ব্লগ সাইট তৈরি করতে চাচ্ছেন- জেনে নিন কিছু টিপস

আপনি কি সুন্দর একটি ব্লগ তৈরি করতে চাচ্ছেন তাহলে জেনে নিন কয়েকটি সহজ ধাপ কিভাবে একটি দৃষ্টিনন্দন ব্লগ তৈরি করতে হয়।

প্রথমেই বলে রাখি আপনাকে এমন ভাবে তৈরি করতে হবে যেন আপনার ব্লগ এর ভিজিটররা এটি দেখে আকর্ষিত হয় এবং তাদের মধ্যে ব্লগ পড়ার ইচ্ছা জাগে। কারন "আগে দর্শনধারী পরে গুনবিচারী"। দেখতে ভাল না হলে ভিজিটর/সাবস্ক্রাইবার আপনার ব্লগ এ এসে কিছু না পড়ে চলে যাবে। আর আপনার ব্লগটি যদি দৃস্টিনন্দন হয় তাহলে অনেকে আপনার সাইটের কথা তার পরিচিতজনের কাছে বলবে, যার ফলে আপনি পাবেন আরও ভিজিটর।

ভিজিটরদের সন্তুষ্ট করার জন্য তিনটি সহজ টিপস এর কথা বলছিঃ

১। আপনার ব্লগ এর কন্টেন্ট গুলো এমন ভাবে রাখবেন যাতে সব কিছু ভিজিটরদের চোখের সামনেই থাকে। মানে হল, ব্লগ এর নেভিগেশন সিস্টেম যেমন, মেনু বাটন, লিঙ্ক , হোম পেইজ এর বাটন যাতে সুবিধাজনক স্থানে থাকে।

২। ভাল কিছু এবং সম-সাময়িক ব্যপার নিয়ে লিখুন এবং এগুলোকে শেয়ার এর অপশন রাখুন , এর ফলে আপনার সাইটের ভিজিটররা এগুলো শেয়ার করবে ও এখান থেকে আপনি আরো ভিজিটর পেয়ে যাবেন।

৩। যতটা সম্ভব পারা যায় সহজ-সুন্দর-পরিস্কার রাখুন আপনার ব্লগকে। একপেইজে আপনার সব কন্টেন্ট না দেখিয়ে বিভিন্ন বিভাগে ভাগ করে ফেলুন। এর ফলে ভিজিটররা খুব সহজেই তাদের দরকারী বিভাগ থেকে তথ্য গুলো জেনে নিতে পারবে।

এবার তাহলে ডিজাইন নিয়ে কথা শুরু করা যাক।

১। আপনার সাইট এর এলাইনমেণ্ট সেন্টারে (মাঝখানে) রাখুন এবং যে বিষয় এর উপরে আপনার সাইটটি বানিয়েছেন সেগুলোকে টপ(সবার আগে) রাখুন।

২।  আপনার সাইটের কন্টেন্ট এর মুল্যায়ন করুন। এর জন্য আপনি ২০/৮০ নিয়ম(RULES) অনুসরন করতে পারেন। ব্যাপারটা বুঝিয়ে বলছি। আপনার সাইটের ২০ ভাগ অংশ রাখুন নেভিগেশন এর জন্য আর বাকি ৮০ ভাগ অংশ রাখুন কণ্টেন্ট উপস্থাপন এর জন্য। নেভিগেশন গুলোকে এমন স্থানে রাখুন যাতে ভিজিটর খুব সহজেই তার পছন্দমত বিভাগে যেতে পারে। উদাহরনঃ সাইটের হেডার(HEADER)  অংশ।

বাকি ৮০ ভাগ জায়গাতে আপনি আপনার সাইট এর বিষয়বস্তু তুলে ধরুন। মজার এবং তথ্যবহুল বিষয়গুলোকে আগে উপস্থাপন করুন। এর ৮০ ভাগ জায়গা আপনার ব্লগ এর জন্য খুবই গুরুত্বপুর্ন। তাই লিখার আগে ভেবে নিন কি নিয়ে লিখছেন।

৩। নেভিগেশন মেনুকে খুব বেশি বড় না করাই ভাল। যদি বড় হয়ে যায় তাহলে সাব মেনুতে ভাগ করে ফেলুন।

৪। আপনি যে বিষয় নিয়ে লিখছেন তার শব্দগুলোকের বোল্ড করে দিন। তাতে ভিজিটরদের বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে।

৫। ব্যাকগ্রাউন্ড সাদা আর ফন্টের রং কালো হলে ভাল হয়। লক্ষ্য রাখবেন, এমন রং যাতে ব্যবহার না হয় যেন ভিজিটররা আপনার লিখা পড়তে অস্বস্থিবোধ করে।

৬। আপনার বিষয় এর সাথে সামঞ্জস্য রেখে ছবি যোগ করুন। এতে ভিজিটর আপনার লিখা পড়ে মজা পাবে।

৭ । অপ্রয়োজনীয় কিছু না রাখাই ভাল। যেমনঃ সাইটের সব টপিক্স এর নিচে ডেট-টাইম উল্লেখ না করা, অসামঞ্জস্যপুর্ন ছবি।

৮।  ব্লগটি যদি আপনার ব্যাক্তিগত  হয়ে থাকে তাহলে সব টপিক্স এর নিচে নিজের সম্পর্কে না লিখাই শ্রেয়। একাধিক ব্লগার একই সাথে ব্লগিং করলে তখন নিজের লিখার নিচে ব্যক্তিগত তথ্য দিন।

৯। ব্লগে কমেণ্টস দেবার ব্যবস্থা রাখুন। আপনি কেমন লিখছেন, আপনার লিখা কারো উপকারে আসছে কিনা এসব জানাও তো জরুরী।

