মজিলা ব্যাবহার কারিদের জন্য একটি complete টিউন । সবাই দেখে নিন । কাজে লাগতে পারে ।

মজিলা ব্যাবহার করেনা এমন মানুষ খুব কম দেখা যায় । বিপদে পরে হলেও মজিলা ব্যাবহার করতে হয় । তাই কথা না বারিএ কাজে আসি ।

প্রথমেই যারা মজিলা ব্যাবহার করেন তাদের বলব মজিলা ৪ ব্যাবহার করতে । কারন এটি আগের সব ভার্সন এর চেয়ে অনেক কার্যকর ও গতিময় । মজিলা ৪ ডাউনলোড করুন এখান থেকে ।

যে কয়টা এডন্স আমাদের ব্যাবহার করা অতি প্রয়োজন ।

১। Start Mozilla Faster এটি মজিলা কে দ্রুত স্টার্ট হতে সাহায্য করে ।

২। Fireshot এটি দিয়ে মজিলা তে ফুল ওয়েব পেজ শট নিতে পারবেন ।

৩। Easy Youtube Video Downloader এটি দিয়ে ইউটিউব থেকে সহজে হাই ডেফিনেশন ভিডিও ডাউনলোড করতে পারবেন ।

৪। IM Translator এটি দিয়ে অনেক ভাষার সাইট ইংলিশ এ ট্রান্সলেট করতে পারবেন ।

এবার একটি সফটওয়্যার দিয়ে মজিলা কে আরও দ্রুত গতির করব ।

১। এখান থেকে ডাউনলোড করে speed up my firefox এ ক্লিক করুন । মজিলা এক্সিট করে নিতে হবে ।

এবার মজিলা এডিট করে একে আরও কার্যকরী করব ।

১। প্রথমে এড্রেস বারে about:config লিখে এন্টার চাপুন ।

২। এবার ফিল্টার বারে network.http.pipelining লিখুন । network.http.pipelining নামে কিছু পেলে ওটাকে ডাবল ক্লিক করে True করে দিন ।

৩। আবার ফিল্টার বারে network.http.pipelining.maxrequests লিখে এর ভেলু করে দিন ।

৪। network.http.proxy.pipelining লিখে এর ভেলু true করে দিন ।

৫। এবার যেকোনো জায়গায় রাইট ক্লিক করে new>integer এ ক্লিক করুন । এবার nglayout.initialpaint.delay লিখে এর মান করে দিন ।

এবার মজিলার কিছু সমস্যা দূর করি

১। প্রথমে ইন্টারনেট ডাউনলোড মেনেজার থেকে options>filetypes এ গিয়ে GZIP নামের একটা লেখা পাবেন অটা ডিলিট করে দিন ।

২। মজিলা ৪ এ বাংলা সমস্যা হয় এটি দূর করতে এখানে ক্লিক করুন ।

৩। মজিলা ৪ এ অনেক সময় ডাউনলোড সমস্যা হয় এটি দূর করতে ইন্টারনেট ডাউনলোড মেনেজার ৬.০৫ বিল্ড ১১ ব্যাবহার করুন । এটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

৪। অনেক সময় মজিলার স্পীড কমে গেলে অথবা কোন সমস্যা করলে মজিলা রান করে Tools>Clear Recent History ক্লিক করে ড্রপ ডাওন থেকে Everything সিলেক্ট করে ডিটেইলস থেকে সব গুলোতে টিক দিন এবং Clean Now ক্লিক করুন । এতে ব্রাওজার এর সব কিছু ক্লিন হয়ে যাবে । লগ ইন থাকলে লগ আউট হয়ে যাবে । ওয়েব পেজ এর সব নতুন করে লোড হবে । লিমিটেড ব্যাবহার কারীরা ভেবে নিবেন ।

আমার আর কোন সমস্যা হয় না । আপনাদের কোন সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ।

আপনারা আমন্ত্রিত আমার ব্লগে

anything4-you.blogspot.com

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিউন, তবে মাত্র ৪টা অ্যাড-অন দিয়ে কী হবে? No script, WOT, Addblock Plus, Popup blocker, Persone. Facepad – এগুলার কথা লিখতে পারতেন। আর IDM এর আগের ভার্সন দিয়েও ফায়ারফক্স ৪ এ ডাউনলোড করা যায় (এখানে দেখুন https://www.techtunes.io/download/tune-id/62022/। আর শেষে All History ক্লিয়ার করতে বললেন। এটা লিখে দিন যে তাতে সব লগ-ইন করা ওয়েবে লগ-আউট হয়ে যাবে এবং Cache ক্লিয়ার করলে ওয়েব এর ডাটা আবার লোড হবে যা লিমিটেড প্যাকেজের ব্যাবহারকারীদের জন্যে ঝামেলার 😀 আর শিরোনামে বানান ভুল আছে, ঠিক করেন প্লিজ

    ধন্যবাদ । ঠিক করে দিয়েছি । আসলে অভ্র দিয়ে লেখা অনেক ঝামেলার তাই…… । 😀

    ভাই "ব্যবহার" এটা সঠিক বানান। আর আমিও কিন্তু অভ্র দিয়েই লিখি। অভ্র ফনেটিক এ আউত-কারেক্ট অপশন আছে। একটু দেখলেই বুঝবেন 🙂 মাইন্ড করেন না আবার।

    আমার মন্তব্যে কিছু ভুল আছে। "আউত-কারেক্ট" কে "অটো-কারেক্ট" করে দেন কম্পিউটার লাভার ভাই। আর আসল কমেন্ট এ লিঙ্ক এর শেষে "tune-id/62022/)।" লিখেছি। ওটা "tune-id/62022/" করে দিয়েন 🙂

    আপনার প্রথম কমেন্ট এ আপনিও বানানটা ব্যাবহার ই লিখেছেন, অটো রে আউত লিখছেন । দোষ অভ্রের আমরা কত সঠিক করব । এত বর টিউন করতে আর বানান ঠিক করতে তো এক দিন লাইগা যাবে । একটু কম্প্রমাইস করে নিতে হবে । যেহেতু আমাদের বাংলা এতটা উন্নত না । ধন্যবাদ ।

অনেক ভাল টিউন । সবার কাজে আসবে।
ধন্যবাদ ……………।

ধন্যবাদ, কম্পিউটার লাভার ভাই । এরকম একটা টিউন খুজসিলাম।

    ধন্যবাদ । আমাকে একটু সাহায্য করতে হবে । আমি কিভাবে আমার প্রোফাইল এ ছবি দিব ।

thanks………

network.http.pipelining আর network.http.pipelining.maxrequests এর টেকনিকটা চরম! 🙂

ভালো লাগলো টিউনটি… 😀

আপনার চেয়ে ছোট টিউনার বলতে আছে বেশ কয়েকজন, সবচেয়ে ছোট বলতে ক্ল্যাস ফাইভে পড়ুয়া একটা ছেলেও আগে টিউন করত, এখন অবশ্য দেখা যায় না, আর আমি আছি ক্ল্যাস টেনে, এক বছরের সিনিয়র, নিজেকে একা ভাবার কিছু নেই, ভালো টিউন করলে সবাই তোমার সাথেই থাকবে… [তোমার টিটির স্টাটাসের উত্তরে কমেন্টটি করলাম]

টিউন ভালো হয়েছে… 😀

    ধন্যবাদ । তা সেই ভাজ্ঞবান কে ফাইভ এ পরুয়া টিউনার ? ইশ তাকে অথবা তার একটা টিউন যদি দেখতে পেতাম ! ধন্যবাদ তথ্য দেয়ার জন্য । আজকের টেকটিউনস টপটিউনার কনক্লেভ টা অনেক মিস করলাম । আর মাত্র ১৫ টা টিউন করতে পারলেই টপ টিউনার এ নাম আসতো ।!! 🙁 দোয়া করবেন এবং সাথে থাকবেন ।

    Level 0

    না, কনক্লেভে সম্ভবত টিটির লিস্ট পেজের টপটিউনার লিস্ট হিসেবে টপটিউনার বিবেচনা করা হয়নি। তবে আফসোসের কিছু নেই, এখন হননি, পরে হবেন 🙂

    নাহ কম্পিউটার লাভার, তোমার ধারণা ভুল টপটিউনার কনক্ল্যাভ এ টপটিউনার টিউনের সঙ্খ্যার ওপর নির্ধারিত হয়নি, টিউনের মান, আন্তরিকতা এবং যারা টিটির সাথে লম্বা সময় ধরে আছে… তাদেরকেই মূলত নেয়া হয়েছে…

    oh ! দোয়া করবেন যেন সামনের বার জেতে পারি । ওই ছেলেটার কোন টিউন বা কিছু থাকলে একটু দিয়েন প্লিজ ।

    বাহ….
    আমিও নাইনে পড়ি…..
    সমবয়সী একজনকে পাইলাম…
    থাকো কোথায়??

    লালমাটিয়া । আপনি ? কন স্কুল ?

valo laglo apnar tune ti 😀

ভাল হয়েছে কাজে আসবে। ধন্যবাদ আপনাকে।

আমি একখান ভুল করছি।
"৫। এবার যেকোনো জায়গায় রাইট ক্লিক করে new>integer এ ক্লিক করুন । এবার nglayout.initialpaint.delay লিখে এর মান ০ করে দিন ।"
এখানে nglayout.initialpaint.delay জায়গায় ০ মান ০ দিছি, ০ নামে নতুন একটা হল। ডিলিট করি কেমনে?

Level 0

via mozila4 a to 'save & quit' ai option nai. Arkono solution ase.

Level 0

জোশ টিউন…