এবার নিজের ফোনেই ব্যবহার করুন মাইক্রোসফট ওয়ার্ড

আশাকরি মহান প্রতিপালকের দয়ায় ও মায়ায় সবাই নিজ নিজ স্থানে ভালো ও সুস্থ আছেন। আজ আমরা কথা বলব মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। বন্ধুরা আপনারা হয়ত জানেন মাইক্রোসফট ওয়ার্ড একটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন। আমাদের মাঝে অনেকের কম্পিউটার বা ল্যাপটপ নেই। কিন্তু আমরা যারা কম্পিউটার শিখতে চাই তারা মাইক্রোসফটে কাজ করতে চাই। এখন আমাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই বলে কি আমরা কাজ করতে পারব না, অবশ্যই পারব। বন্ধুরা আপনাদের মাঝে প্রায় বেশিরভাগ মানুষেরই জানা আছে যে বর্তমানে মোবাইলেও এই কাজগুলো করা সম্ভব।

আপনারা অনেকেই জানেন যে মাইক্রোসফটে কিছু অ্যাপ্লিকেশন আছে যেমন- মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল। আর এই সমস্ত অ্যাপ্লিকেশন এর মাঝে সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হলো- মাইক্রোসফট ওয়ার্ড। এই ওয়ার্ডের মাধ্যমে আমরা চিঠি লিখতে পারি, বই সহ আরও অনেক কিছু লেখা হয়ে থাকে।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই।

যেভাবে মোবাইলে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করবেন

১. আপনার প্রথম কাজ হলো আপনার ফোনের গুগল প্লে-স্টোরে চলে যাবেন।

২. আপনাকে সার্চ করতে হবে Microsoft word। এই অ্যাপ্লিকেশন যদি না ইন্সটল করা থাকে তাহলে ইন্সটল করে নিবেন।

৩. অ্যাপ্লিকেশনটি ইন্সটল হয়ে গেলে ওপেন করবেন।

৪. ওপেন করার পর আপনার ফোন নাম্বার দিয়ে Sign in করে নিবেন।

৫. Sign in করার পর আপনি যে নাম্বার দিয়ে Sign in করেছিলেন সেই নাম্বারে একটি কোড নাম্বার যাবে এস এম এস এর মাধ্যমে।

৬. আপনার ফোনে যাওয়া কোড নাম্বার এখানে দিয়ে Sign in এ ক্লিক করে দিবেন।

৭. তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে Next এ ক্লিক করবেন।

৮. Next এ ক্লিক করার পর সাথে সাথে Maybe latter একটি অপশন আসবে এখানে ক্লিক করে দিবেন।

৯. তারপরে Next এ ক্লিক করবেন।

১০. Next ক্লিক করার পর এই Accept এ ক্লিক করবেন।

১১. তারপরে Close বার্টনে ক্লিক করবেন।

১২. Close বার্টনে ক্লিক করার পর আপনার সামনে একটা পেজ ওপেন হবে। এই পেজের উপরে এই প্লাস বার্টনে ক্লিক করবেন।

১৩. প্লাস বার্টনে ক্লিক করার পর এখান থেকে Blank পেজ নিবেন।

১৪. এখানে আপনার সামনে লেখালেখি করার জন্য একটি সাদা পেজ ওপেন হবে। যেখানে আপনি লেখালেখি করতে পারবেন।

১৫. এখন আপনাকে নিচের ৩ ডট আইকনে ক্লিক করতে হবে।

১৬. তারপরে Home এ ক্লিক করবেন।

১৭. Home এ ক্লিক করার পর আপনার সামনে এই রকম ভাবে উপরে থাকা সব অপশন চলে আসবে।

বন্ধুরা এই ছিলো আজকের মতো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ।

Level 5

আমি মাহবুব আলম তারেক। Sonic টিউনার, টেকটিউনস, সিলেট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a Graphics Designer, and have worked on a few other Web Sites.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ অনুযায়ী টিউন শেয়ার করে সাবমিট করা হয়নি।

ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশের পর, প্রকাশিত টিউনের লিংক ‘ট্রাসটেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন’ অনুযায়ী শেয়ার ও সাবমিট করতে হয়। ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশের পর, প্রকাশিত টিউনের লিংক ‘ট্রাসটেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন’ অনুযায়ী সঠিক ভাবে শেয়ার ও সাবমিট না হওয়া পর্যন্ত সে ট্রাসটেড টিউনের জন্য ‘টেকটিউনস ক্যাশ’ প্রসেস হয় না।

করনীয়:

‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ অনুযায়ী টিউন শেয়ার করে সাবমিট করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

আপনার ট্রাসটেড টিউন সাবমিট, টেকটিউনস ট্রাসটেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন অনুযায়ী হয়নি।

টেকটিউনস ট্রাসটেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন অনুযায়ী, ট্রাসটেড টিউন শেয়ার করে নিম্ন ফরমেটে টিউন সাবমিট করতে হয়।

টিউন প্রকাশিত হয়েছে : [প্রকাশিত টিউনের লিংক]
টিউন শব্দ সংখ্যা : [প্রকাশিত টিউনের শব্দ সংখ্যা]
টিউন শেয়ার : নিজের প্রোফাইল : https://web.facebook.com/%5Bনিজের ফেসবুক আইডি]/posts/[নিজের প্রোফাইলে শেয়ার করা টিউনের ফেসবুক পার্মালিংক আইডি বা story_fbid]
টিউন শেয়ার : টেকটিউনস ফেসবুক গ্রুপ : https://web.facebook.com/groups/techtunes/permalink/%5Bটেকটিউনস ফেসবুক গ্রুপে শেয়ার করা টিউনের ফেসবুক পার্মালিংক আইডি]

আপনার ’টিউন শেয়ার : নিজের প্রোফাইল :’ শেয়ার ফরমেট সঠিক হয়নি।

করণীয়:

আপনি টেকটিউনস ট্রাসটেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন সঠিকভাবে পড়ুন ও আপনার টিউন, টেকটিউনস ট্রাসটেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন অনুযায়ী পুনরায় সাবমিট করুন।

যেহেতু আপনি ট্রাস্টেড টিউনটি ইতোমধ্যে শেয়ার করেছেন। তাই আপনাকে আর পুনরায় ট্রাস্টের টিউনটি শেয়ার করতে হবে না। শুধুমাত্র টেকটিউনস ট্রাসটেড টিউন সাবমিট গাইডলাইন অনুযায়ী টিউনটি পুনরায় সাবমিট করুন।

    প্রিয় টেকটিউনস,
    আমার টিউন টেকটিউনস গ্রুপে বুঝতে পারছি না কেন শেয়ার হচ্ছে না।
    এবং আমার গ্রুপে এড হওয়ার জন্য আবেদন করেছি কিন্তু আমার মনে হয় এক্সেপ্ট করা হয় নি। বিষয় টি যত শিগ্রই সম্ভব সমাধান করা হবে বলে আশা করছি।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে, স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলো স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী হয়নি।

স্মার্টফোন থেকে ফুল স্ক্রিনসট অর্থাৎ Full Height স্ক্রিনসট নিয়ে টিউনে যোগ করা হয়নি।

করণীয়:

টিউনে স্মার্ট ফোনের স্ক্রিনসট টিউনে যোগ করার বিশেষ নিয়ম রয়েছে।

স্মার্টফোন থেকে স্ক্রিনসট টিউনে যোগ করতে অবশ্যই রিয়েল স্মার্টফোন বা স্মার্টফোন ইমুলেটর ব্যবহার করে টিউনে স্ক্রিনসট যোগ করতে হয়। ডেস্কটপ থেকে স্ক্রিনসট নিয়ে মোবাইলের ফ্রেমে বসিয়ে টিউনে যোগ করা যায় না।

স্মার্টফোন থেকে স্ক্রিনসট নেবার সময় স্মার্টফোনের ফুল স্ক্রিনসট অর্থাৎ Full Height স্ক্রিনসট নিয়ে টিউনে যোগ করতে হয়।

টেকটিউনসে যেহেতু 640px X 360px এর নিচে কোন ছবি আপলোড করা যায় না তাই স্মার্টফোন থেকে স্ক্রিনসট নিয়ে তাতে আলাদা ক্যানভাস যোগ করে 640px X 360px বা উপরের ডাইমেনশন বানিয়ে টিউনে যোগ করা যায় না। টেকটিউনসে যেহেতু বিভিন্ন ডিভাইস থেকে ইউজাররা ইউজ করে তাই টিউনে সবসময় হাই রেজুলেশনের (width 2000px এর বেশি নয়) ও রেসপন্সসিভ স্ক্রিনসট বা ইমেইজ যোগ করতে হয়।

তাই স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলোর Height, Proportionally বা আনুপাতিক হারে ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে টিউনে Full Size হিসেবে যোগ করুন। স্মার্টফোন থেকে স্ক্রিনসট নিয়ে তাতে আলাদা ক্যানভাস যোগ করে ইমেইজ সাইজ 640px X 360px বানিয়ে টিউনে যোগ করা যায় না।

স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলোর Height, Proportionally বা আনুপাতিক হারে ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে Full Size হিসেবে স্ক্রিনসট গুলো টেকটিউনস টিউন এডিটরে অনেক বড় দেখাবে তা অবশ্য ঠিক। কিন্তু সাইটের ইউজার এক্সপেরিন্স ঠিক রাখতে টিউনে অবশ্যই স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলোর Height, Proportionally বা আনুপাতিক হারে ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে Full Size হিসেবে স্ক্রিনসট টিউনে যুক্ত করতে হয়।

স্মার্টফোনথেকে স্ক্রিনসট নিয়ে সঠিকভাবে কিভাবে টিউন যুক্ত করবেন তা প্র্যাকটিক্যালি দেখার জন্য টিউন ১, টিউন ২ দেখুন। এই টিউনগুলোতে স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলোর Height, Proportionally বা আনুপাতিক হারে ঠিক রেখে শুধু Width 640px এ রিসাইজ করে টিউনে যোগ করা হয়েছে। এতে টিউনটি একই সাথে হাই রেজুলেশন ও রেসপন্সিভ ইমেইজও টিউনে যুক্ত হয়েছে। সেই সাথে ‘টিউন এডিটরে’ ও টেকটিউনসের মোবাইল ও ডেস্কটপ ভার্সনেও স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলো অনেক বড় লাগছে না।

টিউনের বর্তমান স্ক্রিনসট গুলো এই গাইডলাইন অনুযায়ী আপডেট করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে, স্মার্টফোন থেকে নেওয়া স্ক্রিনসট গুলো টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী হয়নি।

টিউনে যোগ করা স্ক্রিনসটে দেওয়া ‘মার্ক এনোটেশন’ Mark Annotation (স্ক্রিনসটে মার্ক করা Arrow মার্ক, গোল বৃত্ত, আয়তকার) টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী হয়নি।

করণীয়:

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে যোগ করা স্ক্রিনসটে দেওয়া ‘মার্ক এনোটেশন’ Mark Annotation (স্ক্রিনসটে মার্ক করা Arrow মার্ক, গোল বৃত্ত, আয়তকার) টিউন ১টিউন ২ এর মত হতে হয়।

টিউনে যোগ করা স্ক্রিনসটে দেওয়া ‘মার্ক এনোটেশন’ Mark Annotation (স্ক্রিনসটে মার্ক করা Arrow মার্ক, গোল বৃত্ত, আয়তকার) সঠিকভাবে কিভাবে যুক্ত করবেন তা প্র্যাকটিক্যালি দেখার জন্য টিউন ১টিউন ২ দেখুন। এই টিউনগুলোতে যোগ করা স্ক্রিনসট গুলোতে দেওয়া ‘মার্ক এনোটেশন’ Mark Annotation (স্ক্রিনসটে মার্ক করা Arrow মার্ক, গোল বৃত্ত, আয়তকার) টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী যোগ করা হয়েছে।

টিউনের বর্তমান স্ক্রিনসট গুলো এই গাইডলাইন অনুযায়ী আপডেট করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

    প্রিয় টেকটিউনস,
    উপরের নির্দেশিত ভুল সংশোধন করেছি।
    এবার আশাকরি টেকটিউনস ক্যাশ প্রসেস হতে পারবে।

    প্রিয় টেকটিউনস,
    উপরের নির্দেশিত ভুল সংশোধন করেছি।
    এবার আশাকরি টেকটিউনস ক্যাশ প্রসেস হতে পারবে।।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটিতে ভুল রয়েছে।

কারণ:

যথাযত নির্দেশনা সত্ত্বেও আপনাকে অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেটটির বিভিন্ন এলিমেন্টের পজিশন পরিবর্তন করে টিউন থাম্বনেইল টেমপ্লেটটির কনসিসটেন্টসি নষ্ট করে সে টিউন থাম্বনেইল টেমপ্লেট দিয়ে টিউন থাম্বনেইল তৈরি করে সেট করা হয়েছে।

টিউন থাম্বনেইল টেমপ্লেট গাইডলাইন অনুযায়ী অ্যাসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেটটিতে নির্দেশিত এলিমেন্ট ছাড়া অন্য কোন এলিমেন্টের কোন ধরনের চেঞ্জ করা যায় না। ভুল বসতও চেঞ্জ করা যায় না। কারণ তা না হলে টেমপ্লেটটির কনসিসটেন্টসি নষ্ট হয়ে যায়।

করণীয়:

টিউন থাম্বনেইল টেমপ্লেটটি আপনাকে নতুন করে রি-এসাইন করা হয়েছে। আপনার মেইল চেক করুন। নতুন করে রি-এসাইন করা টিউন থাম্বনেইল টেমপ্লেট এর মাধ্যেমে এই টিউনের থাম্বনেইল আবার তৈরি করে সেট করুন।

পরবর্তিতে যেন আবার টিউন থাম্বনেইল টেমপ্লেটটির বিভিন্ন এলিমেন্টের পজিশন পরিবর্তন হয়ে টিউন থাম্বনেইল টেমপ্লেটটির কনসিসটেন্টসি নষ্ট হয়ে না যায় সে বিষয়ে বিষয়ে সতর্ক থাকতে হবে।

পরবর্তিতে টিউন থাম্বনেইল টেমপ্লেটের বিভিন্ন এলিমেন্টের পজিশন পরিবর্তন করে টিউন থাম্বনেইল টেমপ্লেটের কনসিসটেন্টসি নষ্ট করা হলে আপনার ট্রাসটেড টিউনারশীপ অপসারিত হবে।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটিতে ভুল রয়েছে।

কারণ:

টিউনের টিউন থাম্বনেইল এ বানান ভুল করা হয়েছে।

ব্যাবহার => ব্যবহার

করণীয়:

টিউনের টিউন থাম্বনেইল এ ভুল বানান ঠিক করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।