My Computer থেকে Nokia Phone Browser মুছে দিন

আমরা কোনো কোনো ইউজার আছি যারা কম্পিউটার একাবারে নিখুত ও ক্লিন রাখতে পছন্দ করি। অনেকে ডেক্সটপে একটাও আইকন বা ফাইল রাখতে চাইনা। কেউ কেউ কনটেক্সট মেনুতে বিভিন্ন সফটওয়্যার এর মেনু (যেমন WinRAR, PowerDVD, WinAMP) দেখে মেজাজ খারাপ করে ফেলেন। যারা My Computer বা উইন্ডোজ এক্সপ্লোরারে হার্ডড্রাইভ আর সিডি/ডিভিডি ড্রাইভ ছাড়া কিছু রাখতে চান না, তাদের জন্য নোকিয়া পিসি স্যুট এর Nokia Phone Browser অপশনটা যথেষ্ট বিরক্তির কারণ হতে পারে। কেননা কোনো ফোন কানেক্ট হলে এমনিতেই সেটা ওখানে শো করে। এই সেই নমুনা -

যারা এটা My Computer এ রাখতে চাননা, তাদের জন্য এই টিউনে বলব কিভাবে এটাকে বিদায় করা যায়। প্রথমে Run এ যেয়ে regedit লিখুন। তারপর উইন্ডোজ রেজিস্ট্রী ওপেন হলে F3 চেপে সার্চ বক্স ওপেন করুন। বক্স এ লিখুন "Nokia Phone Browser" ঠিক এভাবে -

Enter প্রেস করার পর নিচের ছবির মত রেজাল্ট আসবে যেখানে বামদিকে {416651E4-9C3C-11D9-8BDE-F66BAD1E3F3A} নামে একটি কী এবং ডানে এর ভ্যালু দেওয়া থাকবে Nokia Phone Browser.

এবার বামদিকের {416651E4-9C3C-11D9-8BDE-F66BAD1E3F3A} কী টা ডিলিট করে দিন।

এবার উইন্ডোজ এক্সপ্লোরারে (Win+E) যেয়ে দেখবেন Nokia Phone Browser এ রাইট ক্লিক করলে ডিলিট অপশন এসেছে। ডিলিট করে দিন।

দেখবেন Nokia Phone Browser চলে গেছে। পিসি একবার রিস্টার্ট করুন। Nokia Phone Browser আর কখনো আপনার My Computer এর সৌন্দর্য নষ্ট করতে আসবেনা।

কারো যদি এটা পুনরায় দরকার হয়, তাহলে নোকিয়া পিসি স্যুট রি-ইন্সটল করলেই হবে।

ভালো খারাপ জানিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ 🙂

আমার পুর্ববর্তী টিউন: নিজেই মাদারবোর্ডের বায়োস আপডেট করুন আর স্প্ল্যাশ স্ক্রীনে দিন ইচ্ছামত ছবি


আমার পরবর্তী টিউন: এবার উইন্ডোজ, লিনাক্স বা ম্যাক কম্পিউটারের মাঝেই ইচ্ছামত ব্যাবহার করুন অন্য যেকোন ভার্সনের উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড, ম্যাক বা আইবিএম অপারেটিং সিস্টেম


Level 0

আমি মো মিনহাজুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 2958 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লেগেছে………। ধন্যবাদ

    ভাই আপনারে অসংখ্য ধন্যবাদ। আমার মন্তব্যহীন টিউনের প্রথম কমেন্ট। আপনার মঙ্গল হোক।

আগে পিসিসুইট ব্যবহার করতাম গ্রামীন চালাতে।এখন ওসব ব্যবহার করিনা।ব্লুটুথ দিয়ে সরাসরি কানেক্ট।

    হুম। লিনাক্স এ তো লাগালেই মডেম পেয়ে যায়। আপনি ওয়াইম্যাক্স ব্যাবহার করেন না? তাহলে তো মোবাইল অবহেলায় থাকার কথা 😛