স্মার্টফোনে স্পেস সংকটে ভুগলে ছবি রাখতে পারেন গুগল ফটোসে

আমরা সাধারণত স্মার্টফোনের স্টোরেজ-এ ছবি আর ভিডিও বেশী রেখে থাকি। ফলে কিছুদিনেই স্টোরেজ সংকটে ভুগতে হয়। তবে খুব সহজেই ফোনের ছবি ও ভিডিও গুগল ফটোসে ব্যাক আপ রাখতে পারবেন।

প্রথমেই গুগল ফটোস যেতে হবে (যদি গুগল ফটোস না থেকে তাহলে ডাউনলোড করুন এই লিংক থেকে)। তারপর যে অ্যাকাউন্টে ব্যাক আপ নিতে চান তা সিলেক্ট করতে হবে।

এবার বাঁ পাসের উপরে অপশন সিলেক্ট করে 'Settings' এ যেতে হবে। তারপর 'Backup & Sync' সিলেক্ট করতে হবে। এখানে ব্যাক আপ মোড 'High Quality' সিলেক্ট করলে 'Google Photos' এ আনলিমিটেড স্টোরেজ বিনামূল্যে পেয়ে যাবেন। তবে এই মোডে সব ছবি ১৬ মেগাপিক্সেল সাইজে সেভ হবে। তবে অরিজিনাল কোয়ালিটির ছবি ব্যাক আপ নিতে চাইলে শুধু ১৫ জিবি স্টরেজ বিনামূল্যে দেবে গুগল।

ক্যামেরা ছাড়াও অন্য কোন ফোল্ডারে 'Google Photos' এ ব্যাক আপ নিতে চাইলে 'Backup mode' এর নিচে 'Back up device folder' সিলেক্ট করে যে ফোল্ডার ব্যাক আপ নিতে চান সিলেক্ট করতে হবে।

এই সব সেটিং সিলেক্ট করা হয়ে কিছু দিন পর পর Google Photos ওপেন করে বাঁ দিকে উপরে অপশন সিলেক্ট করে ‘Free up space' সিলেক্ট করুন।

তারপর ‘Free Up *.* GB' সিলেক্ট করলে যে সব ছবির ব্যাক আপ নেওয়া হয়ে গেছে সেই ছবি নিজে থেকেই ফোন মেমোরি থেকে ডিলিট হয়ে যাবে। পরে সেই ছবি ফিরে পেতে ডেটা বা ওয়াইফাই কানেকশন অন করে Google Photos ওপেন করতে হবে।

techFAQ/S29/19/2

Level 3

আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস