মজিলা ৪.০ এর বাংলা ইউনিকোড সমস্যার সমাধান ।

মজিলা ৪.০ যেদিন থেকে ব্যাবহার করা শুরু করলাম বাংলার সমস্যা টা মাথা খেয়ে ফেলল । বহু চেস্টা করেও ঠিক করতে পারলাম না । অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না । শেষ পর্যন্ত নিজের চেস্টায় ঠিক করলাম । দেখুন কাজ করে কিনা । না হলে জানাবেন । তবে আমারটা এক চান্সে কাজ করছে । বাকিটা ভাগ্য ।

মজিলা রান করে Tools>Options>Content. In fonts & colors click Advanced then select as given below...


নিকোশ গ্রামিম ডাউনলোড করুন এখানে

প্রথম প্রকাশ এখানে

আপনারা আমন্ত্রিত আমার ব্লগে

anything4-you.blogspot.com

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার ব্রগটা সুন্দর। প্রিমিয়াম একাউন্ট কি নিয়মিত আপড়েট করেন??????

    ধন্যবাদ কমেন্ট এর জন্য । জি করি । নিয়মিত পাবেন আশা করি । ধন্যবাদ ভিসিট এর জন্য । আবার সাগতম আপনাকে আমার ব্লগ এ ।

অনেক ধন্যবাদ।আমি এই সমস্যার কারণে পুনরায় ৩.৬ এ ফিরে গিয়েছিলাম।

এটা কোনো ব্যাপার না। ভালো ইউনিকোড ফন্ট ইন্সটল করে অভ্র থেকে FontFixer দিয়ে ডিফল্ট ফন্ট হিসেবে সেট করুন, কাজ হবে ১০০%

    ভালো পোস্ট অবশ্য, অনেকের কাজে লাগবে। তবে ফন্ট ফিক্সার বাব্যহার করলে শুধু ফায়ারফক্স না, সব অ্যাপ ও ব্রাউজার এ ফন্ট এর ঝামেলা মিটবে।

    ভাই আপনি তো মহা গেয়ানি মানুষ । তা ২, ৩ টা মহা টিউন করলেই পারেন । নাকি আমারটা দেখে মনে পরল । ধন্যবাদ কমেন্ট এর জন্য । সমস্যা টা শুধু মজিলা তে তাই পুরা পিসির ফন্ট পাল্টিএ লাভ নাই ।

    না ভাই আমি মোটেই জ্ঞানী মানুষ না, এক্সট্রা ইনফো দিলাম আরকি। আর বাংলা তো মানুষ শুধু ফায়ারফক্স এ লিখেনা, অন্য ব্রাউজার ও অ্যাপ্লিকেশান এও লিখে। তাই ফন্ট এর বাপের টা বললাম। আর আমার মেগা টিউন নাই, তবে আরও ৪টা টিউন আছে। দেখতে পারেন 🙂

আপনার পোস্টটি অনেকের উপকারে এ আসবে আশা করি। সুন্দর পোস্টের জন্যে ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ।
FontFixer সহ ২টা পদ্ধতিতে চেস্টা করেছিলাম, কিন্তু কাজ হয়নাই। আপনার নিয়মত করলাম আর সব ঠিক হয়ে গেল, বাহ্‌।
আবারো ধন্যবাদ আপনাকে।

এটা নিয়ে একটা টিউন করেছিলাম এখানে:
https://www.techtunes.io/bangla-computing/tune-id/58992/
তবে আপনার টিউনটি আরো সুন্দর হয়েছে। ধন্যবাদ।

    আপনারটা ট্রাই করেছিলাম । কাজ হয় নাই তাই আমি এটা দিলাম । যেটায় যার কাজ হয় । 😛 ধন্যবাদ কমেন্ট এর জন্য ।

ভাই computer lover আপনাকে অনেক থাঙ্কস । আমি বাংলা আনার জন্য অভ্র ৫.১ ডাউনলোড করেসেলাম । কিন্তু কাজ হয় নি ।

ধন্যবাদ । আমি firefox 4 থেকে 3.6 চলে আছি এই সমসার কারনে । দেখি আবার ব্যাক করা জায় নাকি !!!!

Level 0

কিস্তু ভাইয়া যুগান্তর পত্রিকা দেখা যায় না।

আপনের পোস্ট এর জন্য আমার অনেক উপকার হল।Thanks.

Level 0

অনেক ধন্যবাদ রাকিব ভাইয়া

Level 0

বহুত উপকার করলেন ভাইজান…

Ami bojoy-2010 bebohar kori, ami kivabe bangla likhte parbo, plz.
valo thakben.

Level 0

অনেক ধন্যবাদ। ফন্ট সমস্যার কারনে আমি ফায়ারফক্স ব্যবহার করাই ছেড়ে দিয়েছিলাম।

Level 0

bhaia , koto je upokar korlen, ta bola r na, thnxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx