গুগল ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করবেন যেভাবে

কিছুদিন আগেও গুগল ক্রোম ব্রাউজারে ডার্ক মোড চালু করতে এক্সটেনশন ব্যবহার করতে হতো। কিন্তু এখন থেকে আর আলাদা কোনো এক্সটেনশন ব্যবহার করার প্রয়োজন পড়বে না। সরাসরি কোনো এক্সটেনশন ব্যবহার না করেই ডার্ক মোড চালু করতে পারবেন। কিভাবে করবেন তা তুলে ধরা হলো-

*প্রথমে গুগল ক্রোম ব্রাউজার চালু করতে হবে।

*তারপর URL বারে গিয়ে chrome://flags/ টাইপ করে Enter চাপতে হবে।

*তারপর উপরে Search flags এ গিয়া Force Dark Mode for Web Contents লিখে সার্চ করতে হবে।

*তারপর Force Dark Mode for Web Contents অপশনটি Enabled করে দিতে হবে।

*তারপর ব্রাউজারটি Relaunch করতে বলা হবে আর Relaunch করলেই আপনি সব ওয়েবসাইট ডার্ক মোডে দেখতে পারবেন।

techFAQBD/D20/19

Level 3

আমি মোঃ রাকিবুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস