অডিও গান শুনুন আর লিরিক্স গুলো ভাসতে থাকুক মনিটরে[মাত্র দেড় মেগা সফটওয়্যার]

আপনি গান শুনছেন, অথচ লিরিক্স বুঝতে পারছেন না। আবার লিরিক্স টা খুব দেখতে ইচ্ছে হচ্ছে। নো টেনশন। আপনি এখন থেকে অডিও গান চালাবেন আর লিরিক্স গুলো আপনার মনিটরে এমনভাবে দেখাবে মনে হবে যে গানের সাথে লিরিক্স ভেসে ভেসে যাচ্ছে আপনার সামনে দিয়ে। ছোট্ট একটা সফটওয়্যার। নাম মিনিলিরিক্স। <a href="http://download.cnet.com/3001-2169_4-10915034.html?spi=3438bd026c53e0e5f50a994a08248929">ডাউনলোড করুন এখান</a> থেকে । অনেক প্লেয়ার এর সাথে কম্পাটিবল এটি।
লিমিটেশন :আপনার ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে। গানের টাইটেল এবং আরটিস্ট সঠিক হতে হবে।একাধিক লিরিক্স খুজে পেলে আপনি লিরিক্স অপশন এ ক্লিক করে একটি সিলেক্ট করে দিন। বাংলা সব গানের লিরিক্স খুজে পাওয়া যায় না।

Level 0

আমি দীনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মোঃ মাহমুদুল হাসান, তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউট,জাহাঙ্গীরনগর বিঃ (১ম ব্যাচ)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এজন্য আবার আলাদা সফট লাগে নাকি!! যে কোন মিউজিক প্লেয়ারেই নেট থেকে লিরিক্স ফেচিং অপশন থাকে।

    সব প্লেয়ারে একবার করে না গুঁতিয়ে একটা জায়গায় কাজ হলে ভাল না ? আরও কিছু মজার অপশন আছেতো, তাই আমি ব্যবহার করে আনন্দ পেয়েছি। আর সেটাই শেয়ার করলাম মাত্র। আপনার মুল্যবান মতামতের জন্য ধন্যবাদ।

    আমার আসলে বাড়তি কোন সফট রান করতেই বিরক্ত লাগে। এমনিতেই যে পরিমাণ রিসোর্স লাগে!! তিনটা মিউজিক প্লেয়ার ইন্সটল করে রেখেছি। এমারক, বানশী, রিদমবক্স। এখন এমারকটাই বেশি ইউজ করা হয়। আগে অবশ্য বানশী ইউজ করতাম বেশি। এমারক বা বানশীত লিরিক্স অপশনটা ডিফল্টলি সেট করাই থাকে। যদিও আমার তাতে খুব একটা লাভ হয় না। কারণ শুনিই বেশির ভাগ বাংলাগান, নাহলে হয়তো দেখা যায় নেট টেনে নিচ্ছে ডাউনলোড ম্যানেজারট।

ধন্যবাদ।।

টিউন করার আগে টিউনটি আগে হইছে কিনা দেইখা নিএন । এইটা নিয়া আপনার চেয়ে সুন্দর ও ভালো টিউন করা আছে । সুতরাং এইশব এর কন মানে হয় না । এইটা দেখেন – https://www.techtunes.io/download/tune-id/56490/

    Level 0

    😛

    কম্পিউটার লাভার ভাই না বোন পাশ্তে পারছিনা। আপনার মতামতের জন্য ধন্যবাদ। আমি এই সফটওয়্যার টা কার ও কাছ থেকে নেই নাই। হঠাত করে পেয়ে গেলাম, মনে করলাম টিউনার ভাইদের সাথে শেয়ার করি। আমি যেদিন থেকে টেকটিউন্স এর সাথে ছিলাম আমার চোখে এই টিউন টা ধরা পড়েনি। তাই দিলাম।

thank you….

Level 0

@ কম্পিউটার লাভার, তোর মত কিছু টিউনারদের জন্য নতুন টিউনাররা ভালো টিউন করতে পারে না।সে যাই পোস্ট করুক, তুই তারে বাহবা দে, বুঝলি।নতুন টিউনারদের মন খারাপ হয়, এমন কিছু করিস না।তুই নিজেই বা কত জ্ঞানী? শোন, তোরে আমি আপনি বইলাই সম্বোধন করতাম।কিন্তু তুই একজন টিউনারকে অপমান করলি, তাই তোকে আমিও অপমান করলাম।বুঝলি।

    thanks. Amar kaj ta apni kore dilen.

    ঠিক বলেছেন । সে নতুন তাই নিয়ম কম জানে । তাই এটা জানিএ দিলাম । রাগ করার কিছু নাই । আমি কাউকে অপমান করি নাই । এর চেয়ে জঘন্য কমেন্ট আমি পেয়েছি আমার প্রথম পোস্ট এ । এতে আমি আরও ভাল কিছু দেয়ার চেস্টা করেছি, এবং নিজের ভুল গুলা শুধরে নিয়েছি । উনারও তাই করা উচিত । সুতরাং…….. 😛

ধন্যবাদ টিউনের জন্য

Level 0

@ কম্পিউটার লাভার, নিয়ম জানানোর অনেক নিয়ম আছে।কেউ আপনার মত নিয়ম জানায় না।কে কি করলো তা তোমার দেখার দরকার নাই।তুমি কি করলা তাই আপাতত দেখ।

ধন্যবাদ টিউনের জন্য। চালিয়ে যান।

বাংলা অন্যান্য ব্লগ এর থেকে টেকটিউন্স একদম ই আলাদা। আসলে সহযে কিভাবে একটা নির্দিষ্ট বিষয়ের উপর পুর্বের টিউন খুজে পাওয়া যাবে বলবেন। উপকৃত হতাম।

Level 0

ভাই কোড নাই তো।