১০। কমেন্টস মডারেশন এর ব্যবস্থা রাখুন, না হলে স্পামারদের পাল্লায় পরতে পারেন।

১১। সাইটের হেডার এর দিকে লক্ষ্য রাখুন। অনেক বড় হেডার দিয়ে অযথাই সাইট এর স্পেস নষ্ট করবেন না।

১২। সাম্প্রতিক মন্তব্য, টুইটারের টুইট, ফেসবুক ফেন এসব যতটুক সম্ভব সংক্ষিপ্ত রাখুন।

১৩। সাইটে রং ব্যাপারে মার্জিত হোন। সাইটে বেশী বেশী কালারিং করতে গিয়ে হিতে বিপরীত হতে পারে। একটি কালার স্কিম এর কথা বলছিঃ

- ব্যাকগ্রাউন্ডঃসাদা

-মেনুঃ নীল

-লোগোঃ বাদামী

- টেক্সটঃ কালো

পরিশেষে বলব, সাইট/ব্লগ তৈরি করার আগে কি নিয়ে লিখতে চান তা ঠিক করুন, ভাল ভাল তথ্য দিন, সুন্দর পরিস্কার ব্লগ টেম্পলেট পছন্দ করুন। আর টিপস গুলো অবশ্যই মনে রাখবেন।

আজ তাহলে এতটুকুই । সবাই ভাল থাকবেন।

Level 0

আমি আসা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

good tune.kaje lagbe.apnake thanks sundor tune upohar deyar jonno.
please visit http://www.outsourcingbd.com

post এর ভিতরে কিভাবে এড বসাবো ? মনে করুন আমি একটি ফটো বসালাম পোস্টের যে কোন যায়গায়, সেটা অটো হয়ে যায়। শুধু সিলেক্ট করে দিলে হয়ে যায় কিন্তু এডসেন্স এড কি করে বসাবো ? সে টা পারছি না। আমি বাম সাইটে এড বসাই কিন্তু বামে থাকে আর পোস্টের ভিতরে না থেকে এটা ঠিক উপরে থাকে এবং ডান সাইট ফাকা থাকে। এটা দৃষ্টি নন্দন নয় ! যেমনঃ http://gsmsolutionforum.blogspot.com/2010/10/nokia-3110c-charging-ic-problemnot.html আমি hubpages এর এড দিতে চাই পোস্টের যেকোন খানে। পারলে সাহায্য করবেন। কি কোড ব্যবহার করলে এটা হবে জানালে খুশি হব।

    hubpages এর নয়। hubpages মতো।

    এডসেন্স একাউন্ট এ ঢুকে My Ads এ গিয়ে Create new Content এ ক্লিক করে এডস এর পছন্দমত কালার, সাইজ দিয়ে এডস বক্স বানালে যে কোড পাবেন সেটি পোস্ট এডিটরে গিয়ে HTML সিলেক্ট করে এর সুবিধাজনক স্থানে বসিয়ে দেখতে পারেন।আপনার দেয়া লিঙ্কটিতে দেয়া এডস একই নিয়মে বসানো হয়েছে।

    ধন্যবাদ নাঈম ভাই। http://i917.photobucket.com/albums/ad18/Rongdhonu/gsm.png এই ছবি টা দেখুন তাহলে বুঝবেন। কালো দাগ দেয়া অংশ ফাকা থাকে। আমি চাচ্ছি ফাকা অংশ টুকু টেক্স দিয়ে পুর্ন করতে কিন্তু পারছি না। যেই কোড ব্যবহার করি সেটা কালো অংশে দেয়া আছে। আসলে ওই কোড টি পরিবর্তন করলে সমস্যা ঠিক হয়ে যাবে কিন্তু কিভাবে করবে বা কি কোড ব্যবহার করব জানালে ভালো হয়।

    আপনার দেয়া ছবিটি লোড হচ্ছেনা।

আমার সাইট থেকে কোনো পোস্ট facebookএ শেয়ার করা যাচ্ছে না। spam ধরছে। এমনকি সাইটের লিঙ্কও শেয়ার করা যাচ্ছে না।
all-about-tech.co.cc

শেয়ার করার জন্য ধন্যবাদ! এটা কি আপনার অভিজ্ঞতার নির্যাস নাকি কপিপেস্ট?

banana tree from finger !!!

ধন্যবাদ

@ আসা,
আপনি তো প্রথমেই আসা ভংগ করলেন। আপনার আগমন কাম্য নয়। ভাইরে এইটা কি করলেন? এটা পোষ্টটি আমার ওয়েবসাইটে সাইটে প্রকাশ করা হয়েছে ১৫, জানুয়ারী ২০১১। একবার দেখে আসুনতো ঠিক আছে কিনা?

http://www.liton-online.com/category/blog-design/

আপনার মত কপিরাইটারদের জন্য আমাদের মত ব্লগাররা ঠিকমত কাজ করতে পারছেন না। আমরা যারা নিজেরা অনেক কষ্ট করে এসব লিখি তাদের সব কষ্টে আপনাদের মত কপিরাইটাররা পানি ঢেলে দেন। এখনতো আমার পোষ্টটাই মানুষ ভাববে আমি কপি করেছি !!! দয়া করে এধরনের কাজ করবেন না। আমাদের একটু শান্তিতে থাকতে দিন। সৃষ্টিশীল কিছু কাজ করেন দেখবেন নিজে তুষ্টি পাবেন।

ভালো থাকবেন।

    নকল লেখার চেয়ে আসল লেখাই আমার কাছে বেশি আকর্ষণীয় লেগেছে । 🙂

Level 0

Thank you for your tips. This is really helpful.

ধন্যবাদ সুন্দর টিপসের জন্য।

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।

সুন্দর টিউন।