যে কোন জায়গায় ফুল ৪জি আপনার ফোনে

আজকের টিউনের বিষয় হলো কিভাবে যেকোনো জায়গায় ফুল ৪জি তে ইন্টারনেট ব্যবহার করবেন  বা  আপনার ফোনের নেটওয়ার্ক ৪জি থেকে ২জি হওয়ার সমস্যার সামাধান করবেন। বর্তমান সময়ে বেড়েছে স্মার্ট ফোন ব্যবহারের চাহিদা সে সাথে বেড়েছে ইন্টারনেটের ব্যবহার।

এ সময় ইন্টারনেট ব্যবহার করে না এ রকম লোক খুঁজে পাওয়া মুসকিল। কেউ ব্যবহার করে অফিস এর কাজ কেউও ব্যবহার ফ্রিল্যান্সিং আবার কেউ কেউ ব্যবহার করে থাকে facebook, twitter, what apps, viber, imo সহ নানা ধারনের কাজে্র জন্য।

কিন্তু দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারে পড়তে  হয় নানা সমস্যার মুখে। যেমন  speed slow হওয়া নেটওয়ার্ক কানেকশন চলে হওয়া।

আপনার ফোনে সময়তে ৪জি থাকে আবার সময়তে ২ জি বা ৩ জি নেটওয়ার্ক হয়ে যায়। এই নেটওয়ার্ক বার বার আশাকরি তা হলে বিষয় টা বুঝতে পারবেন।

 নেটওয়ার্ক পরিবর্তন হওয়ার কারন সূমহঃ

নেটওয়ার্ক বার বার চলে যাওয়া বা কখনো ২জি কখনো ৩জি আবার কখনো ৪জি হওয়ার কারণ হলো হয়তো আপনার ফোনটি টাওয়ার থেকে অনেক দুরে হওয়ার নেটওয়ার্ক কভার করতে পারে না। আর তখন এই সমস্যা হয়। যখন আপনি টাওয়ার এর কাছাকাছি থাকবেন তখন আর এ সমস্যাটি হবে না।

Apps টার সুবিধাঃ

Apps টির সুবিধা হচ্ছে এটি একদম ফ্রি ভার্সন অ্যাপলিকেশন। এতে কোনো প্রকার এড লাগানো হয়নি।

না হয় আপনার ফোনের নেটওয়ার্ক আইসি স্লো হওয়ার কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তবে সমস্যাটি বেশির ভাগ টাওয়ার দুরে হওয়ার কারনে হয়ে থাকে। আর এটা বেশি হয়ে থাকে গ্রামের দিকের জায়গা গুলোতে। কারন গ্রামে টাওয়ারের সংখ্যা কম থাকে এজন্য কভার করতে সমস্যা হয়।

তবে যেখানে সমস্যা আছে সেখানে সমাধান ও আছে। তবে আজকে যেটি শেয়ার করবো  এটার মাধ্যমে যদি এক দাগ নেটওয়ার্ক ও কভার করতে পারে আপনার ফোনটি তা হলে আপনার নেটওয়ার্ক একই থাকবে আর সংযোগ বিচ্ছিন্ন হয়ে ২জি হবে না। এখানে ক্লিক করুন

Level 1

আমি আলিম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস