উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাক ২ থেকে তৈরি করুন সার্ভিস প্যাক ৩ঃ ডিজিটাল জোন

আসসালামুআলাইকুম

জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি। উইন্ডোজ এক্সপির সর্বশেষ ভার্সন হল উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩। যাতে নতুন কিছু ফিচারযুক্ত করা হয়েছে। এটি সার্ভিস প্যাক ২ থেকে উন্নতর করা হয়েছে। বাজারের সার্ভিস প্যাক ৩ এর সিডি পাওয়া যায়। বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩। তবে আপনি চাইলে উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাক ২ এর সিডি থেকে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ এর সিডি তৈরি করতে পারেন। চান নাকি? কঠিন? এক বার চেষ্টা করে দেখুন না! তাহলে আপনি চেষ্টা করবেন। ধন্যবাদ। নিচের ধাপ অনুসরণ করুন।

উপকরণ

o    উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ এর প্যাকেজটি অথবা এখানে ক্লিক করুন

o    মাইক্রোসফটের ডট নেট ২.০

o    এনলাইট সফটওয়্যার

o    একটি খালি সিডি

o    উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ২ এর সিডি

o    WMP 11 Slipstreamed

o Hotfixes, Add-ons বা Update Packs পেতে নিচের লিংকে যানঃ

রায়ান ভিএম পোষ্ট সার্ভিস প্যাক ৩

উইন এড-অন্স

উইন্ডোজ আপডেট ম্যানেজার

হটপিক্স শেয়ার

এমএসএফএন

সফটওয়্যার প্যাচ

কার্যপ্রণালী

এবার চলুন কাজে নেমে পড়ি....

§   প্রথমে প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করে ইনস্টল করুন।

§   এবার উইন্ডোজ এক্সপির সার্ভিস প্যাক ২ এর সিডি কম্পিউটারে প্রবেশ করান

§   এবার একটি নতুন ফোল্ডার খুলুন।

§   সিডির সকল ফাইল কপি করে উক্ত ফোল্ডারে পেষ্ট করুন।

§   এনলাইট সফটওয়্যারটি চালু করুন।

§   Next করুন ও Browse বাটনে ক্লিক করে কপি করা ফোল্ডারটি দেখিয়ে দিন।

§   এবার Next , Next করুন।

§   এবারের উইন্ডো থেকে সবার উপরের Service Pack নির্বাচন করুন।

§   কোন সফটওয়্যার বা ডেটা যুক্ত করতে hotfixes, add-ons and update packs নির্বাচন করুন।

§   তাছাড়া আপনি চাই্লে Windows Media Player 11 যুক্ত করতে পারেন। তবে এর আগে WMP 11 Slipstreamed ইনষ্টল করে নিতে হবে।

§   এবার Bootable ISO বাটন নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন।

§   এবার Import বাটনে ক্লিক করে Windows XP Service Pack 3 Package টি যুক্ত করুন।

§   এবার Next করুন।

§   তাহলে Process এ যাবে, প্রসেস শেষ হলে সম্পূর্ণ হয়েছে এই রকম একটি বার্তা আসবে।

§   এবার Next করে Insert বাটনে ক্লিক করে Internet Explorer, Windows Media Player 11 বা অন্য কোন সফটওয়্যার যুক্ত করুন।

§   এরপর Next বাটনে ক্লিক করলে Do you want to start the process? আসবে।

§   Yes দিন, তাহলেই Process শুরু হবে।

§   প্রসেস শেষ হলে Next করলে Bootable ISO উইন্ডো আসবে।

§   এখান থেকে আপনি সরাসরি সিডিতে রাইট করতে পারবেন বা বুটেবল ইমেজ তৈরী করতে পারবেন পরবর্তিতে রাইট করার জন্য। বুটেবল ইমেজ তৈরী করতে Mode এ Create Image নির্বাচন করে Label লিখে Make ISO বাটনে ক্লিক করুন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন। আল্লাহ হাফেজ....

Level New

আমি দি ডিজিটাল জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 148 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

“যে পারে সে নিজে নিজে করে, আর যে পারে না সে শিখায়” “অভিজ্ঞতা তাই শিখায়, যা আমাদের শিখা উচিত”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে

Level 2

thaksssssssssssssssssssss

ভাই cd বানাইয়া কি লাভ? SP3 ডাউনলোড করে ইন্সটল করলেই করলেই তো হয়ে যায়!!

    বানাইয়া রাখলেই বা অসুবিধা কি। সুন্দর টিউন…

    সোহেল ভাই নিজে করার মজাই আলাদা তাই নয় কি?

    আমিও আপনাদর সাথে একমত। সবাইকে ধন্যবাদ…

সুন্দর টিউন আপনাকে ধন্যবাদ।

ভাল পোষ্ট।

এখনও ল্যাপটপে এক্সপি সেটাপ দিতে পারি নি বলে দুঃখে মরে যাচ্ছি। কম্পিউটারের কাছে আমি কোন দিন হারতে শিখি নি। সাটা মুড এক্সপি সার্ভিস প্যাক ৩ এর সিডি কিনে আনার পরও সাপোর্ট করছে না।

    আমিও আপনার মতো অবস্থা। আমিও যে যেভাবে পারি শিখছি। সেটআপে সমস্যা কোনখানে?