যারা ইন্টারনেট থেকে বিভিন্ন কিছু ডাউনলোড করেন তাদের জন্য ভিডিও সহ দরকারি টিউন ।

এর আগে প্রিমিয়াম ডাউনলোড নিয়ে একটি টিউন করেছি । অনেকের ভালো লেগেছে অনেকের লাগেনি । পরে টের পেলাম অনেকে কুকি কি তাই জানে না । আবার অনেকে ভিডিও দিতে বলে । তাই আবার একটু টিউন টা আপডেট করলাম । মোটামোটি বিস্তারিত লেখার চেষ্টা করেছি । আরও জানতে হলে জানাবেন ।

ফাইল হোস্টিং সাইট কি ?

Hotfile.com, Filesonic.com, Fileserve.com, Mediafire.com, Ziddu.com এগুলো হচ্ছে ফাইল হস্টিং সাইট । এ সাইট গুলো তে আপনি আপনার কোন সফটওয়্যার বা যেকোনো ফাইল আপলোড দিতে পারবেন । এবং এই সাইট গুলো আপনাকে অই ফাইল এর একটি লিঙ্ক দেবে । আপনি জাকে এই লিঙ্ক দেবেন সে এই লিঙ্ক এ ক্লিক করে আপনার আপলোড করা ফাইল ডাউনলোড করতে পারবে । এটাকে আপনি একরকম হার্ডডিস্ক বলতে পারেন । যা অনলাইন কাজ করে ।

কেন প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যাবহার করবেন ?

ফাইল হস্টিং সাইট গুলো ফাইল আপলোড করতে দেয় কিন্তু তার একটি লিমিট আছে । আপনি ফ্রী ইউজার হলে ওদের সাইট এ নির্ধারিত পরিমান এর বেশি আপলোড করতে দিবে না । বা আপনার আপলোড করা ফাইল নির্দিষ্ট সময় পর ডিলিট করে দিবে । আবার ডাউনলোড এর ক্ষেত্রে এক দিনে ওরা আপনাকে নির্দিষ্ট পরিমান এর বেশি ডাউনলোড করতে দিবে না । আবার বেশি স্পীড দিবে না । আবার মনে করেন আপনি ৫০০MB একটা ফাইল ডাউনলোড দিলেন ৯৯% হউয়ার পর কারেন্ট চলে গেল এখন এই সাইট রিজিউম কতে দেয় না । মানে আপনি কারেন্ট আসার পর আবার ডাউনলোড শুরু করতে পারবেন না । আবার প্রথম থেকে ডাউনলোড করতে হবে । কিন্তু আপনি যদি প্রিমিয়াম ইউজার হন । মানে টাকা দিয়ে অ্যাকাউন্ট কিনেন । তাহলে কোন অসুবিধা নাই সব সুবিধা । আর অ্যাকাউন্ট এর দাম ১ মাসের জন্য ১০-১০০ ডলার এবং এর চেয়ে বেশি আছে । এত টাকা দিয়ে কে কিনবে । কিন্তু ডাউনলোড ও তো করতে হবে কারন অধিকাংশ ভালো সফটওয়্যার সাইট এই সাইট গুলো তে সফটওয়্যার আপলোড দেয় । এখন অগুলো শান্তিতে ডাউনলোড করতে হলে প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে । আমরা এই প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনতে না পারলেও বিভিন্ন ভাবে ব্যাবহার করি । অ্যাকাউন্ট হ্যাক করে বা জেভাবেই হোক । এবং কুকি হচ্ছে এর মদ্ধে সবচেয়ে সহজ ও দীর্ঘস্থায়ী উপায় । কারন প্রিমিয়াম অ্যাকাউন্ট গুলো তে অনেকে লগিন করলে ফ্রী হয়ে যায় । আর প্রিমিয়াম কুকি দিয়ে করলে সহজে টের পায় না এবং অনেক সময় ব্যাবহার করা যায় ।

কুকি কি ?

