থাকে যেখানে উক্ত কোম্পানিরই সার্চ রেজাল্ট আপনাকে দেখাবে এবং এটা একটি বিরক্তিকর ব্যাপার।

কিন্তু পাবলিক রেকর্ড সেন্টার সার্চ ইঞ্জিনটি এমন নয়! এটি সার্চ ইঞ্জিনের চেয়ে একটি আন্ডারগ্রাউন্ড পোর্টাল বলা শ্রেয় কারণ এখানে এসে আপনি বিভিন্ন প্রকারে পাবলিক রেকর্ড মূলক বিষয়ের সার্চ দিলে ভালোই রেজাল্ট পাবেন।

৫) বৈধ সার্চ ইঞ্জিন!

কখনো এমন সার্চ ইঞ্জিনের কথা শুনেছেন যেটা আপনাকে নেট থেকে Legal Information ঘেঁটে এনে দিবে? আমিও শুনিনি এমন কোনো সার্চ ইঞ্জিনের কথা তবে আজ আমি Legal Information Institute নামের একটি সার্চ ইঞ্জিনের কথা বলবো যেটা আপনাকে এই নেটের সাহায্যে বৈধ্য তথ্য খুঁজে এনে দিবে। মানে হলো Law সম্পর্কিত যাবতীয় সার্চ আপনি এই সাইটের মাধ্যমে করে নিতে পারেন।

৬) প্যারানরমাল সার্চ ইঞ্জিন!

হাহাহা! আপনি যদি আসলেই আন্ডারগ্রাউন্ডের সার্চ ইঞ্জিনের স্বাদ নিতে চান তাহলে এই UFO Seek সার্চ ইঞ্জিনটি পরখ করে দেখতে পারেন। এর থেকে ভালো আর কোনো আন্ডারগ্রাউন্ড প্যারানরমাল সার্চ ইঞ্জিন আপনি খুঁজে পাবেন না! তবে নাম দেখে বোকা ভাববেন না এরা শুধুমাত্র UFO বা Aliens নিয়েই গবেষণা করে না বরং পুরো প্যারানরমাল বিশ্ব নিয়ে এরা গবেষণা করে থাকে।

তো কেমন লাগলো আজকের ব্যতিক্রমধর্মী এই কটি সার্চ ইঞ্জিন? আপনার মতামত নিচের টিউমেন্ট বক্সে জানাতে পারেন। আর হ্যাঁ আমার আসল নামটি ভালো নাকি গেমওয়ালা নামেই আমাকে স্যূাট করে সেটাও আপনি টিউমেন্টে জানাতে পারেন! তো আজ এ পর্যন্তই! আগামীতে অন্য কোনো টপিক নিয়ে আমি চলে আসবো আপনাদেরই প্রিয় বাংলা টেকনোলজি ব্লগ টেকটিউনসে!

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস