আপনার কম্পিউটার এর Speed বাড়ানোর ছোট কিন্তু খুবই কাজের একটা পদ্ধতি

সবাইকে ছালাম জানিয়ে শুরু করছি। এটা আমার প্রথম টিউন। এখনও ভালভাবে টিউন করা  শিখে উঠতে পারিনি তাই ভুল হলে ক্ষমা করবেন। ভবিষ্যতে আর নতুন কিছু দেয়ার চেষ্টা করবো।

আসুন শুরু করি।

১)প্রথমে Start menu > All Programs > Accessories > Notepad- Open করে mystring= (80000000) লিখে

ফাইলটি ram.vbe নামে Desktop এ সেভ করুন । (আন্য কোন নাম ব্যাবহার করবেন না)

২)এবার Start menu >Run এ regedit লিখে Enter চাপুন । এখন রেজিস্ট্রি এডিটর এর বাম পাশের HKEY_CURRENT_USER > Control PanelDesktop-এ Single ক্লিক করুন ।

৩)এবার ডান পাশে Desktopএর Registry গুলো দখেত পাবেন সেখান থেকে MenushowDelay খুজে বের করে নিন এবং ডাবল ক্লিক করুন ।

৪) এবার এর String Editor আসেব। এখানে ভেলু যাই দেয়া থাক না কেন আপনি “0” দিয়ে OK করুন ।

৫) এবার ফাইল মেনুতে গিয়ে Exit প্রেস করুন এবং কম্পিউটার রিস্টার্ট করুন।

৬) এবার কম্পিউটার চালু হলে Desktop এ থাকা ram.vbe ফাইলটি তে Double Click করুন এবং আপনার কম্পিউটার এর Speed এর পরিবর্তন লক্ষ করুন।এরপরে আপনার সুবিধার জন্য Desktop এ থাকা ram.vbe ফাইলটি cut করে Start menu > All Programs > startup এ Right ক্লিক করে Open করে (startup ফোল্ডারে) pest করুন।এবং সুবিধার জন্য Hidden করে দিতে পারেন ইচ্ছা করলে।না করলেও ক্ষতি নাই। এখন আপনার কম্পিউটার এর Speed এর পরিবর্তন লক্ষ করুন। আপনাদের ভাল লাগলে উৎসাহিত করতে ভুলবেন না আশা করি। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি gayan pipashu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুব সাধারন একজন মানুষ। সব সময় নতুন কিছু শিখতে চাই।আপনাদের সবার কাছে সহযগিতা চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ সুন্দর টিউন এর জন্যে।।।।।।।।

thanks tune টি ভাল হয়েসে । কিন্তু আপনার tune এ শুধু মাত্র স্টার্ট মেনু র speed বৃদ্ধি পেয়েসে । অন্য programe এ এর কোন change হয়নি

    ধন্যবাদ। আগামিতে Ram নিয়ে টিউন করার ইচ্ছা আছে তাতে কিছুটা উপকার পাবেন আশা করি।

realy is it working?

Level 0

MenushowDelay খুজে বের করে নিন এবং ডাবল ক্লিক করুন
এটাতো খুঁজে পাচ্ছিনা।

    HKEY_CURRENT_USER > Control Panel এর পরে Desktop-এ Single ক্লিক করুন এবার দানপাশে দেখুন সেখানে খুজে পাবেন।

আসলে ram.vbe এই file-টার কোন প্রয়োজনীয়তা থাকে না, যদি MenushowDelay থেকে String Value পরিবরতন করা হয়।
সুন্দর Tune উপহার দেয়ার জ়ন্য ধন্যবাদ।

Level 0

ram.vbe ফাইলটার কাজ কি? ধন্যবাদ আপনাকে।

I'm back.

ram.vbe এর কাজটা জানাবেন আশা করি। ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।স্বাগতম টিটিতে

Level 0

ট্রাই করতে হবে একবার হলেও।

————————————-
http://bit.ly/do-huge

ভাল টিউন ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ

COMMENT DELET KORA GELE AMAR COMMENT DEL KORE FELTAM,COMMENT DEWAR POR MONE HOLO BIRAT VUL HOYE GESE.
I’M EXTREMLY SORRY.

AI POST ER TUNER VAI K BOLSI AMAR COMMENT GULU DELETE KORE DIN PLEASE.

Thank U

নুরজাহান এবং সুপার ম্যান ভাই এর জন্য পোস্ট টা একটু আপডেট করে দিলাম। আশা করি তারা তাদের জবাব পাবেন। ধন্যবাদ।

আমি Uniblue Registry repair আর PC fast ইউজ করি, অটোম্যাটিক করে দিছে, দারুন ফাস্ট কাজ করছে, টিউন এর জন্য অনেক ধন্যবাদ।

ram.vbe ফাইল টা কাজ করছে না। আমি ইউন-৭ ইউজ করি। এটা নোটপ্যাড ফাইল হিসেবেই থেকে যাচ্ছে এবং ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাচ্ছে। 🙁