আপনি যদি কোন সাইট এ আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করেন তাহলে ওদের এখানে আপনার নামে একটি সিরিয়াল সেভ হয় । ওই সিরিয়াল এর সাহায্যেই ডাউনলোড হয় । এই কুকি ই হল সিরিয়াল । এটি দিয়ে অনেকে এক সাথে ডাউনলোড করতে পারে । এবার নিচে এর ব্যাবহার বিধি দেখে নিন ।

১. প্রথমে আপনার ফাইলহোস্টিং সাইট এ জান । যেমনঃ http://www.hotfile.com বা http://www.filesonic.com । আমি এখানে ফাইলসনিক দিয়ে দেখাবো ।

২. এবার কীবোর্ডে Ctrl+D চাপুন । নিচের মতো একটি উইন্ডো আসবে । ওখানে নিচের মতো করে নিন । নেম এর জায়গায় আপনার ফাইলহোস্টিং সাইট এর নাম দিন । এখানে আমি Filesonic দিয়েছি । এবং ড্রপডাউন মেনু থেকে Bookmarks Menu সিলেক্ট করে Done করুন ।

৩. এবার মোজিলার উপরে বাম দিকে Bookmarks লেখা দেখবেন । ওখানে ক্লিক করুন । এবার একদম নিচে দেখবেন আপনি জে নামে Bookmark টি সেভ করেছিলেন সেটি দেখাবে ।

৪. ওটাতে রাইট ক্লিক করে প্রপারটিজ এ ক্লিক করুন । নিচের মতো একটি নতুন উইন্ডো আসবে ।

৫. ওখানে Name এর জায়গায় আপনি জে নাম দিয়েছেন সেটি দেখাবে । ওখানে কিছু করার দরকার নেই । এবার Location এ লেখা গুলো কেটে দিয়ে নিচের কোড টি কপি পেস্ট করুন । এবার নিচের মতো করে সেভ করুন ।

Code:


javascript:hf="http://filesonic.com/";if(location.href.indexOf(":\/\/http://www.filesonic.com")==-1){g=confirm("Click Ok - Computer Lover");if(g)location.href=hf;void(0);}else{c=prompt("Paste Your Cookie Here","Filesonic Premium Cookie");if(c){r=confirm("Visit anything4-you.blogspot.com for more premium cookies - Computer Lover");d=new%20Date();nd=new%20Date(d.getFullYear()+1,2,11);void(document.cookie="PHPSESSID="+c+";domain=.filesonic.com;path=/;"+(r?"expires="+nd:""));location.href=hf}void(0)}


( এই কোড টি শুধু Filesonic.com এর জন্য । অন্যান্য সাইট এর জন্য কোড নিচে দেয়া আছে )

৬. এখন আবার মোজিলার উপরে বাম দিকে Bookmarks লেখাতে ক্লিক করুন । নিচে আপনার সেভ করা নাম দেখাবে যেমন আমার এখানে Filesonic দেখাচ্ছে । এবার অটাতে ক্লিক করুন ।

৭. ক্লিক করলে নিচের মতো একটি উইন্ডো  আসবে । ওকে করে দিন তাহলে আপনার ফাইলহোস্টিং সাইট টি লোড হবে । আমার এখানে Filesonic.com লোড হচ্ছে ।

৮. লোড হলে আবার Bookmarks  মেনু থেকে আপনার ফাইলহোস্টিং সাইট এর নামে ক্লিক করুন । আমি Filesonic এ ক্লিক করেছি । ক্লিক করার পর নিচের মতো একটি উইন্ডো আসবে । ওখানে আপনার কুকি পেস্ট করে ওকে করুন । এবার আরেকটি উইন্ডো আসবে ওটাতে আবার ওকে করুন ।

৯. বেস যদি আপনার কুকি টি প্রিমিয়াম হয়ে থাকে তাহলে নিচের মতো উইন্ডো আসবে । নাহলে প্রথম পেজ টি আবার আসবে । আমার কুকি প্রিমিয়াম তাই এরকম পেজ এসেছে ।


প্রথম বার সম্পূর্ণ কাজ করতে হবে এর পর প্রতিবার শুধু ৬-৯ পর্যন্ত কাজ করুন ।

ভিডিও টিওটরিয়াল দেখতে এখানে ক্লিক করুন । ভিডিও তে শর্টকাট দেয়া আছে । দু ভাবেই কাজ করবে ।

Video Tutorial

এখন Filesonic থেকে ডাউনলোড করতে হলে Filesonic এর ডাউনলোড লিংক আপনার ব্রাউজার এর এড্রেস বারে পেস্ট করুন । দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে । এখান থেকে আপনি যেসকল সুবিধা পাবেনঃ

