৫ টি প্রয়োজনীয় অ্যান্ড্রয়েড অ্যাপ যা আপনার জীবনকে আরও সহজ করবে

প্রযুক্তির এই যুগে আমদের স্মার্টফোনটিই আমাদের সবথেকে প্রয়োজনীয় জিনিষ হয়ে দাঁড়িয়েছে।  আমরা চাই বা না চাই স্মার্টফোন আমাদের অধিকাংশের মনোযোগ দখল করে আছে। আর এই স্মার্টফোনের প্রাণ হচ্ছে বিভিন্ন এপ্লিকেশন। স্মার্টফোনটি যদি  অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হয় তবে আপনার জন্যে থাকছে কিছু  গুরুত্বপুর্ন অ্যান্ড্রয়েড এপ্লিকেশন যা আপনার জীবনকে আরও সহজ করবে।

অল-ইন-ওয়ান টূলবক্সঃ ক্লিনার, বুস্টার, অ্যাপ ম্যানেজার

এই অ্যাপ হচ্ছে ওয়ান স্টপ সল্যুশান। কি নেই এটিতে? এটি স্টোরেজ ম্যানেজ করবে, ফোনের পারফরমেন্স, ব্যাটারি পারফরমেন্স দেখাবে সেই সাথে আপনার ফোনের প্রাইভেসিও রক্ষা করবে। এর সাথে যোগ করুন জাঙ্ক ক্লিনার, স্পিড বুস্টার, হিস্ট্রি ইরেজার, এপ ম্যানেজার আর ফাইল ম্যানেজার; এইসকল কাজ করবে একটি এই মাত্র অ্যাপ।

গুগল এসিস্ট্যান্ট

ঠিক নামের মতোই অ্যাপটির কাজ, আপনার পার্সোনাল এসিস্ট্যান্টের কাজ করবে এই অ্যাপটি। আপনাকে ফোনের স্ক্রিনে টাচ করে অপশন বাছাই করতে হবে না, শুধুমাত্র ভয়েস কমান্ড করলেই আপনার নির্দেশটি পালন করবে এই অ্যাপ। তবে এজন্যে আপনাকে ইংরেজি ভাষায় নির্দেশ দিতে হবে। যেমন আপনি শুধু বললেন ” weather today” সাথে সাথে এই অ্যাপ আপনাকে আজকের আবহাওয়ার খবরটি নিয়ে আসবে।

টানেলবিয়ার ভিপিএন

যদি আপনার এরিয়া থেকে কোন ওয়েবসাইট এক্সেস করতে না পারেন, ব্যবহার করুন টানেলবিয়ার ভিপিএন। অনেকসময় নিরাপত্তা এবং অন্যান্য কারণে বিভিন্ন দেশে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ থাকে। শুধু দেশের বাধাই নয়, আপনার শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কর্মস্থলের ফ্রি ইন্টারনেট দিয়ে যদি কোন ওয়েবসাইটে প্রবেশাধিকার না থাকে তবে আপনাকে সেইসব ওয়েবসাইটে প্রবেশ করতে ব্যবহার করতে হবে ভিপিএন।

স্লিপ এজ অ্যান্ড্রয়েড

স্লিপ এজ অ্যান্ড্রয়েড এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ যা ঘুমের উন্নতিতে সাহায্য করে। যাদের স্লিপ সাইকেলে সমস্যা হয়, সকালে ঘুম থেকে উঠতে সমস্যা হয় তাদের ঘুমের সাইকেলকে পর্যবেক্ষন করে সেটির উন্নতি করবে। এর জন্যে আপনাকে অ্যাপটি সচল রেখে ঘুম যেতে হবে। বিছানায় আপনার মোশন পর্যবেক্ষন করে এটি নির্ধারন করবে আপনার ঘুমের গভীরতা, যা দেখে আপনি ঘুমের সমস্যা থাকলে তা নিশ্চিত হতে পারবেন।

ডুয়োলিংগো

ভাষা শেখার অ্যাপ।  স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, রাশান, পর্টুগিজ, টার্কিশ, ডাচ, আইরিশ, ড্যানিশ, সুইডিশ, পোলিশ, উইক্রেনিয়ান গ্রিক, হাঙ্গেরিয়ান, নরওয়েজিয়ান, হিব্রু, ওয়েলস, আর ইংরেজি তো থাকছেই, এই সকল ভাষা শেখার জন্যে সেরা অ্যাপ ডুয়োলিংগো। শেখার পদ্ধতি অত্যন্ত সহজ হবার কারণে এটিই  ভাষা শেখার সবথেকে জনপ্রিয় অ্যাপ। এতে  ভাষা শেখার মতন কঠিন কাজটি অত্যন্ত সহজভাবে সমাধান করার ব্যাবস্থা রয়েছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি অজানা রহস্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যদি আপনার কোন প্রশ্ন থাকে আমাকে বার্তা পাঠান। or visit tunebd24.com