প্রিয়বন্ধুরা, টেকটিউনসে আপনাকে স্বাগতম।
কোন রকম ভুমিকা না টেনে চলুন শুরু করি।
শুরুতে আপনার মোবাইলের ব্রাউজারটি
ওপেন করুন। এরপর URL বক্সে টাইপ করুন internet.org নিচের ছবিটির মত।
এবার সার্চ করলে নিচের মত আসবে।
এখানে আপনি ফ্রিতে অনেকগুলো
ওয়েবসাইট এক্সেস করতে পারবেন।
বিশেষ করে ফেসবুক, নিউজ, মেসেন্জার,
ওয়েদার, খেলার স্কোর ইত্যাদি।
চাইলে আরো পরিসেবা যোগ করতে পারেন।
সবাই ভালো থাকবেন, নিজেকে ভালোবাসবেন, টিউনটি পরার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমি আহমাদ উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা।
A