১. হাই স্পীড ডাউনলোড ।

২. রিজিউম সাপোর্ট ।

৩. ডাইরেক্ট ডাউনলোড ।

এখান থেকে যা যা করবেন না ।

১. অবশ্যই Log Out করবেন না । Log Out করলে অ্যাকাউন্ট ফ্রী হয়ে যাবে ।

২. কোন কিছু আপলোড দিবেন না ।

৩. যথাসম্ভব পেজ কম পালটাবেন । ডাউনলোড এ কোন সমস্যা হলে পেজ রিলোড করে দেখবেন অ্যাকাউন্ট প্রিমিয়াম আছে কিনা ।

কিছু ডাউনলোড সমস্যার সমাধান ও টিপস

অনেক সময় ডাউনলোড দিতে সমস্যা দিতে পারে । সেক্ষেত্রে আপনি যদি আই.ডি.এম দিয়ে ডাউনলোড দেন তাহলে টাস্কবার থেকে আই.ডি.এম এর আইকন এ রাইট ক্লিক করে এক্সিট করুন । এবার আবার আই.ডি.এম রান করুন । এবার আবার ডাউনলোড করার চেষ্টা করুন বা রিজিউম করার চেষ্টা করুন । আশা করি হয়ে যাবে । হ্যাঁ আপনি যদি ডাউনলোড পজ করেন তাহলে রিজিউম করার আগে অবশ্যই প্রিমিয়াম অ্যাকাউন্ট চালু করে নিতে হবে । অনেক সময় এরকম একটা লেখা দেখবেন । To Resume This Download লেখাটা শেষে থাকে এটা আসলে ওকে করবেন । তারপর আপনার ডাউনলোড পেজ ওপেন হবে ওখান থেকে ডাউনলোড দিলে যত টুকু হয়েছিল সেখান থেকে শুরু হবে ।

কুকি চেকার

এটি দিয়ে আপনি সহজে কয়েক সেকেন্ডে শত শত কুকি চেক করে নিতে পারবেন । নিচে এর ব্যাবহার বিধি দেয়া হল ।

১. ডাউনলোড করার পর এক্সট্রাক্ট করে নিন । এবার Cookie Checker রান করুন ।

২. এবার আপনার কুকি কপি করে add এ ক্লিক করুন । দেখবেন এখানে সব এড হয়ে গেছে ।


৩. এবার আপনার ফাইলহস্টিং সাইট সিলেক্ট করুন । ভুল সিলেক্ট করলে ফল ভুল পাবেন ।

৪. এবার Start ক্লিক করুন । চেক শেষ হলে নিচের বক্সে প্রিমিয়াম কুকি গুলো দিয়ে দিবে । আর কোন প্রিমিয়াম কুকি না থাকলে o working cookie দেখাবে ।

৫. এবার একটা কুকি সিলেক্ট করে ctrl+c চাপুন এবার আগের মতো কুকি ব্যাবহার করুন ।

ভিডিও টিওটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন

Video Tutorial

Download 37 KB

!! Premium Cookie Scripts !!

Depositfile


javascript:hf="http://depositfiles.com/";if(location.href.indexOf(":\/\/depositfiles.com")==-1){g=confirm("Click to continue - anything4-you.blogspot.com");if(g)location.href=hf;void(0);}else{c=prompt("Input This Cookies ................. ","cookie%20depositfiles");if(c){r=confirm("Visit anything4-you.blogspot.com for more premium cookies");d=new%20Date();nd=new%20Date(d.getFullYear()+1,2,11);void(document.cookie="autologin="+c+";domain=.depositfiles.com;path=/;"+(r?"expires="+nd:""));location.href=hf}void(0)}


Easyshare


javascript:hf="http://easy-share.com/";if(location.href.indexOf(":\/\/easy-share.com")==-1){g=confirm("Click to continue - anything4-you.blogspot.com");if(g)location.href=hf;void(0);}else{c=prompt("Input This Cookies ................. ","cookie%20easy-share");if(c){r=confirm("Visit anything4-you.blogspot.com for more premium cookies");d=new%20Date();nd=new Date(d.getFullYear()+1,2,11);void(document.cookie="PREMIUM="+c+";domain=.easy-share.com;path=/;"+(r?"expires="+nd:""));location.href=hf}void(0)}


