আসসালামুয়ালাইকুম 🙂 আশা করি সবাই ভালো আছেন।
অনেক দিন পর টিটি তে লিখছি...
গত ০৫-০৪-২০১১ তারিখে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন পাতাতে একটা পোস্ট দেখালাম যাতে একটা অনেক বড়ো ভুল আমার চোখে পড়লো... লিঙ্ক টি দিলাম
http://www.eprothomalo.com/index.php?opt=view&page=17&date=2011-04-05
এই পেজ এ গিয়ে দেখবেন "এক ক্লিক এ সব ড্রাইভ রিফ্রেশ" নামে একটা সংবাদ আছে... এইখানে যে কোডিং টা দেওা হয়েছে ওইটা পুরা ভুল একটা কোডিং "Tree" কমান্ড দিয়ে কখোনোই ড্রাইভ রিফ্রেশ হয়না। প্রথম আলোর মত পত্রিকায় এইরকম ভুল আশা করা যায়না। যেখানে আমরা নিজেদের ডিজিটাল বানানোর প্রজেক্ট হাতে নিছি সেইখানে এই পত্রিকা আমাদেরকে টেকনোলজি সম্পর্কে ভুল জ্ঞ্যান দিচ্ছে !!! আজিব এক দুনিয়া...
"Tree" কমান্ড সম্পর্কে বিস্তারিত জানতে এই লিঙ্ক এ যান...
http://www.easydos.com/tree.html
http://en.wikipedia.org/wiki/List_of_DOS_commands#tree
আমি অনিক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সম্পরকে আর কি বলব। আমি সাদাসিদা একজন মানুস।
ভালো বলেছেল। Tree কমান্ডে ফাইল ইনডেক্টগুলো সুন্দরভাবে সাজানো হয়। এত পিসির স্পিড বাড়ে। তবে Refresh এর সাথে Tree কমান্ডের কি সম্পর্ক বুঝলাম না।