Fileserve - long


javascript:hf="http://fileserve.com/";if(location.href.indexOf(":\/\/fileserve.com")==-1){g=confirm("Click to continue - anything4-you.blogspot.com");if(g)location.href=hf;void(0);}else{c=prompt("Input This Cookies .................","cookie%20Fileserve");if(c){r=confirm("Visit anything4-you.blogspot.com for more premium cookies");d=new%20Date();nd=new Date(d.getFullYear()+1,2,11);void(document.cookie="cookie="+c+";domain=.fileserve.com;path=/;"+(r?"expires="+nd:""));location.href=hf}void(0)}


Fileserve - short


javascript:hf="http://fileserve.com/";if(location.href.indexOf(":\/\/fileserve.com")==-1){g=confirm("Click to continue - anything4-you.blogspot.com");if(g)location.href=hf;void(0);}else{c=prompt("Input This Cookies ................. ","cookie%20Fileserve");if(c){r=confirm("Visit anything4-you.blogspot.com for more premium cookies");d=new%20Date();nd=new%20Date(d.getFullYear()+1,2,11);void(document.cookie="PHPSESSID=;host=fileserve.com;expires=Sat,%2001-Jan-2000%2000:00:00%20GMT");void(document.cookie="PHPSESSID="+c+";domain=.fileserve.com;path=/;"+(r?"expires="+nd:""));location.href=hf}void(0)}


Filesonic


javascript:hf="http://filesonic.com/";if(location.href.indexOf(":\/\/http://www.filesonic.com")==-1){g=confirm("Click Ok - Computer Lover");if(g)location.href=hf;void(0);}else{c=prompt("Paste Your Cookie Here","cookie%20filesonic");if(c){r=confirm("Visit anything4-you.blogspot.com for more premium cookies - Computer Lover");d=new%20Date();nd=new%20Date(d.getFullYear()+1,2,11);void(document.cookie="PHPSESSID="+c+";domain=.filesonic.com;path=/;"+(r?"expires="+nd:""));location.href=hf}void(0)}


Hotfile


javascript:hf="http://hotfile.com/";if(location.href.indexOf(":\/\/hotfile.com")==-1){g=confirm("Click to continue - anything4-you.blogspot.com");if(g)location.href=hf;void(0);}else{c=prompt("Input This Cookies ..... ","cookie%20hotfile");if(c){r=confirm("Visit anything4-you.blogspot.com for more premium cookies");d=new%20Date();nd=new%20Date(d.getFullYear()+1,2,11);void(document.cookie="auth="+c+";domain=.hotfile.com;path=/;"+(r?"expires="+nd:""));location.href=hf}void(0)}


Megaupload


javascript:hf="http://megaupload.com/";if(location.href.indexOf(":\/\/megaupload.com")==-1){g=confirm("Click to continue - anything4-you.blogspot.com");if(g)location.href=hf;void(0);}else{c=prompt("Input This Cookies ................. ","cookie%20Megaupload");if(c){r=confirm("Visit anything4-you.blogspot.com for more premium cookies");d=new%20Date();nd=new%20Date(d.getFullYear()+1,2,11);void(document.cookie="user="+c+";domain=.megaupload.com;path=/;"+(r?"expires="+nd:""));location.href=hf}void(0)}


Oron


javascript:hf="http://oron.com/";if(location.href.indexOf(":\/\/oron.com")==-1){g=confirm("Click to continue - anything4-you.blogspot.com");if(g)location.href=hf;void(0);}else{c=prompt("Input This Cookies ................. ","cookie%20oron");if(c){r=confirm("Visit anything4-you.blogspot.com for more premium cookies");d=new%20Date();nd=new Date(d.getFullYear()+1,2,11);void(document.cookie="xfss="+c+";domain=.oron.com;path=/;"+(r?"expires="+nd:""));location.href=hf}void(0)}


Rapidshare


javascript:hf="http://rapidshare.com/";if(location.href.indexOf(":\/\/rapidshare.com")==-1){g=confirm("Click to continue - anything4-you.blogspot.com");if(g)location.href=hf;void(0);}else{c=prompt("Input This Cookies ................. ","cookie%20rapidshare");if(c){r=confirm("Visit anything4-you.blogspot.com For more cookies and premium accounts");d=new%20Date();nd=new Date(d.getFullYear()+1,2,11);void(document.cookie="enc="+c+";domain=.rapidshare.com;path=/;"+(r?"expires="+nd:""));location.href=hf}void(0)}


Premium Cookie-
Filesonic
jp8jqn914s2e4v4j771ir7j8l5
9i150p1drdnppg0rerpu70ki76
itum97a8l333pvnkbe81t6rsv0
36m6hs0hv1t0cs1nnhvotn0dh5
r82tuasrll7peh6nnivm97tjp0
3gnq0p7ia6vna6g98g1l8o33p4
8s6fqt0o5epp42p3bt4ls2u4f7
fp7n8frvg8on477b3t1iijhu95

Level 0

আমি কম্পিউটার লাভার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 101 টি টিউন ও 1258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Also known as "Raiku Saiko". React.js & Javascript Developer. Former Wordpress Developer, Front-end Designer. Technology Addicted.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব সুন্দর হয়েছে।কাজে লাগবে।ধন্যবাদ।

চমৎকার

Level 0

ভাই, rapidshare and hotfile এ চেস্টা করলাম। কিন্তু কাজ হয়নি।

    কেন কাজ হবে না ! কুকি প্রিমিয়াম হলে অবশ্যই হবে । আমি ভিডিও তে Hotfile দিয়ে করেছি ! প্রিমিয়াম কুকি আমার ব্লগে আছে । কুকি চেকার দিয়ে চেক করে নিন ।

ভাই আপনি তো ডাউনলোড প্রেমীদের সকল বাঁধা দূর করলেন। এরকম টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ

ভাল টিউন।প্রিয়তে রাখলাম :)।

Level 0

খুবই উপকারি টিউন ।একেবারে ছক্কা…..

লোকেশন বক্সে যে কোড দিব সেটা কি সব কুকির জন্য প্রযোয্য, না কুকির সাথে এটা পরিবতন করতে হয়?

দারুন। কিন্ত অনলাইনে কুকি চেকের কোন URL আছে?? আপসার কুকি চেকার টা আমার নতুন অপারেটিং সিষ্টেমে কাজ করছে না।

Level 0

ভাই আগের একটা টিউন থেকে copy আর paste করে দিলেন?

    Level 0

    ভুল হয়ে গেছে…আগের টিউনটা যে আপনি করেছিলেন খেয়াল ছিল না..দুঃখিত..

    ঠিক আছে । ধন্যবাদ মন্তব্বের জন্য !

thanks a lot………….

খুবই ভাল হয়েছে আরো আশা করি চালিয়ে যান ।

Level 0

খুব সুন্দর ভাবে বুঝিয়ে, গুছিয়ে লিখেছেন। প্রয়োজনিয় টিউন। আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

ভাই কাজ করে নাতো। আমি উইন ৭ এবং ফায়ার ফক্স ৪ ব্যবহার করি। .নেট নতুনটা ইনসটল করা আছে। কি করা যায় বলুনতো……………………….

Level 0

অসম্ভব ভাল একটা টিউন………….. ধন্যবাদ।

Level 0

ভাই.. হচ্চেনা তো……..কুকি পাব কোথায়?

    ও আপনার কুকি প্রিমিয়াম না হলে কাজ করবে না । কুকি প্রিমিয়াম কিনা চেক করতে কুকি চেকার ব্যাবহার করুন ! আর কুকি আপডেট পেতে আমার ব্লগে দেখতে পারেন ! – anything4-you.blogspot.com

Level 0

via Step 6 a bookmarked link a click korle step 7 a jaoar jonno load hoyna!
plz help.

    java script টা ঠিক করে দেন । অনেক সময় ইন্টারনেট থেকে সমস্যা দেয় ট্রাই করতে থাকেন । লাগলে পোস্ট টা আবার পরেন !

better

Level 0

ভাই সব সাইটেই ঠিকঠাক কাজ করছে..কিন্তু শুধু filesonic কে কাজ করছে না..যত বারই লোড দিই,ততবারই বলে click ok–computer lover.. কি সমস্যা বলতে পারেন?

    java script টা আবার ঠিক করে দেন । বুকমার্ক ডিলিট করে আবার নতুন করে করেন !

Level 0

ভাই আপনার কথা মত কাজ করেছি..এবার কাজ হয়েছে..কিন্তু Filesonic থেকে ডাউনলোড দিলে তো IDM কাজ করে না..কি করি? সাহায্য করেন…..

Level 0

Thank U very very very very very very very very much bro.
keep rolling.